স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

কোভিড-১৯এর বিষয়ে সর্বশেষ তথ্য

Posted On: 01 JUN 2021 9:15AM by PIB Kolkata

নতুনদিল্লী, ১লা জুন, ২০২১

 

ভারতে গত ৫৪ দিনের মধ্যে সংক্রমিতের সংখ্যা সবচেয়ে কম, গত চব্বিশ ঘন্টায় এই সংখ্যা নেমে দাড়িয়েছে ১.২৭ লক্ষ।

সক্রিয় সংক্রমিতের পরিমাণ কমে হয়েছে ১৮, ৯৫, ৫২০। ৪৩ দিন পরে ২০লক্ষের নীচে এই সংখ্যা পৌঁছাল । 

গত চব্বিশ ঘন্টায়  সক্রিয় সংক্রমিতের পরিমাণ কমেছে ১,৩০,৫৭২। 

সারা দেশে এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ২,৫৯,৪৭,৬২৯ জন।

গত চব্বিশ ঘন্টায় আরোগ্য লাভ করেছেন ২,৫৫,২৮৭ জন।

পর পর ১৯ দিন নতুন করে সংক্রমিতের থেকে সুস্থ হয়ে ওঠার সংখ্যা বেশী। 

কোভিড মুক্ত হওয়ার হার ৯২.০৯%। 

সাপ্তাহিক সংক্রমিতের হার বর্তমানে ৮.৬৪%। 

পরপর ৮ দিন দৈনিক সংক্রমিতের হার ১০%র কম౼৬.৬২%।

নমুনা পরীক্ষার ক্ষমতা বেড়েছে,  মোট নমুনা পরীক্ষা হয়েছে ৩৪ কোটি ৬৭ লক্ষ। 

দেশজুড়ে টিকাকরণ অভিযানে এ পর্যন্ত ২১ কোট ৬০ লক্ষ টিকা দেওয়া হয়েছে । 

 

CG/CB/



(Release ID: 1723390) Visitor Counter : 181