স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক
১৪টি অক্সিজেন প্ল্যান্ট ও ৩ লক্ষের বেশি রেমডেসিভির ভয়েল সহ বিভিন্ন আন্তর্জাতিক সাহায্যকে সক্রিয়ভাবে ছাড়পত্র দেওয়া হয়েছে এবং কোভিড-১৯এর মোকাবিলায় রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে পাঠানো হচ্ছে
Posted On:
09 MAY 2021 12:01PM by PIB Kolkata
নয়াদিল্লী, ৯ মে, ২০২১
ভারতে কোভিড-১৯ মহামারীর দ্বিতীয় ঢেউ আছড়ে পরায় যে সংকট দেখা দিয়েছে তাতে আন্তর্জাতিক সম্প্রদায় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। কেন্দ্র এইসব আন্তর্জাতিক সাহায্য রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে দ্রুততার সঙ্গে পাঠাচ্ছে, যাতে সংকটের এই সময়ে এইসব সামগ্রী ব্যবহার করা যায়। এ পর্যন্ত ৬,৬০৮টি অক্সিজেন কনসেনট্রেটর, ৩৮৫৬টি অক্সিজেন সিলিন্ডার, ১৪টি অক্সিজেন জেনারেশন প্ল্যান্ট, ৪৩৩০টি ভেন্টিলেটর/বাই প্যাপ/সি প্যাপ এবং ৩ লক্ষের বেশি রেমডেসিভির ভয়েল বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে পাঠানো হয়েছে। দেশে কোভিড-১৯এর টিকাকরণের কাজ দ্রুত গতিতে হচ্ছে। আজ পর্যন্ত ১৬ কোটি ৯৪ লক্ষেরও বেশি টিকার ডোজ দেওয়া হয়েছে। এরমধ্যে ৬৬.৭৮ % ১০টি রাজ্যে দেওয়া হয়েছে।
১৮-৪৪ বছর বয়সী নাগরিকদের মধ্যে আজ পর্যন্ত ২,৯৪,৯১২টি টিকা দেওয়া হয়েছে। গত ২৪ ঘন্টায় ১৭,৮৪,৮৬৯ জন টিকা পেয়েছেন।
সব বয়সী নাগরিকদের ৮ই মে মোট ২০,২৩,৫৩২টি টিকা দেওয়া হয়েছে।
ভারতে আজ পর্যন্ত মোট ১,৮৩,১৭,৪০৪ জন আরোগ্যলাভ করেছেন। জাতীয় কোভিড মুক্তির হার ৮২.১৫ শতাংশ। গত ২৪ ঘন্টায় ৩,৮৬,৪৪৪ জন সুস্থ হয়ে উঠেছেন। এঁদের মধ্যে ৭৫.৭৫ % ১০টি রাজ্যের বাসিন্দা।
গত ২৪ ঘন্টায় নতুন করে ৪,০৩,৭৩৮ জন সংক্রমিত হয়েছেন। এঁদের মধ্যে ৭১.৭৫ শতাংশ ১০টি রাজ্যের বাসিন্দা। মহারাষ্ট্রে ৫৬,৫৭৮ জন, কর্ণাটকে ৪৭,৫৬৩ জন এবং কেরালায় ৪১,৯৭১ জন নতুন করে সংক্রমিত হয়েছেন। দেশে এ পর্যন্ত মোট ৩০ কোটি ২২ লক্ষের বেশি নমুনা পরীক্ষা হয়েছে।
ভারতে আজকের হিসেবে ৩৭,৩৬,৬৪৮ জন চিকিৎসাধীন সংক্রমিত রয়েছেন। এঁদের মধ্যে ৮২.৯৪ %, ১৩টি রাজ্যের বাসিন্দা।
জাতীয় মৃত্যুর হার ১.০৯ শতাংশ। গত ২৪ ঘন্টায় নতুন করে ৪,০৯২ জন সংক্রমিত প্রাণ হারিয়েছেন। এঁদের মধ্যে ৭৪.৯৩% ১০টি বাসিন্দা। মহারাষ্ট্রে ৮৬৪ জন এবং কর্ণাটকে ৪৮২ জনের নতুন করে মৃত্যুর খবর এসেছে। ২০টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে প্রতি ১০ লক্ষ জন নাগরিকের হিসেবে জাতীয় মৃত্যুর হারের থেকে কম মৃত্যু হয়েছে। অন্যদিকে ১৬টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে প্রতি ১০ লক্ষ জনের হিসেবে মৃত্যুর হার জাতীয় হারের চাইতে বেশি। তবে গত ২৪ ঘন্টায় দাদরা-নগর হাভেলী- দমন ও দিউ, অরুণাচলপ্রদেশ, মিজোরাম এবং লাক্ষ্মাদ্বীপে নতুন কোনো মৃত্যুর খবর নেই।
SC/CB /NS
(Release ID: 1717272)
Visitor Counter : 221