স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

ভারতে নতুন করে সংক্রমণ হয়েছে ১.৫২ লক্ষ, ক্রমহ্রাসমান প্রবনতা অব্যাহত

দৈনিক নতুন সংক্রমণ গত ৫০ দিনে সবথেকে কম
গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন সংক্রমিতের সংখ্যা ৮৮৪১৬ জন কমে হয়েছে ২০,২৬,০৯২
পর পর ১৮ দিন নতুন সংক্রমিতের থেকে আরোগ্য লাভের সংখ্যা বেশি
কোভিড মুক্তির হার বেড়ে হয়েছে ৫১.৬ শতাংশ
পর পর ৭ দিন দৈনিক সংক্রমণের হার ১০ শতাংশের কম, আজ এই হার ৯.০৭
নমুনা পরীক্ষার ক্ষমতা বৃদ্ধি করা হচ্ছে, এ পর্যন্ত ৩৪.৪৮ কোটি নমুনা পরীক্ষা হয়েছে
দেশজুড়ে টিকাকরণ অভিযানে ২১.৩ কোটি টিকার ডোজ দেওয়া হয়েছে

Posted On: 31 MAY 2021 10:38AM by PIB Kolkata

নয়াদিল্লী, ৩১  মে, ২০২১

 

ভারতে নতুন সংক্রমণের হার ক্রমশ কমছে। গত ২৪ ঘণ্টায় ১,৫২,৭৩৮ জন নতুন করে সংক্রমিত হয়েছেন। পর পর ৪ দিন ২ লক্ষের কম নতুন করে সংক্রমিত হয়েছেন।

ভারতে সংক্রমিত চিকিৎসাধীনের সংখ্যা ক্রমশ কমছে। গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন সংক্রমিতের সংখ্যা ৮৮,৪১৬ জন কমে হয়েছে ২০,২৬,০৯২। দেশে মোট সংক্রমিতের ৭.২২ শতাংশ এই মুহুর্তে চিকিৎসাধীন।

পর পর ১৮ দিন ভারতে নতুন সংক্রমিতের থেকে আরোগ্য লাভের সংখ্যা বেশি। গত ২৪ ঘণ্টায় ২,৩৮,০২২ জন কোভিড মুক্ত হয়েছেন। এই মহামারীর শুরুর সময় থেকে এ পর্যন্ত ২,৫৬,৯২,৩৪২ জন সুস্থ হয়ে উঠেছেন। দেশে জাতীয় কোভিড মুক্তির হার ৯১.৬ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় ১৬,৮৩,১৩৫ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। দেশে এ পর্যন্ত ৩৩.৪৮ কোটি নমুনা পরীক্ষা হয়েছে। এই মুহুর্তে সাপ্তাহিক সংক্রমণের হার ৯.০৪ শতাংশ। অন্যদিকে জাতীয় সংক্রমণের হার ৯.০৭ শতাংশ।

দেশে এ পর্যন্ত ২১,৩১,৫৪,১২৯ টি টিকার ডোজ দেওয়া হয়েছে। স্বাস্থ্যকর্মীদের মধ্যে ৯৮,৬৭,৩১০ জন টিকার প্রথম ডোজ এবং ৬৭,৭৬,৬৪৪ জন টিকার দ্বিতীয় ডোজ পেয়েছেন। প্রথম সারির করোনা যোদ্ধাদের মধ্যে ১,৫৫,৯২,৩২৫ জন প্রথম ডোজ এবং ৮৪,৯৭,১২০ জন দ্বিতীয় ডোজ পেয়েছেন। যাঁদের বয়স ১৮-৪৪এর মধ্যে তাদের মধ্যে ১,৮৯,৬৪,৫৯৫ জন প্রথম ডোজ এবং ১০,০৫৮ জন দ্বিতীয় ডোজ পেয়েছেন। যাঁদের বয়স ৪৫-৬০ এর মধ্যে তাঁরা প্রথম ডোজ পেয়েছেন ৬,৫৬,৬০,৬৯৩ জন আর দ্বিতীয় ডোজ পেয়েছেন ১,০৫,৭৪,৪৪১ জন। যাঁদের বয়স ৬০এর ওপরে তাঁদের মধ্যে ৫,৮৫,২৮,৪৪৮ জন প্রথম ডোজ এবং ১,৮৬,৮২,৪৯৫ জন দ্বিতীয় ডোজ পেয়েছেন।        


CG/CB/NS



(Release ID: 1723107) Visitor Counter : 199