প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

প্যারালিম্পিক্স গেমসে হাই জাম্পে রৌপ্য পদক জেতায় প্রবীণ কুমারকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

Posted On: 03 SEP 2021 10:00AM by PIB Kolkata

নতুনদিল্লি, ৩রা সেপ্টেম্বর, ২০২১


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী টোকিও প্যারালিম্পিক্স গেমসে হাই জাম্পে রৌপ্য পদক জেতার জন্য প্রবীণ কুমারকে অভিনন্দন জানিয়েছেন।

এক ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, “#Paralympics-এ রৌপ্য পদক জেতায় প্রবীণ কুমারের জন্য গর্ব অনুভব করছি। তাঁর কঠোর পরিশ্রম ও অনবদ্য নিষ্ঠার ফসল এই পদক জয়। তাঁকে অভিনন্দন জানাই। তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।#Praise4Para"

 

CG/CB/ SFS/


(Release ID: 1752130) Visitor Counter : 175