প্রধানমন্ত্রীরদপ্তর
প্রধানমন্ত্রী চৌঠা জুন সিএসআইআর সোস্যাইটির বৈঠকে পৌরোহিত্য করবেন
Posted On:
03 JUN 2021 9:13PM by PIB Kolkata
নয়াদিল্লী, ৩ জুন, ২০২১
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী চৌঠা জুন বেলা ১১টার সময় ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ-সিএসআইআর) সোস্যাইটির বৈঠকে পৌরোহিত্য করবেন। কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের অধীনস্থ বৈজ্ঞানিক ও শিল্প গবেষণা দপ্তরের একটি অঙ্গ সংগঠন এই সোস্যাইটি। দেশজুড়ে ৩৭টি গবেষণাগার ও ৩৯টি আউটরিচ সেন্টারে এর কাজকর্ম প্রসারিত। বিশিষ্ট বৈজ্ঞানিক, শিল্পপতি ও বিজ্ঞান মন্ত্রকের উচ্চপদস্থ আধিকারিকরা এই সোস্যাইটির সদস্য। প্রতি বছরই সোস্যাইটির সদস্যরা বৈঠকে মিলিত হন।
CG/CB/NS
(Release ID: 1724340)
Visitor Counter : 155
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam