যুবওক্রীড়াবিষয়কমন্ত্রক

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী শ্রী অনুরাগ সিং ঠাকুর আজ ২০১৭-১৮ এবং ২০১৮-১৯-এ ২২ জনকে জাতীয় যুব পুরস্কার প্রদান করেছেন

प्रविष्टि तिथि: 12 AUG 2021 2:56PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১২ আগস্ট, ২০২১

কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী শ্রী অনুরাগ সিং ঠাকুর আজ নতুন দিল্লির বিজ্ঞান ভবনে ২০১৭-১৮ এবং ২০১৮-১৯-এর জাতীয় যুব পুরস্কার প্রদান করেছেন। ২০২১-এর আন্তর্জাতিক যুব দিবস উদযাপন উপলক্ষে ১০ জন তরুণ এগ্রি-এন্টারপ্রাইজ চ্যালেঞ্জ ‘সলভড’, ২০২১ বিভাগে সেরার স্বীকৃতিস্বরূপ পুরস্কৃত হয়েছেন। শ্রী ঠাকুর ১০ জন যুবাকে নিয়ে গঠিত এই দলটির প্রশংসা করে তাঁদের সাফল্যের প্রশংসা করেন। এই উপলক্ষে যুব বিষয়ক দপ্তরের সচিব শ্রীমতী ঊষা শর্মা, যুগ্ম সচিব শ্রী অসিত সিং এবং রাষ্ট্রসঙ্ঘের ভারতে নিযুক্ত রেসিডেন্ট কো-অর্ডিনেটর মিসেস ডায়ার্ড বয়েড প্রমুখ উপস্থিত ছিলেন।
এই উপলক্ষে শ্রী ঠাকুর বলেন, ভারতের যুবারা দেশের ভবিষ্যৎ এবং সর্বোপরি তাঁরাই ভারতের বর্তমান প্রতিনিধি। যুবারা কৃত্রিম বুদ্ধিমত্তার এই যুগে নতুন নতুন ধ্যান-ধারণা ও উদ্ভাবনের চালিকাশক্তি। তিনি আরও বলেন, কৃষিপ্রযুক্তি ক্ষেত্রে উদ্ভাবনের দিক থেকে যুবাদের বড় ভূমিকা রয়েছে। এই ক্ষেত্রে যুবারা নতুন নতুন ধ্যান-ধারণা ও পদ্ধতির উদ্ভাবন ও প্রয়োগ করতে পারেন। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সুদক্ষ নেতৃত্বে কেন্দ্রীয় সরকার যুবাদের সার্বিক কল্যাণে শিক্ষা, দক্ষতা, স্টার্ট-আপ ক্ষেত্রে তহবিল সংস্থানের মতো একাধিক উদ্যোগ নিয়েছে। “আমাদের লক্ষ্যই হল ভারতের যুব সমাজকে বিশ্বের সর্বোত্তম দক্ষতায় সুশিক্ষিত করা।”
ভারতে নিযুক্ত রাষ্ট্রসঙ্ঘের রেসিডেন্ট কো-অর্ডিনেটর মিসেস ডায়ার্ড বয়েড বলেন, ভারতের কাছে এমন অনেক কিছু রয়েছে যা বিশ্বের সঙ্গে ভাগ করে নিতে পারে। ভারতে বিপুল সংখ্যায় যুব সম্প্রদায় রয়েছে। এই তরুণরা পরিবর্তন আনার ক্ষেত্রে অন্যতম চালিকাশিত হয়ে উঠতে পারেন কারণ, এঁদের মধ্যে নতুন সৃজনশীল চিন্তাভাবনার সমস্ত উপাদান মজুত রয়েছে। তাই, দীর্ঘস্থায়ী উন্নয়নের ক্ষেত্রে যুবারা সারা বিশ্ব জুড়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন।
ব্যক্তিবিশেষ এবং প্রাতিষ্ঠানিক বিভাগে মোট ২২টি জাতীয় যুব পুরস্কার দেওয়া হয়েছে। ২০১৭-১৮-র জন্য ১৪টি পুরস্কার এবং ২০১৮-১৯-এর জন্য আটটি পুরস্কার দেওয়া হয়েছে। ২০১৭-১৮-তে ১০ জন ব্যক্তি এবং চারটি সংগঠন পুরস্কার পেয়েছে। অন্যদিকে, ২০১৯-এ সাতজন ব্যক্তি ও একটি সংগঠন স্বীকৃতি পেয়েছে। ব্যক্তিবিশেষের ক্ষেত্রে পুরস্কার হিসেবে একটি পদক, মানপত্র ও নগদ ১ লক্ষ টাকা এবং প্রতিষ্ঠানের ক্ষেত্রে ৩ লক্ষ টাকা ও শংসাপত্র দেওয়া হয়।

CG/BD/DM


(रिलीज़ आईडी: 1745222) आगंतुक पटल : 240
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Tamil , Telugu , English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Punjabi , Gujarati , Odia , Kannada , Malayalam