মানবসম্পদবিকাশমন্ত্রক

কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ২০১৯-২০ শিক্ষা বর্ষে “ইউনাইটেড ডিস্ট্রিক্ট ইনফরমেশন সিস্টেম ফর এডুকেশন প্লাস” (ইউডিআইএসই+)-এর ওপর প্রতিবেদন প্রকাশ করেছেন

Posted On: 01 JUL 2021 1:27PM by PIB Kolkata

নতুন দিল্লি,  ০১ জুলাই, ২০২১

 

কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী শ্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক আজ দেশের বিদ্যালয় শিক্ষার জন্য ২০১৯-২০ শিক্ষা বর্ষে “ইউনাইটেড ডিস্ট্রিক্ট ইনফরমেশন সিস্টেম ফর এডুকেশন প্লাস” (ইউডিআইএসই+)-এর ওপর প্রতিবেধন প্রকাশ করেছেন।

২০১৯-২০ শিক্ষা বর্ষে ইউডিআইএসই+ -এর প্রতিবেদন অনুযায়ী ২০১৮-র তুলনায় ২০১৯-২০-তে সর্বস্তরে বিদ্যালয় শিক্ষা ক্ষেত্রে ছাত্র-ছাত্রীদের নাম নথিভুক্ত করণের হার বৃদ্ধি পেয়েছে। সকল স্তরেই শিক্ষার্থী অনুপাতে শিক্ষক শিক্ষিকার সংখ্যা উন্নতি লাভ করেছে। এই প্রতিবেদন অনুযায়ী প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত ২০১৯-২০ শিক্ষা বর্ষে ১২.০৮ কোটিরও বেশি ছাত্রী নাম নথিভুক্ত করেছেন। ২০১৮-১৯ শিক্ষা বর্ষের তুলনায় এই সংখ্যা যথেই বৃদ্ধি পেয়েছে। এমনকি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে ২০১৯-২০ শিক্ষা বর্ষে লিঙ্গ সমতা সূচক বেড়েছে। গত শিক্ষা বর্ষের তুলনায় ২০১৯-২০ শিক্ষা বর্ষে বিদ্যালয়ে বিদ্যুৎ সংযোগ, কম্পিউটার ব্যবস্থাপনা, ইন্টারনেটের সুবিধা বৃদ্ধি পেয়েছে। এমনকি ২০১২-১৩ শিক্ষা বর্ষের তুলনায় ২০১৯-২০ শিক্ষা বর্ষে বিদ্যালয়ে হাত ধোয়ার ব্যবস্থাপনা প্রায় ৯০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ইউডিআইএসই+ -এর প্রতিবেদন অনুযায়ী প্রাক প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত বিদ্যালয় শিক্ষা ব্যবস্থায় মোট ছাত্র ছাত্রীর সংখ্যা দাঁড়িয়েছে ২৬.৪৫ কোটি, যা ২০১৮-১৯ শিক্ষা বর্ষের তুলনায় ৪২.৩ লক্ষ বেশি। উচ্চ প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরে ২০১৮-১৯ শিক্ষা বর্ষে ছাত্র-ছাত্রীদের গড় নাম নথিভুক্ত করণের হার বৃদ্ধি পেয়েছে। ২০১৮-১৯ –এর তুলনায় ২০১৯-২০ শিক্ষা বর্ষে বিদ্যালয়ে ছাত্র ছাত্রীদের জন্য চিকিৎসা সুবিধার ব্যবস্থাপনা বেড়েছে। ৮৪ শতাংশেরও বেশি বিদ্যালয়ে গ্রন্থাগার, শিক্ষার্থীদের পঠন পাঠন কক্ষ গড়ে উঠেছে। এই প্রতিবেদন সম্পর্কে বিস্তারিতভাবে জানতে ক্লিক করুন নিম্ন লিখিত লিঙ্কে – 

https://www.education.gov.in/hi/statistics-new?shs%20term%20node%20tid%20depth%20=394&Apply=Apply

 

CG/SS/SKD/


(Release ID: 1732072) Visitor Counter : 241