স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলগুলির কোভিড ব্যবস্থাপনার জন্য কেন্দ্র আন্তর্জাতিক ত্রাণ বন্টনের ব্যাপারে দ্রুত ছাড়পত্র দিচ্ছে

ভারতে ১৭.৭২ কোটিরও বেশি টিকাকরণ হয়েছে
১৮-৪৪ বছর বয়সী নাগরিকদের মধ্যে ৩৪.৮ লক্ষ টিকাকরণ হয়েছে

Posted On: 13 MAY 2021 11:53AM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৩ মে, ২০২১

 

রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে কোভিড ব্যবস্থাপনাকে শক্তিশালী করার জন্য কেন্দ্র আন্তর্জাতিক ত্রাণ সামগ্রীকে দ্রুত ছাড়পত্র দিয়ে সেগুলি বন্টনের ব্যবস্থা করছে। এ পর্যন্ত সড়ক ও আকাশপথে ৯ হাজার ২৮৪টি অক্সিজেন কনেসেন্ট্রেটর, ৭ হাজার ৩৩টি অক্সিজেন সিলিন্ডার, ১৯টি অক্সিজেন উৎপাদক প্ল্যান্ট, ৫ হাজার ৯৩৩টি ভেন্টিলেটর/বাইপ্যাপ এবং ৩ লক্ষ ৪৪ হাজারেরও বেশি রেমডেসিভির ভয়েল পাঠানো হয়েছে। 
তৃতীয় পর্যায়ে দেশ জুড়ে কোভিড টিকাকরণ অভিযানে এ পর্যন্ত ১৭ কোটি ৭২ লক্ষ ১৪ হাজার ২৫৬টি টিকার ডোজ দেওয়া হয়েছে। এর মধ্যে ৯৬ লক্ষ ৪২০ জন স্বাস্থ্য কর্মী টিকার প্রথম ডোজ পেয়েছেন। ৬৫ লক্ষ ৭০ হাজার ৬২ জন স্বাস্থ্য কর্মী দ্বিতীয় ডোজ নিয়েছেন। সামনের সারিতে থাকা করোনা যোদ্ধাদের মধ্যে ১ কোটি ৪২ লক্ষ ৩৪ হাজার ৭৯৩ জন প্রথম ডোজ এবং ৮০ লক্ষ ৩০ হাজার ৭ জন দ্বিতীয় ডোজ নিয়েছেন। ১৮-৪৫ বছর বয়সী নাগরিকদের মধ্যে ৩৪ লক্ষ ৮০ হাজার ৬১৮ জন প্রথম ডোজ নিয়েছেন। ৪৫-৬০ বছর বয়সী নাগরিকদের মধ্যে টিকার প্রথম ডোজ নিয়েছেন ৫ কোটি ৬২ লক্ষ ৪৩ হাজার ৩০৮ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ৮১ লক্ষ ৫৮ হাজার ৫৩৫ জন। ষাটোর্ধ নাগরিকদের মধ্যে ৫ কোটি ৪০ লক্ষ ৯৯ হাজার ২৪১ জন প্রথম ডোজ এবং ১ কোটি ৬৭ লক্ষ ৯৭ হাজার ২৭২ জন দ্বিতীয় ডোজ নিয়েছেন। মোট টিকাকরণের ৬৬.৭২ শতাংশ হয়েছে ১০টি রাজ্যে। 
গত ২৪ ঘণ্টায় ১৮ লক্ষ ৯৪ হাজার ৯৯১ জন টিকা নিয়েছেন। এদের মধ্যে ৯ লক্ষ ৯৮ হাজার ৪০৯ জন প্রথম ডোজ এবং ৮ লক্ষ ৯৬ হাজার ৫৮২ জন দ্বিতীয় ডোজ নিয়েছেন। 
ভারতে সংক্রমিতদের মধ্যে আজকের হিসাবে মোট ১ কোটি ৯৭ লক্ষ ৩৪ হাজার ৮২৩ জন আরোগ্য লাভ করেছেন। জাতীয় কোভিড মুক্তির হার ৮৩.২৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ৩ লক্ষ ৫২ হাজার ১৮১ জন সুস্থ হয়েছেন। এদের মধ্যে ৭২.৯ শতাংশ ১০টি রাজ্যের বাসিন্দা।
ভারতে সংক্রমিত চিকিৎসাধীন ৩৭ লক্ষ ১০ হাজার ৫২৫ জন। এদের মধ্যে ৭৯.৬৭ শতাংশ ১২টি রাজ্যের বাসিন্দা। 
গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৩ লক্ষ ৬২ হাজার ৭২৭ জন। ১০টি রাজ্যে নতুন করে সংক্রমিতদের মধ্যে ৭২.৪২ শতাংশ মানুষ বাস করেন। মহারাষ্ট্রে ৪৬ হাজার ৭৮১ জন, কেরলে ৪৩ হাজার ৫২৯ জন এবং কর্ণাটকে ৩৯ হাজার ৯৯৮ জন নতুন করে সংক্রমিত হয়েছেন। 
দেশে জাতীয় পর্যায়ে সংক্রমিতদের মৃত্যু হার ১.০৯ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ১২০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭৪.৩ শতাংশ মানুষের মৃত্যু হয়েছে ১০টি রাজ্যে। মহারাষ্ট্রে ৮১৬ জন, কর্ণাটকে ৫১৬ জন প্রাণ হারিয়েছেন। 


CG/CB/SB



(Release ID: 1718361) Visitor Counter : 151