স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক
ভারতে ক্রমবর্ধিত ভাবে এ পর্যন্ত ৫৮ কোটি ৮৯ লক্ষ করোনা প্রতিষেধক টিকা দেওয়া হয়েছে
সুস্থতার হার বর্তমানে হয়েছে ৯৭.৬৮ শতাংশ যা মার্চ ২০২০ পর থেকে সর্বোচ্চ
গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৫ হাজার ৪৬৭ জন
ভারতে সুস্পষ্টভাবে আক্রান্তের সংখ্যা ৩,১৯,৫৫১ যা ১৫৬ দিন পর সর্বনিম্ন
মোট আক্রান্তের হার ০.৯৮ শতাংশ, মার্চ ২০২০ থেকে যা সর্বনিম্ন
দৈনিক আক্রান্তের হার (১.৫৫%) বিগত ২৯ দিন ধরে যা ৩ শতাংশের নিচে
Posted On:
24 AUG 2021 10:07AM by PIB Kolkata
নতুন দিল্লি, ২৪ আগষ্ট, ২০২১
ভারতে কোভিড-১৯ টিকাকরণ কর্মসূচির উল্লেখযোগ্যভাবে অগ্রগতি হয়ে সামগ্রিকভাবে ৫৮ কোটি ৮৯ লক্ষ অতিক্রম করেছে। দেশে এই টিকাকরণ কর্মসূচির সূচনা হয়েছিল ১৬ জানুয়ারি,২০২১।
এ পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী দেশে মোট এপর্যন্ত সামগ্রিকভাবে ৫৮ কোটি ৮৯ লক্ষ ৯৭ হাজার ৮০৫ জনকে টিকা প্রদান করা হয়েছে।
ভারতে এ পর্যন্ত ১ কোটি ০৩ লক্ষ ৫৩ হাজার ৬৯২ জন স্বাস্থ্যকর্মী প্রথম ডোজ এবং ৮২ লক্ষ ৩২ হাজার ৭৪২ জন কর্মী দ্বিতীয় ডোজ পেয়েছেন। অন্যদিকে, করোনার বিরুদ্ধে লড়াইয়ে অগ্রভাগে থাকা ১ কোটি ৮৩ লক্ষ ০৭ হাজার ০৭৬ জন কর্মী প্রথম ডোজ এবং ১ কোটি ২৬ লক্ষ ৪০ হাজার ৩১৮ জন কর্মী দ্বিতীয় ডোজ পেয়েছেন। একইভাবে, ১৮-৪৪ বছর বয়সী ২২ কোটি ০৩ লক্ষ ৩২ হাজার ৪৬৮ জন প্রথম ডোজ এবং ২ কোটি ০৩ লক্ষ ২৯ হাজার ৩৭৫ জন দ্বিতীয় ডোজ পেয়েছেন। অন্যদিকে, ৪৫-৫৯ বছর বয়সী ১২ কোটি ৩৪ লক্ষ ৭০ হাজার ৬২২ জন প্রথম ডোজ এবং ৪ কোটি ৯৩ লক্ষ ৭০ হাজার ৬৬৮ জন দ্বিতীয় ডোজ পেয়েছেন।
এছাড়াও, ৬০ বছরের বেশি বয়সী ৮ কোটি ৩৬ লক্ষ ৮৭ হাজার ৩৫১ জন প্রথম ডোজ পেয়েছেন।
করোনা প্রতিষেধক টিকা দান অভিযান নতুন পর্যায়ে সর্বজনীনভাবে ২১ জুন, ২০২১ থেকে শুরু হয়েছে। এই অভিযানকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যেতে ভারত সরকার বদ্ধপরিকর।
করোনার জনিত অতিমারির শুরু থেকে এ পর্যন্ত ৩ কোটি,১৭ লক্ষ, ২০ হাজার ১১২ জন সুস্থ হয়ে উঠেছেন। গত ২৪ ঘন্টায় ৩৯ হাজার ৪৮৬ জন সুস্থ হয়ে উঠেছেন। সুস্থতার হার বর্তমানে দাঁড়িয়েছে ৯৭.৬৮ শতাংশ। মার্চ ২০২০-র পর থেকে যা সর্বোচ্চ। দেশে গত ২৪ ঘন্টায় ২৫ হাজার ৪৬৭ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। বিগত ৫৮ দিন ধরে দৈনিক আক্রান্তের হার ৫০ হাজারের নিচে রয়েছে। এজন্য কেন্দ্রীয় সরকারের পাশাপাশি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সরকারের ঐকান্তিক প্রচেষ্টা রয়েছে।
দেশে সুস্পষ্টভাবে আক্রান্তের সংখ্যা বর্তমানে দাঁড়িয়েছে ৩ লক্ষ ১৯ হাজার ৫৫১। যা ১৫৬ দিন পর সর্বনিম্ন। বর্তমানে মোট আক্রান্তের হার ০.৯৮ চেয়ে যা ১ শতাংশের কম। মার্চ ২০২০ থেকে যা সর্বনিম্ন।
গত ২৪ ঘন্টায় দেশে মোট ১৬,৪৭,৫২৬ টি নমুনা পরীক্ষা হয়েছে। এছাড়া সারাদেশে এ পর্যন্ত ৫০ কোটি ৯৩ লক্ষ ৯১ হাজার ৭৯২ টি নমুনা পরীক্ষা হয়েছে।
বর্তমানে সাপ্তাহিক ভিত্তিতে আক্রান্তের হার ১.৯০ শতাংশ। যা বিগত ৬০ দিন ধরে ৩ শতাংশের নিচে। দৈনিক ভিত্তিতে এই হার আজ ১.৫৫ শতাংশ। দৈনিক ভিত্তিতে আক্রান্তের হার গত ২৯ দিন ধরে ৩ শতাংশের এবং লাগাতার ৭৮ দিন ধরে ৫ শতাংশের নিচে রয়েছে।
CG/ SB
(Release ID: 1748551)
Visitor Counter : 197
Read this release in:
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam