প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

নুখাই উপলক্ষে প্রত্যেককে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

Posted On: 11 SEP 2021 11:04PM by PIB Kolkata

নতুন দিল্লি,  ১১ সেপ্টেম্বর, ২০২১

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী পবিত্র নুখাই উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। 

এক ট্যুইটে প্রধানমন্ত্রী বলেছেন :

"নুখাই জুহার!

পবিত্র নুখাই উপলক্ষে প্রত্যেককে শুভেচ্ছা। আমরা কঠোর পরিশ্রমী কৃষকদের অসাধারণ প্রয়াস ও দেশ গঠনে তাদের ভূমিকার প্রশংসা করি। 

আমি প্রত্যেকের সুস্বাস্থ্য ও কল্যাণময় জীবন প্রার্থনা করি।"

 

CG/BD/AS/



(Release ID: 1754389) Visitor Counter : 174