যুবওক্রীড়াবিষয়কমন্ত্রক
ক্রীড়া মন্ত্রী শ্রী অনুরাগ সিং ঠাকুর প্যারা অলিম্পিক-এর থিম সং এর উদ্বোধন করেছেন
Posted On:
03 AUG 2021 4:10PM by PIB Kolkata
নতুন দিল্লি, ০৩ আগস্ট, ২০২১
ক্রীড়ামন্ত্রী শ্রী অনুরাগ ঠাকুর আজ নতুন দিল্লিতে ভারতীয় প্যারা অলিম্পিক দলের জন্য প্যারা অলিম্পিক এর থিম সং
"করদে কামাল তু"-এর উদ্বোধন করেছেন। ভার্চুয়াল মাধ্যমে আয়োজিত এই অনুষ্ঠানে ক্রীড়া মন্ত্রকের সচিব শ্রী রবি মিত্তাল, যুগ্ম সচিব শ্রী এল এস সিং, ভারতের প্যারা অলিম্পিক কমিটির সভাপতি ডক্টর দীপা মালিক, সচিব শ্রী গুরু শরণ সিং ও চিফ প্র্যাট্রন শ্রী অবিনাশ রাই খান্না উপস্থিত ছিলেন।
প্যারা অলিম্পিক-এর থিম সং "করদে কামাল তু"- গানটি রচনা করেছেন এবং গেয়েছেন দিব্যাঙ্গ ক্রিকেট খেলোয়াড় লখনৌ এর বাসিন্দা সঞ্জীব সিং। ভারতের প্যারা অলিম্পিক কমিটির উদ্দেশ্যই ছিল দিব্যাঙ্গ সম্প্রদায়ের কাছ থেকে গানটি সংগ্রহ করা।
থিম সং- এর উদ্বোধন করে ক্রীড়া মন্ত্রী অনুরাগ ঠাকুর জানান যে, টোকিওতে প্যারা অলিম্পিক গেমসে ভারত এবার সবচেয়ে বেশি ৫৪ জনের প্রতিনিধিদল পাঠিয়েছে। খেলোয়াড়রা নটি বিভাগে অংশ নেবে। শ্রী ঠাকুর বলেন, তিনি যথেষ্ট আত্মবিশ্বাসী যে প্যারা অ্যাথলেটরা তাঁদের সেরা পারফরম্যান্স তুলে ধরবেন। মনে রাখতে হবে যে, খেলোয়াড়রা যখন ভারতের হয়ে খেলবে তখন তাঁদের জন্য ১৩০ কোটি ভারতবাসী উৎসাহিত হবেন। ক্রীড়াবিদদের কল্যাণের পাশাপাশি কেন্দ্রীয় সরকার ক্রীড়া পরিকাঠামো উন্নয়নে যথেষ্ট গুরুত্ব আরোপ করেছে বলে তিনি মন্তব্য করেন।
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২০১৬-র রিও প্যারা অলিম্পিক গেমসের ক্রীড়াবিদদের সঙ্গে দেখা করেছিলেন এবং ক্রীড়াবিদদের সাফল্য কামনা করেছিলেন।
CG/ SB
(Release ID: 1742074)