সারওরসায়নমন্ত্রক

সরকার কোভিড-১৯এর প্রয়োজনীয় প্রতিটি ওষুধ সরবরাহের ওপর নজর রাখছে

Posted On: 19 MAY 2021 1:44PM by PIB Kolkata

নতুন দিল্লি,  ১৯ মে, ২০২১

 

কেন্দ্রীয় প্রতি মন্ত্রী শ্রী মনসুখ মান্ডভিয়া আজ আশ্বাস দিয়ে জানিয়েছেন, সরকার কোভিড-১৯এর প্রয়োজনীয় প্রতিটি ওষুধ সরবরাহের ওপর নজর রাখছে।  কোভিড-১৯ মোকাবিলায় ব্যবহৃত সমস্ত ওষুধের উৎপাদন এখন বৃদ্ধি পেয়েছে এবং আমদানিও বেড়েছে। ওষুধের সরবরাহ শৃঙ্খল ব্যবস্থাপনা, চাহিদা এবং সাশ্রয়ী মূল্যে ওষুধ যোগানো- এই ত্রিমুখী কৌশল বাস্তবায়নের মাধ্যমে কোভিড-১৯ মোকাবিলায়   প্রয়োজনীয় প্রতিটি ওষুধের উপস্থিতির বিষয় পর্যবেক্ষণ করা হচ্ছে।

সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন (সিডিএসসিও) এবং ন্যাশনাল ফার্মাসিটিউক্যাল প্রাইসিং অথরিটি (এনপিপিএ) উভয়ে ওষুধের উৎপাদন বৃদ্ধি,ওষুধের  বর্তমান মজুতের বিষয়ে তথ্য সংগ্রহ, এখন এবং ভবিষ্যতে  সম্ভাব্য উৎপাদন ক্ষমতার বিষয়ে ওষুধ প্রস্তুতকারকদের সঙ্গে যোগাযোগ বজায় রেখেছে।

মাত্র ২৫ দিনেই রেমডেসিভির উৎপাদন কেন্দ্রের সংখ্যা ২০ থেকে বাড়িয়ে ৬০ করা হয়েছে। এর ফলে রেমডেসিভির উৎপাদন ১০ গুণ বৃদ্ধি পেয়েছে। চলতি বছরের এপ্রিলে যেখানে প্রতি মাসে ১০ লক্ষ ভয়েল রেমডেসিভির উৎপাদন হতো, মে মাসে তা বৃদ্ধি পেয়ে ১ কোটি হয়েছে। দেশে টোকিলিজুমব ইনজেকশন-এর উপস্থিতি সহজলভ্য করে তুলতে অন্য সময়ের তুলনায় এখন আমদানি ২০ গুণ বৃদ্ধি পেয়েছে। ডেক্সামেথেসোন ইনজেকশন উৎপাদন দু-গুণ বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে ০.৫ এমজি ডেক্সামেথেসোন ট্যাবলেট উৎপাদন প্রতি মাসে ৬ থেকে ৮ গুণ বেড়েছে। এনোক্সাপারিন ইনজেকশন উৎপাদন এক মাসেরও কম সময়ে চার গুণ বৃদ্ধি পেয়েছে। মিথাইল প্রেডনিসলন ইনজেশকশন উৎপাদন এক মাসে তিন গুণ বৃদ্ধি পেয়েছে। ১২ এমজি ইভেরমেসটিন ট্যাবলেট উৎপাদন পাঁচ গুণ বৃদ্ধি পেয়েছে। অ্যামফোটেরিসিন বি ইনজেকশন উৎপাদন এক মাসে তিন গুণ বৃদ্ধি পেয়েছে। এখন দেশে এই ইনজেশনের ৬.৮০ লক্ষ ভয়েল রয়েছে। 

 

CG/SS/SKD/



(Release ID: 1719902) Visitor Counter : 265