প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

কল্যাণ সিং-এর প্রয়াণে সংবাদমাধ্যমের কাছে প্রধানমন্ত্রীর বক্তব্য


কল্যাণ সিংকে প্রধানমন্ত্রীর শেষ শ্রদ্ধা নিবেদন

কল্যাণ সিংজি… এমন এক নেতা ছিলেন যিনি জনকল্যাণের জন্য সর্বদা কাজ করেছেন এবং দেশজুড়ে প্রশংসিত হয়েছেনঃ প্রধানমন্ত্রী

Posted On: 22 AUG 2021 4:27PM by PIB Kolkata

নতুনদিল্লি, ২২শে আগস্ট, ২০২১

 

আমাদের সকলের কাছে এটি অত্যন্ত বেদনার মুহূর্ত। কল্যাণ সিংজির বাবা-মা তাঁর নাম রেখেছিলেন কল্যাণ। তিনি সারাজীবন এমনভাবে অতিবাহিত করেছেন, যে তাঁর বাবা-মার দেওয়া নাম সার্থক হয়েছে। মানুষের কল্যাণে তিনি তাঁর জীবন উৎসর্গ করেছেন আর সেটিই ছিল  তাঁর জীবনের মন্ত্র । ভারতীয় জনতা পার্টি, ভারতীয় জন সংঘ এবং ভারতের উন্নত ভবিষ্যতের জন্য তিনি নিজেকে সমর্পিত করেন।  

কল্যাণ সিংজি ভারতের প্রতিটি কোনায় বিশ্বাসের এক নাম হয়ে ওঠেন। তিনি দৃঢ়ভাবে সিদ্ধান্ত গ্রহণ করতেন এবং সারা জীবন মানুষের কল্যাণে কাজ করে গেছেন। বিধায়ক, সরকার চালানোর দায়িত্ব বা রাজ্যপাল౼ যে কাজই তাঁকে দেওয়া হয়েছে, সেই কাজ অন্যের অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে। তিনি ছিলেন জনমানসে আস্থার প্রতীক।

দেশ এক মহান ব্যক্তিত্ব ও যোগ্য নেতাকে হারালো। তাঁর আদর্শ অনুসরণ করে এবং স্বপ্নপুরণের মধ্য দিয়ে তিনি না থাকার ফলে যে ক্ষতি হল,  আমরা সেটি পূরণের চেষ্টা চালাবো। আমি ভগবান রামের কাছে প্রার্থনা করি, তিনি যাতে কল্যাণ সিংজিকে তাঁর চরণে স্থান দেন এবং সংকটের এই সময় থেকে বেড়িয়ে আসার জন্য  তাঁর পরিবারকে শক্তি দেন।  প্রভু রামের কাছে প্রার্থনা করি  যারা শোকাহত, তাঁরা এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার শক্তি অর্জন করুন, যারা তাঁর আদর্শ , মূল্যবোধকে বিশ্বাস করতেন, দেশের ঐতিহ্য ও সংস্কৃতিকে ভালবাসেন, তাঁরা এই শোকের পরিস্থিতি থেকে বেরিয়ে আসুন।“  

 

CG/CB/


(Release ID: 1748203) Visitor Counter : 181