বিদ্যুৎমন্ত্রক

দেশে অক্সিজেন উৎপাদন কেন্দ্রগুলিতে দিবারাত্রি বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রাখতে শক্তি মন্ত্রকের একগুচ্ছ উদ্যোগ

Posted On: 12 MAY 2021 11:57AM by PIB Kolkata

নয়াদিল্লি, ১২ মে, ২০২১

 

করোনা ভাইরাস মহামারীর দ্বিতীয় ঢেউয়ের প্রভাব সারা ভারতে পড়েছে এবং হাসপাতাল সহ বাড়িতে কোভিড রোগীদের চিকিৎসার জন্য অক্সিজেনের চাহিদাও কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে। এই প্রেক্ষিতে শক্তি মন্ত্রক অক্সিজেন উৎপাদন কেন্দ্রগুলিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রাখতে একগুচ্ছ ব্যবস্থা গ্রহণ করেছে। শক্তি মন্ত্রক ইতিমধ্যেই ৭৩টি গুরুত্বপূর্ণ অক্সিজেন উৎপাদন কেন্দ্রকে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য সুনিশ্চিত করেছে। এর মধ্যে জাতীয় রাজধানী অঞ্চলে অক্সিজেন সরবরাহের জন্য ১৩টি অক্সিজেন উৎপাদন কেন্দ্রে লাগাতার বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রয়েছে। মন্ত্রকের পক্ষ থেকে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রাখতে যে সমস্ত উদ্যোগ গ্রহণ করা হয়েছে তা নিম্নরূপ :

শক্তি মন্ত্রকের সচিব দৈনিক ভিত্তিতে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা সম্পর্কে পর্যালোচনা বৈঠক করছেন। রাজ্যগুলির শক্তি সচিবদের সঙ্গেও নিরন্তর যোগাযোগ বজায় রাখা হচ্ছে। বিদ্যুৎ উৎপাদন সংস্থাগুলির চেয়ারম্যান তথা ম্যানেজিং ডায়রেক্টর সহ বিদ্যুৎ উৎপাদন সংস্থাগুলির আধিকারিকদের সঙ্গেও নিরন্তর যোগাযোগ বজায় রয়েছে। সচিব পর্যায়ের পর্যালোচনা বৈঠকে দিবারাত্রি বিদ্যুৎ সরবরাহের সঙ্গে যুক্ত বিভিন্ন সমস্যার সময়সীমার মধ্যে সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে।

মন্ত্রকের পক্ষ থেকে দিবারাত্রি একটি কন্ট্রোল রুম চালু করা হয়েছে। এই কন্ট্রোল রুম থেকে সব ধরনের সমস্যার সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। এছাড়াও, রুরাল ইলেক্ট্রিফিকেশন কর্পোরেশন লিমিটেডের পক্ষ থেকে একটি অভ্যন্তরীণ কন্ট্রোল গ্রুপ স্থাপন করা হয়েছে। এই গোষ্ঠী অক্সিজেন উৎপাদন কেন্দ্রগুলির নোডাল আধিকারিকদের সঙ্গে সমন্বয় বজায় রেখে চলছে।

দিবারাত্রি বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রাখতে রাজ্যগুলিকে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়েছে। পরামর্শে রাজ্যগুলিকে বলা হয়েছে, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলির সঙ্গে নিরন্তর যোগাযোগ বজায় রাখতে এবং বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে সর্বাধুনিক পন্থাপদ্ধতি অনুসরণ করতে।

এছাড়াও, বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার ওপর নজর রাখতে টেকনিক্যাল অডিট প্রক্রিয়া চালু হয়েছে যাতে প্রযুক্তিগত যে কোনও বাধা-বিপত্তির সমাধানের ক্ষেত্রে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা যায়। 

পাওয়ার সিস্টেম অপারেশন কর্পোরেশন জাতীয় রাজধানী অঞ্চলে অক্সিজেন উৎপাদন কেন্দ্রগুলিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য টেকনিক্যাল অডিট ব্যবস্থা গ্রহণ করেছে। এই ব্যবস্থার মাধ্যমে বিদ্যুৎ সরবরাহের গতি-প্রকৃতির মূল্যায়ন, বিদ্যুৎ সরবরাহের উৎস, জরুরি পরিস্থিতিতে বিকল্প পদ্ধতি অবলম্বন করে অক্সিজেনের যোগান, রিলে পদ্ধতিতে অক্সিজেন উৎপাদন অব্যাহত রাখা প্রভৃতির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এখনও পর্যন্ত দিল্লি ও জাতীয় রাজধানী অঞ্চলে ১৩টি অক্সিজেন উৎপাদন কেন্দ্র থেকে লাগাতার অক্সিজেন সরবরাহ করা হচ্ছে।

এছাড়াও, টেকনিক্যাল অডিটের ভিত্তিতে আরও ২০টি অক্সিজেন উৎপাদন কেন্দ্রকে চিহ্নিত করা হয়েছে। এই উৎপাদন কেন্দ্রগুলি সম্পর্কিত তথ্য সংশ্লিষ্ট রাজ্য সরকারগুলির সঙ্গে বিনিময় করা হচ্ছে যাতে বাড়তি অক্সিজেনের যোগান মেটাতে অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা যায়। দেশে বাকি অক্সিজেন উৎপাদন কেন্দ্রগুলির টেকনিক্যাল অডিট প্রক্রিয়া আগামী সাতদিনের মধ্যে শেষ হবে বলে মনে করা হচ্ছে।

 

CG/BD/DM/


(Release ID: 1717990) Visitor Counter : 244