স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী শ্রী মনসুখ মান্ডভিয়া ন্যাশনাল মেডিকেল কমিশনের সঙ্গে একটি পর্যালোচনা বৈঠকে পৌরহিত্য করেছেন


ন্যাশনাল এক্সিট টেস্ট (নেক্সট) পরিকল্পনা অনুযায়ী ২০২৩-এর প্রথমার্ধে আয়োজন করার প্রস্তুতি নেওয়া হচ্ছে; ২০২২ সালে মক টেস্ট নেওয়ার পরিকল্পনা করা হয়েছে

प्रविष्टि तिथि: 30 JUL 2021 3:23PM by PIB Kolkata

নয়াদিল্লি, ৩০ জুলাই, ২০২১

 

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী শ্রী মনসুখ মান্ডভিয়া আজ ন্যাশনাল মেডিকেল কমিশন (এনএমসি)-এর সঙ্গে একটি পর্যালোচনা বৈঠকে পৌরহিত্য করেন। চিকিৎসা শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়। 

এনএমসি-র আধিকারিকরা ২০২৩ সালের প্রথমার্ধে ন্যাশনাল এক্সিট টেস্ট (নেক্সট) আয়োজনের প্রস্তুতি সম্পর্কে বৈঠকে জানান। পরিকল্পনা অনুযায়ী, প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। ছাত্রছাত্রীদের দুর্ভাবনা দূর করতে ২০২২ সালে মক টেস্ট আয়োজনের পরিকল্পনা করা হয়েছে।  নেক্সট-এর প্রথম ও দ্বিতীয় ধাপের ফলাফল এমবিবিএস-এর চূড়ান্ত বর্ষে উত্তীর্ণ হওয়া ছাত্রছাত্রীদের যোগ্যতা নির্ধারণ করবে। এছাড়াও, ভারতে আধুনিক পদ্ধতিতে তাঁরা যাতে চিকিৎসা করতে পারেন তার জন্য লাইসেন্সের ব্যবস্থা করা হবে এবং স্নাতকোত্তর স্তরে ভর্তিও এই পরীক্ষার ফলাফলের ওপরই নির্ভর করবে। 

পর্যালোচনা বৈঠকে নেক্সট পরীক্ষাকে আন্তর্জাতিক মানে উত্তীর্ণ করার বিষয় নিয়ে আলোচনা হয়। এই পরীক্ষায় সফল ছাত্রছাত্রীদের বিদেশের স্বীকৃতি পাওয়ার বিষয়টি নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। শ্রী মানভিয়া বলেন, দেশে উন্নত মানের চিকিৎসা শিক্ষা এবং স্বচ্ছ পরীক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে সরকার অঙ্গীকারবদ্ধ। এর জন্য সংশ্লিষ্ট সবপক্ষের সঙ্গে কাজ করা হচ্ছে। 

২০১৯-এ সংসদে ন্যাশনাল মেডিকেল কমিশন আইন পাশ হয়। উন্নত মানের স্বল্প মূল্যে চিকিৎসা শিক্ষা নিশ্চিত করতে এবং দেশের প্রতিটি প্রান্তে যাতে যোগ্য চিকিৎসক পাওয়া যায় তার জন্য ২০২০-র ২৫ ফেব্রুয়ারি এই আইন কার্যকর হয়েছে। এনএমসি স্বায়ত্ত্বশাসিত পর্ষদের মতো সিদ্ধান্ত নিতে পারে। এছাড়াও, চিকিৎসা জগতের সঙ্গে যুক্ত পেশাদারদের যথাযথ নীতি অনুসরণ করার জন্য প্রয়োজনীয় নীতি-নির্দেশিকা কমিশন তৈরি করে।  

 

CG/CB/SB


(रिलीज़ आईडी: 1740924) आगंतुक पटल : 266
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Punjabi , Gujarati , Tamil , Telugu , Kannada , Malayalam