স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক
azadi ka amrit mahotsav

ভারতে ক্রমবর্ধিত ভাবে এ পর্যন্ত ৫৭ কোটি ৬১ লক্ষ করোনা প্রতিষেধক টিকা দেওয়া হয়েছে

গত ২৪ ঘন্টায় ৩৬ লক্ষ ৩৬ হাজারের বেশি টিকা দেওয়া হয়েছে
সুস্থতার হার বর্তমানে হয়েছে ৯৭.৫৪ শতাংশ যা মার্চ ২০২০ থেকে সর্বোচ্চ
গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৪ হাজার ৪৫৭ জন
ভারতে সুস্পষ্টভাবে আক্রান্তের সংখ্যা ৩,৬১,৩৪০ যা ১৫১ দিন পর সর্বনিম্ন
মোট আক্রান্তের হার ১.১২ শতাংশ, মার্চ ২০২০ থেকে যা সর্বনিম্ন
দৈনিক আক্রান্তের হার (২.০০%) বিগত ২৬ দিন ধরে যা ৩ শতাংশের নিচে

Posted On: 21 AUG 2021 10:13AM by PIB Kolkata

নতুন দিল্লি, ২১ আগষ্ট, ২০২১

ভারতে কোভিড-১৯ টিকাকরণ কর্মসূচির উল্লেখযোগ্যভাবে অগ্রগতি হয়ে সামগ্রিকভাবে ৫৭ কোটি ৬১ লক্ষ অতিক্রম করেছে। গত ২৪ ঘন্টায় দেশে ৩৬ লক্ষ ৩৬ হাজার ০৪৩ জনকে টিকা দেওয়া হয়েছে। দেশে এই টিকাকরণ কর্মসূচির সূচনা হয়েছিল ১৬ জানুয়ারি,২০২১।
এ পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী দেশে মোট এপর্যন্ত সামগ্রিকভাবে ৫৭ কোটি ৬১ লক্ষ ১৭ হাজার ৩৫০ জনকে টিকা প্রদান করা হয়েছে।
আজ সকাল সাতটায় পাওয়া তথ্য অনুযায়ী ৬৪,০১,৩৮৫ টি সেসনের মাধ্যমে গত ২৪ ঘন্টায় ৫৭ কোটি ৬১ লক্ষ ১৭ হাজার ৩৫০ জনকে টিকা দেওয়া হয়েছে।
ভারতে এ পর্যন্ত ১ কোটি ০৩ লক্ষ ৫২ হাজার ৭৯৬ জন স্বাস্থ্যকর্মী প্রথম ডোজ এবং ৮১ লক্ষ ৮৭ হাজার ০৬২ জন কর্মী দ্বিতীয় ডোজ পেয়েছেন। অন্যদিকে, করোনার বিরুদ্ধে লড়াইয়ে অগ্রভাগে থাকা ১ কোটি ৮২ লক্ষ ৯৯ হাজার ৮৫০ জন কর্মী প্রথম ডোজ এবং ১ কোটি ২৪ লক্ষ ৭৬ হাজার ০২০ জন কর্মী দ্বিতীয় ডোজ পেয়েছেন। একইভাবে, ১৮-৪৪ বছর বয়সী ২১ কোটি ৩৭ লক্ষ ৮৫ হাজার ৫১১ জন প্রথম ডোজ এবং ১ কোটি ৮৪ লক্ষ ৭৫ হাজার ৪৫৭ জন দ্বিতীয় ডোজ পেয়েছেন। অন্যদিকে, ৪৫-৫৯ বছর বয়সী ১২ কোটি ১৮ লক্ষ ৫৪ হাজার ১৭৩ জন প্রথম ডোজ এবং ৪ কোটি ৮০ লক্ষ ৮২ হাজার ০০৭ জন দ্বিতীয় ডোজ পেয়েছেন। এছাড়াও, ৬০ বছরের বেশি বয়সী ৮ কোটি ৩০ লক্ষ ১১ হাজার ১৩২ জন প্রথম ডোজ এবং ৪ কোটি ১৫ লক্ষ ৯৩ হাজার ৩৪২ জন দ্বিতীয় ডোজ পেয়েছেন।
করোনা প্রতিষেধক টিকা দান অভিযান নতুন পর্যায়ে সর্বজনীনভাবে ২১ জুন, ২০২১ থেকে শুরু হয়েছে। এই অভিযানকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যেতে ভারত সরকার বদ্ধপরিকর।
করোনার জনিত অতিমারির শুরু থেকে এ পর্যন্ত ৩ কোটি,১৫ লক্ষ, ৯৭ হাজার ৯৮২ জন সুস্থ হয়ে উঠেছেন। গত ২৪ ঘন্টায় ৩৬ হাজার ৩৪৭ জন সুস্থ হয়ে উঠেছেন। সুস্থতার হার বর্তমানে দাঁড়িয়েছে ৯৭.৫৪ শতাংশ। দেশে গত ২৪ ঘন্টায় ৩৪ হাজার ৪৫৭ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। বিগত ৫৫ দিন ধরে দৈনিক আক্রান্তের হার ৫০ হাজারের নিচে রয়েছে। এজন্য কেন্দ্রীয় সরকারের পাশাপাশি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সরকারের ঐকান্তিক প্রচেষ্টা রয়েছে।
দেশে সুস্পষ্টভাবে আক্রান্তের সংখ্যা বর্তমানে দাঁড়িয়েছে ৩ লক্ষ ৬১ হাজার ৩৪০। যা ১৫১ দিন পর সর্বনিম্ন। বর্তমানে মোট আক্রান্তের চেয়ে যা ১.১২ শতাংশ। মার্চ ২০২০ থেকে যা সর্বনিম্ন।
গত ২৪ ঘন্টায় দেশে মোট ১৭,২১,২০৫ টি নমুনা পরীক্ষা হয়েছে। এছাড়া সারাদেশে এ পর্যন্ত ৫০ কোটি ৪৫ লক্ষ ৭৬ হাজার ১৯৮ টি নমুনা পরীক্ষা হয়েছে।
বর্তমানে সাপ্তাহিক ভিত্তিতে আক্রান্তের হার ১.৯৮ শতাংশ। যা বিগত ৫৭ দিন ধরে ৩ শতাংশের নিচে। দৈনিক ভিত্তিতে এই হার আজ ২.০০ শতাংশ। দৈনিক ভিত্তিতে আক্রান্তের হার গত ২৬ দিন ধরে ৩ শতাংশের এবং লাগাতার ৭৫ দিন ধরে ৫ শতাংশের নিচে রয়েছে।

CG/ SB

 


(Release ID: 1747858) Visitor Counter : 168