জলশক্তি মন্ত্রক

স্বচ্ছ সর্বেক্ষণ গ্রামীণ-২০২১ কর্মসূচির ৯ সেপ্টেম্বর সূচনা হচ্ছে

সারা দেশের ৬৯৮ টি জেলার ১৭,৪৭৫ টি গ্রামকে এই কর্মসূচির আওতায় আনা হবে

Posted On: 08 SEP 2021 1:19PM by PIB Kolkata

নতুন দিল্লি, ০৮ সেপ্টেম্বর, ২০২১

 

স্বচ্ছ ভারত অভিযানের দ্বিতীয় পর্যায়ের অধীনে স্বচ্ছ সর্বেক্ষণ গ্রামীণ- ২০২১ কর্মসূচি আগামীকাল ৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে। 'আজাদী কা অমৃত মহোৎসব'-এর অঙ্গ হিসেবে স্বচ্ছ সর্বেক্ষণ গ্রামীণ কর্মসূচি মাধ্যমে দেশে খোলা স্থানে মলত্যাগ বা ওপেন ডেফিকেশন ফ্রী বন্ধ করার প্রক্রিয়াকে ত্বরান্বিত করা হবে। এই সর্বক্ষণের জন্য একটি বিশেষজ্ঞ দল নিযুক্ত করা হয়েছে।

সর্বেক্ষণের মাধ্যমে গ্রাম, জেলা এবং রাজ্যগুলির মধ্যে স্হান নির্বাচন করা হবে।

স্বচ্ছ সর্বেক্ষণ গ্রামীণ কর্মসূচির আওতায় দেশের ৬৯৮ টি জেলার ১৭,৪৭৫ টি গ্রামকে নিয়ে আসা হবে। সর্বেক্ষণ করতে যাওয়া প্রতিনিধি দল সারাদেশে বিদ্যালয়, অঙ্গনওয়াড়ি কেন্দ্র, গণস্বাস্থ্য কেন্দ্র, হাট-বাজার, ধর্মীয় স্থান মিলিয়ে ৮৭ হাজার ২৫০ টি স্থানে যাবে। এর পাশাপাশি ১,৭৪,৭৫০ টি পরিবারের কাছ থেকে তাঁদের মতামত নেওয়া হবে।

 

CG/ SB



(Release ID: 1753369) Visitor Counter : 187