স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

প্রধানমন্ত্রী গরীব কল্যাণ প্য়াকেজ (পিএমজিকেপি) –এর আওতায় কোভিড – ১৯ এর বিরুদ্ধে যে সব স্বাস্থ্যকর্মী লড়াই করছেন, তাঁদের বীমা প্রকল্পে ক্লেমের গতি আনতে নতুন ব্যবস্থা চালু

জেলাশাসক ক্লেমগুলিকে শংসায়িত করবেন; বীমা সংস্থা ৪৮ ঘন্টার মধ্যে সেটি অনুমোদন করে মীমাংসা করবে
সামনের সারিতে থাকা স্বাস্থ্য কর্মীদের সুরক্ষাকে কেন্দ্র সব সময় অগ্রাধিকার দেয়

Posted On: 01 JUN 2021 3:30PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১ জুন, ২০২১

 

কেন্দ্র, কোভিড – ১৯ এর বিরুদ্ধে লড়াইয়ে যাঁরা সামনের সারিতে রয়েছেন, তাঁদের সাহায্য করার জন্য রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সঙ্গে একযোগে কাজ করছে। কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই কোভিড – ১৯ এর বিরুদ্ধে যে সব স্বাস্থ্যকর্মীরা কাজ করছেন, তাঁদের জন্য “প্রধানমন্ত্রী গরীব কল্যাণ প্যাকেজ (পিএমজিকেপি)” বীমা প্রকল্পটি আরো এক বছর বাড়িয়েছে। এই সিদ্ধান্ত ২৪শে এপ্রিল থেকে কার্যকর হয়েছে।

সামনের সারিতে থাকা স্বাস্থ্যকর্মীদের সুরক্ষাকে কেন্দ্র, অগ্রাধিকার দিচ্ছে। আর তাই এই বীমা প্রকল্পটির সময়সীমা আরো এক বছর বাড়ানো হয়েছে। এর ফলে কোভিড – ১৯ এ সংক্রমিতদের চিকিৎসায় যাঁরা সাহায্য করছেন, তাঁদের উপর নির্ভরশীল ব্যক্তিরা সুরক্ষিত হবেন।

কমিউনিটি স্তরে স্বাস্থ্যকর্মী, বেসরকারী ক্ষেত্রে কর্মরত স্বাস্থ্যকর্মী সহ সরকার নির্ধারিত সব স্বাস্থ্যকর্মীরা এবং যারা কোভিড – ১৯ এ সংক্রমিতদের সরাসরি সংস্পর্শে আসবেন, তাঁদের সকলের জন্য ২০২০র ৩০শে মার্চ প্রধানমন্ত্রী গরীব কল্যাণ প্যাকেজে কোভিড – ১৯ এর বিরুদ্ধে যে সব স্বাস্থ্যকর্মীরা লড়াই করছেন, তাঁদের জন্য স্বাস্থ্য বীমা শুরু করা হয়। ৫০ লক্ষ টাকার এই বীমা প্রকল্পটি প্রথমে ৯০ দিনের জন্য চালু হলেও পরে তার সময়সীমা বাড়ানো হয়েছে।  নিউ ইন্ডিয়া অ্যাসুরেন্স কোম্পানি লিমিটেড প্রকল্পটিকে বাস্তবায়িত করছে।   এ পর্যন্ত এই বীমার পলিসিটি দুবার বাড়ানো হল । 

পুরো প্রক্রিয়াটি সময় সাপেক্ষ বলে  রাজ্য ও সংশ্লিষ্ট মহলগুলি অভিযোগ করেছে। তাই বীমা সংক্রান্ত দাবী পূরণের সময় কমানোর জন্য দাবীগুলি যাতে দ্রুত অনুমোদন পায়, তার জন্য নতুন ব্যবস্থা কার্যকর হয়েছে। এই ব্যবস্থায় জেলা শাসকের পর্যায়ে রাজ্য সরকারগুলি প্রয়োজনীয় উদ্যোগ নেবে। সাধারণ পরিচালন বিধি মেনে জেলাশাসকের দপ্তর থেকে বিমার দাবীগুলি শংসায়িত করা হবে। এর উপর ভিত্তি করে বীমা সংস্থাগুলি ৪৮ ঘন্টার মধ্যে দাবী বা ক্লেমগুলির মীমাংসা করবে। দ্রুত নিষ্পত্তির জন্য জেলা শাসক কেন্দ্রীয় সরকারী / রেলের হাসপাতাল বা এইমসগুলির সঙ্গে যুক্ত বীমার ক্লেমেরও শংসায়িত করবে। 

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক সব রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলগুলিকে এই নতুন ব্যবস্থা সম্পর্কে জানিয়েছে, যেটি বিজ্ঞপ্তি জারির সঙ্গে সঙ্গে কার্যকর হয়েছে। 


CG/CB/SFS


(Release ID: 1723465) Visitor Counter : 374