প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

বিশিষ্ট সাহিত্যিক শ্রী বুদ্ধদেব গুহের প্রয়াণে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

प्रविष्टि तिथि: 30 AUG 2021 3:30PM by PIB Kolkata

নতুন দিল্লি, ৩০ আগস্ট, ২০২১

 

বিশিষ্ট সাহিত্যিক শ্রী বুদ্ধদেব গুহের প্রয়াণে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী গভীর শোক প্রকাশ করেছেন।

এক ট্যুইটে প্রধানমন্ত্রী বলেছেন, "শ্রী বুদ্ধদেব গুহের সাহিত্যকর্মে বহুমুখী প্রতিভার প্রতিফলন ঘটেছে। তাঁর লেখনীতে পরিবেশের প্রতি সংবেদশীলতা বারবার প্রকট হয়ে উঠেছে। প্রজন্মের পর প্রজন্ম বিশেষ করে, তরুণরা তাঁর সাহিত্যকর্মের স্বাদ উপভোগ করেছেন। তাঁর প্রয়াণ সাহিত্য জগতে বড় ক্ষতি। তাঁর পরিবার এবং অনুগামীদের প্রতি সমবেদনা। ওম শান্তি"।

 

CG/BD/AS/


(रिलीज़ आईडी: 1750509) आगंतुक पटल : 221
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Assamese , Manipuri , Punjabi , Gujarati , Odia , Tamil , Telugu , Kannada , Malayalam