মানবসম্পদবিকাশমন্ত্রক

বিদ্যালয় বন্ধ থাকাকালীন বাড়ীতে থেকে পঠনপাঠনে অভিভাবকদের অংশগ্রহনের বিষয়ে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক নির্দেশিকা প্রকাশ করেছে

নিরাপদ,সক্রিয়তা ভিত্তিক এবং ইতিবাচক পঠনপাঠন পরিবেশ গড়ে তলার ওপর জোর দেওয়া হয়েছে

Posted On: 19 JUN 2021 2:10PM by PIB Kolkata

নতুন দিল্লী ১৯ শে জুন ২০২১

 

কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের,বিদ্যালয় স্তরের শিক্ষা এবং সাক্ষরতা দপ্তর আজ বিদ্যালয় বন্ধ থাকাকালীন বাড়ীতে থেকে পঠনপাঠনে অভিভাবকদের অংশগ্রহনের বিষয়ে  নির্দেশিকা প্রকাশ করেছে।

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী শ্রী রমেশ পোখরিয়াল'নিশাঙ্ক' তাঁর ট্যুইট বার্তায় বলেছেন,এই অতিমারিকালে 'নিউ নর্মাল' পরিস্থিতিতে শিশুদের বেড়ে ওঠা এবং পঠনপাঠনে অভিভাবকদের ভূমিকা গুরুত্বপূর্ণ। বিদ্যালয় বন্ধ থাকাকালীন শিশুদের শিক্ষার মান বাড়াতে অভিভাবকদের ভূমিকা কি হবে এবং তাঁরা কি ভাবে শিশুদের পাশে থেকে উৎসাহ দেবেন এই সব তথ্যই এই নির্দেশিকায় তুলে ধরা হয়েছে। তিনি উল্লেখ করেন যে অভিভাবকদের শিক্ষার মান যাইহোক না কেন,বাড়ী হলো প্রথম বিদ্যালয় এবং অভিভাবকরাই হলেন প্রথম শিক্ষক।

গৃহ ভিত্তিক পঠনপাঠনের নতুন নির্দেশিকায় অভিভাবকদের নিরাপদ,সক্রিয়তা ভিত্তিক এবং ইতিবাচক পঠনপাঠন পরিবেশ গড়ে তলার ওপর জোর দেওয়া হয়েছে। পাশাপাশি শিশুদের স্বাস্থ্যর দিকে নজর দিতে হবে এবং স্বাস্থ্যকর খাদ্য পরিবেশন করতে হবে;এরসঙ্গে শিশুদের মানসিকভাবে খুশি রাখার বিষয়টিকে গুরুত্ব দিতে হবে। নির্দেশনামায় শিশুদের সার্বিক বিকাশে শুধুমাত্র  অভিভাবকদের ভূমিকা নয়,পরিবারের অন্যান্য সদস্যদের যেমন ঠাকুর দাদা-ঠাকুর মা,বড় দাদা-দিদির ভূমিকার বিষয়টিকেও গুরুত্ব দেওয়া হয়েছে।

প্রকাশিত নির্দেশিকায়,গৃহভিত্তিক পঠনপাঠনে শিশুদের উৎসাহিত করতে অভিভাবকদের এবং অনান্যদের জন্য বেশ কিছু সহজ সরল নির্দেশিকার কথা উল্লেখ করা হয়েছে।২০২০ সালের জাতীয় শিক্ষা নীতির ওপর ভিত্তি করে বেশকিছু সক্রিয়তা ভিত্তিক কাজের বিষয়ে এই নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে।যার ফলে ছাত্রছাত্রীদের চাপ কমানো সম্ভব হবে।

নির্দেশিকায় শিশুদের পঠনপাঠনে উল্লেখযোগ্য উন্নতির নানান পন্থার উল্লেখের পাশাপাশি তাদের শিখনের ঘাটতি মেটাতে নজরদারির বিষয়টি তুলে ধরা হয়েছে। শিক্ষক ও অভিভাবকদের মধ্যে যোগাযোগের বিষয়টি গুরুত্ব পেয়েছে।
বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রছাত্রীদের জন্য যে ধরনের সংস্থান রয়েছে তা অভিভাবকদের অবহিত করতে হবে।এই বিষয়ে অন্যান্য সংস্থা যারা কাজ করছেন তাদের সঙ্গেও যোগাযোগ করা যেতে পারে।গ্রাম পঞ্চায়েত বা বিদ্যালয় কর্তৃপক্ষ এ বিষয়ে উদোগী  হতে পারে।

নির্দেশিকায় স্বল্প শিক্ষিত বা নিরক্ষর অভিভাবকদের জন্য পৃথক একটি অধ্যায় রাখা হয়েছে। সেক্ষেত্রে এই ধরনের অভিভাবকদের সহায়তা করতে বিদ্যালয়,শিক্ষক এবং স্বেচ্ছাসেবকদের ভূমিকা পালনের কথা উল্লেখ করা হয়েছে ।

 

CG/PPM



(Release ID: 1728685) Visitor Counter : 230