স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক
ভারতে সুস্পষ্টভাবে কোভিডে আক্রান্তের সংখ্যা কমে ২৪ লক্ষ ৯৫ হাজার ৫৯১
গত ২৪ ঘন্টায় সুষ্পষ্টভাবে আক্রান্তের সংখ্যা ৯১,১৯১ কমেছে
দৈনিক আক্রান্তের হার বর্তমানে ৯.৪২ শতাংশ; গত দুদিনে যা ১০ শতাংশের নিচে রয়েছে
সুস্থতার সংখ্যা বেড়ে ৮৯.৬৬ শতাংশ
একদিনে সবচেয়ে বেশি ২২.১৭ লক্ষ নমুনা পরীক্ষা
দেশজুড়ে ২০ কোটি টিকা দানের মাইলফলক অতিক্রান্ত
Posted On:
26 MAY 2021 11:05AM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৬ মে, ২০২১
কোভিড অতিমারির বিরুদ্ধে লড়াইয়ে ভারতে গত দশ দিন ধরে সক্রিয়ভাবে আক্রান্তের সংখ্যা ৩ লক্ষের নিচে রয়েছে। দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৯৮ হাজার ৯২১ জন।
দেশে সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা কমে দাঁড়িয়েছে ২৪ লক্ষ ৯৫ হাজার ৫৯১। গত ১০ মে থেকে সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা লাগাতার কমছে। এই প্রবণতা অব্যাহত থেকে গত ২৪ ঘণ্টায় সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্য ৯১ হাজার ১৯১ টি কমেছে। দেশে মোট আক্রান্তের ৯.১৯ শতাংশ সুস্পষ্টভাবে করোনায় আক্রান্ত।
দেশে সুস্থতার সংখ্যা গত ১৩ দিন আক্রান্তের সংখ্যার তুলনায় বেশি রয়েছে। এর ফলে গত ২৪ ঘণ্টায় সুস্থতার সংখ্যা দাঁড়িয়েছে ২ লক্ষ ৯৫ হাজার ৯৫৫ । গত ২৪ ঘন্টায় অতিরিক্ত ৮৭,০৩৪ জন সুস্থ হয়েছেন।
দেশে আজ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ২ কোটি ৪৩ লক্ষ ৫০ হাজার ৮১৬ জন। এরমধ্যে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ২ লক্ষ ৯৫ হাজার ৯৫৫ জন। জাতীয় স্তরে সুস্থতার হার আরও বেড়ে হয়েছে ৮৯.৬৬ শতাংশ।
এদিকে, সারা দেশে গত ২৪ ঘণ্টায় সর্বাধিক ২২ লক্ষ ১৭ হাজার ৩২০ টি নমুনা পরীক্ষা হয়েছে। এর ফলে এখনও পর্যন্ত নমুনা পরীক্ষার মোট সংখ্যা হয়েছে মোট ৩৩ কোটি ৪৮ লক্ষ ১১ হাজার ৪৯৬। দেশে আজ আক্রান্তের হার কমে দাঁড়িয়েছে ৯.৪২ শতাংশ।
আরও একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যে আজ দেশে ২০ কোটি টিকাকরণ সম্পূর্ণ হয়েছে।
আজ সকাল ৭টা পর্যন্ত পাওয়া প্রাথমিক তথ্যানুযায়ী, ২০ কোটি ০৬ লক্ষ ৬২ হাজার ৪৫৬ টি টিকার ডোজ দেওয়া হয়েছে। এর মধ্যে ৯৭ লক্ষ ৯৬ হাজার ০৫৮ জন স্বাস্থ্যকর্মী প্রথম ডোজ এবং ৬৭ লক্ষ ২৯ হাজার ২১৩ জন স্বাস্থ্যকর্মী দ্বিতীয় ডোজ পেয়েছেন। অন্যদিকে, করোনার বিরুদ্ধে লড়াইয়ে সামনের সারিতে থাকা ১ কোটি ৫১ লক্ষ ৭১ হাজার ৯৫০ জন কর্মী প্রথম ডোজ এবং ৮৩ লক্ষ ৮৪ হাজার ০০১ জন দ্বিতীয় ডোজ পেয়েছেন। এছাড়াও ১৮-৪৪ বছর বয়সী ১ কোটি ২৯ লক্ষ ৫৭ হাজার ০০৯ জন প্রথম ডোজ পেয়েছেন। একইভাবে, ৪৫-৬০ বছর বয়সী ৬ কোটি ২০ লক্ষ ৮৮ হাজার ৭৭২ জন প্রথম ডোজ এবং ১ কোটি ৩০ লক্ষ ৭২৯ জন দ্বিতীয় ডোজ পেয়েছেন। অপরদিকে, ৬০ বছরের বেশি বয়সী ৫ কোটি ৭১ লক্ষ ৩৫ হাজার ৮০৪ জন প্রথম ডোজ এবং ১ কোটি ৮৩ লক্ষ ৬৮ হাজার ৯২০ জন দ্বিতীয় ডোজ পেয়েছেন।
মোট টিকাকরণের ডোজের সংখ্যা হয়েছে ২০ কোটি ০৬ লক্ষ ৬২ হাজার ৪৫৬।
CG/ SB
(Release ID: 1721892)
Visitor Counter : 236