রেলমন্ত্রক

বিশেষ পরিস্থিতিতে এ পর্যন্ত ২০০ টি অক্সিজেন এক্সপ্রেস তাদের যাত্রা শেষ করেছে

এই অক্সিজেন এক্সপ্রেস গুলি এ পর্যন্ত ৭৭৫ টি ট্যাংকারে মোট ১২৬৩০ মেট্রিক টন তরল মেডিকেল অক্সিজেন সরবরাহ করেছে

Posted On: 20 MAY 2021 2:13PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২০ মে, ২০২১

 

সমস্ত রকমের বাধা বিপত্তি দূর করে দেশের বর্তমান করোনা পরিস্থিতিতে ভারতীয় রেল দেশজুড়ে মেডিকেল অক্সিজেন সরবরাহ করে চলেছে। রেলের পক্ষ থেকে এ পর্যন্ত বিভিন্ন রাজ্যে ৭৭৫ টি ট্যাংকারে মোট ১২৩৬ মেট্রিক টন মেডিকেল অক্সিজেন সরবরাহ করা হয়েছে।

উল্লেখ করা যেতে পারে যে, এখনো পর্যন্ত ২০০ অক্সিজেন এক্সপ্রেস তাদের যাত্রা শেষ করেছে।

 আজ ১০টি অক্সিজেন এক্সপ্রেসে ৪৫ টি ট্যাংকার মারফত ৭৮৪ মেট্রিক টন তরল মেডিকেল অক্সিজেন যাত্রাপথে রয়েছে। বর্তমানে প্রতিদিন অক্সিজেন এক্সপ্রেস মারফত দেশজুড়ে ৮০০ মেট্রিক টন অক্সিজেন সরবরাহ করা হচ্ছে।

এ পর্যন্ত অক্সিজেন এক্সপ্রেসে করে তরল মেডিকেল অক্সিজেন ১৩ টি রাজ্যে পৌঁছে দেওয়া হয়েছে। এ রাজ্যগুলির মধ্যে রয়েছে উত্তরাখণ্ড, কর্ণাটক, মহারাষ্ট্র, মধ্য প্রদেশ, অন্ধ্রপ্রদেশ, রাজস্থান, তামিলনাডু, হরিয়ানা, তেলেঙ্গানা, পাঞ্জাব, কেরালা, দিল্লি, এবং উত্তর প্রদেশ।

ভারতীয় রেল এই অক্সিজেন ট্যাংকার করে নিয়ে আসছে রাউলকেল্লা, দুর্গাপুর, টাটানগর, আংগুল প্রভৃতি স্থানে থেকে। কিভাবে এই অক্সিজেন বিভিন্ন রাজ্যে পৌঁছে দেওয়া হবে সে সম্পর্কে রেলের পক্ষ থেকে একটি ম্যাপ করে রুট তৈরি করা হয়েছে।

 

CG/ SB



(Release ID: 1720442) Visitor Counter : 203