আয়ুষ
বৃহত্তম ডাক টিকিট সংগ্রহ স্মারক হিসেবে, ভারতীয় ডাক বিভাগ সপ্তম আন্তর্জাতিক যোগ দিবস-২০২১,উপলক্ষে ৮০০ টি কেন্দ্র থেকে একটি 'স্পেশাল ক্যান্সেলেশন' ডাক টিকিট প্রকাশ করছে
Posted On:
19 JUN 2021 2:46PM by PIB Kolkata
নতুন দিল্লী ১৯ শে জুন ২০২১
ভারতীয় ডাক বিভাগ সপ্তম আন্তর্জাতিক যোগ দিবস-২০২১,উপলক্ষে দিনটিকে স্মরণীয় করে রাখতে আগামী ২১ শে জুন একটি 'স্পেশাল ক্যান্সেলেশন' ডাক টিকিট প্রকাশ করবে।দেশের ৮১০ টি প্রধান ডাকঘর থেকে ছবি সম্বলিত স্পেশাল ক্যান্সেলেশন প্রকাশ করা হবে। এটি ডাক টিকিট সংগ্রহের বৃহত্তম স্মারক হিসাবে বিবেচিত হবে।
২০২১ সালের ২১ শে জুন দেশের সমস্ত প্রধান ডাকঘরে যত সংখ্যক ডাক আসবে তাতে এই স্পেশাল ক্যান্সেলেশন ছাপ দেওয়া হবে। এই ছাপ হিন্দী এবং ইংরেজি উভয় ভাষায় দেওয়া হবে। এই ডাক টিকিট পুনর্ব্যবহারযোগ্য। ডাক টিকিট সংগ্রহ এবং এ সংক্রান্ত গবেষণায় এই ক্যান্সেলেশন সহায়ক হবে।
বেশ কিছু বছর ধরে ডাক টিকিট সংগ্রহ ক্রমাগত নিম্নমুখী এবং এই সখ ও শিল্পকে উৎসাহিত করতে ভারতীয় ডাক বিভাগ প্রকল্প গ্রহন করেছে। ডাক টিকিট সংগ্রাহকদের জন্য ডাকঘরের বিশেষ কাউন্টার থেকে সংগ্রহের উপযুক্ত স্ট্যাম্প বিক্রি করা হচ্ছে। দেশের প্রধান ডাকঘর গুলিতে ২০০ টাকা দিয়ে ডাক টিকিট সংগ্রহ খাতা খুলে,সহজেই ডাক টিকিট বা স্পেশাল কভার সংগ্রহ করা সম্ভব।অল্প সংখ্যায় এই ডাক টিকিট ছাপা হওয়ার দরুন,স্মারক ডাক টিকিট শুধু মাত্র এই নির্দিষ্ট কাউন্টার থেকেই পাওয়া যাচ্ছে।
২০১৫ সালে আন্তর্জাতিক যোগ দিবসে এই বিভাগের পক্ষ থেকে দুটি স্মরণীয় ডাকটিকিট এবং একটি মিনিয়েচার শিটের সেট নিয়ে আসা হয়েছিল। আবার ২০১৬ সালে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সূর্য প্রণাম এর ওপর একটি ডাকটিকিটের সেট প্রকাশ করেছিলেন। ২০১৭ সালে রাষ্ট্রসংঘ ডাক প্রশাসন, ইউএনপিএ আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে ১০ টি বিশেষ যোগের আসন সম্বলিত ডাকটিকিটের সেট তৈরি করে।
গত ৬ বছর ধরে বিশ্বের নানান প্রান্তে আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হচ্ছে।ভারতে যোগের বিভিন্ন রকমের ভঙ্গিমার সুন্দর ছবি প্রকাশিত হয়েছে। হিমালয়ের বরফের মধ্যে ভারতীয় সেনার যোগ প্রদর্শন বা সমুদ্রে নৌবাহিনীর জাহাজে বা সাবমেরিনে যোগ প্রদর্শনের ছবি উঠে এসেছে।
রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদ ২০১৪ সালের ১১ই ডিসেম্বর ঘোষনা করে যে প্রতি বছর ২১ শে জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে। ২০১৫ সাল থেকে গোটা বিশ্বজুড়ে এই আন্তর্জাতিক যোগ দিবস পালিত হচ্ছে।
কোভিড-19 অতিমারির দরুন,এই বছরের যোগ দিবস মূলত ভার্চুয়াল মাধ্যমে হবে।এই বছরের মূল ভাবনা হলো "ঘরে থাকুন,যোগের সঙ্গে থাকুন"। লকডাউন পরিস্থিতি কাটিয়ে উঠতে দেশ এখন সচেষ্ট। এই কারনেই দিনটিকে স্মরণীয় করতে ডাক বিভাগের এই উদ্যোগ।
CG/PPM
(Release ID: 1728684)
Visitor Counter : 499