প্রধানমন্ত্রীরদপ্তর
প্রধানমন্ত্রী কোভিড-১৯ মোকাবিলায় জনস্বাস্থ্যের বিষয় নিয়ে পর্যালোচনা বৈঠক করেছেন
Posted On:
06 MAY 2021 2:51PM by PIB Kolkata
নতুন দিল্লি, ০৬ মে, ২০২১
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ দেশের কোভিড-১৯ সম্পর্কিত পরিস্থিতি নিয়ে একটি বিস্তৃত পর্যালোচনা বৈঠক করেছেন। বিভিন্ন রাজ্য ও জেলায় কোভিডের প্রভাব সম্পর্কে একটি বিশদ বিবরণ প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করা হয়। ১২টি রাজ্য সম্পর্কে প্রধানমন্ত্রীকে জানানো হয় যে সেখানে ১ লক্ষেও বেশি সক্রিয় রোগী রয়েছেন। জেলাগুলির কোভিড পরিস্থিতি সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়।
রাজ্যগুলি স্বাস্থ্য সেবা পরিকাঠামোগত ক্ষেত্রে যে পদক্ষেপ গ্রহণ করেছে সে বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়। প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন যে স্বাস্থ্য সেবা পরিকাঠামোগত উন্নয়নের বিষয়ে রাজ্যগুলিকে যথাযথ সাহায্য এবং নেতৃত্ব দেওয়া প্রয়োজন।
এদিন, বৈঠকে দ্রুত এবং কর্যকরী নিয়ন্ত্রণ মূলক ব্যবস্থাপনা সুনিশ্চিত করার প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা করা হয়। প্রধানমন্ত্রী উল্লেখ করেন যে যেখানে সংক্রমণের হার ১০ শতাংশ বা তার বেশি এবং মোট শয্যা সংখ্যার মধ্যে অক্সিজেন সমর্থিত অথবা আইসিইউ শয্যা সংখ্যা ৬০ শতাংশের বেশি রয়েছে এমন উদ্বেগজনক জেলাগুলি চিহ্নিত করার জন্য রাজ্যগুলির কাছে ইতিমধ্যেই পরামর্শ পাঠানো হয়েছে।
প্রধানমন্ত্রী ওষুধের উপস্থিতি বিষয় নিয়েও পর্যালোচনা করেন। রেমডেসিভির সহ অন্যান্য ওষুধ উৎপাদন বৃদ্ধির বিষয় সম্পর্কে তাকে অবহিত করা হয়।
প্রধানমন্ত্রী কয়েক মাসের মধ্যে টিকার উৎপাদন বৃদ্ধির জন্য টিকাকরণ প্রক্রিয়া ও ভবিষ্যৎ পরিকল্পনার অগ্রগতি নিয়ে পর্যালোচনা করেছেন। প্রধানমন্ত্রীকে জানানো হয় যে ইতিমধ্যেই প্রায় ১৭.৭ কোটি টিকা রাজ্যগুলিকে সরবরাহ করা হয়েছে। প্রধানমন্ত্রী রাজ্যভিত্তিক টিকা অপচয় প্রবণতার বিষয় নিয়েও পর্যালোচনা করেছেন। এদিন, প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়েছে যে দেশের ৪৫ বছরের বেশি বয়সী যোগ্য প্রায় ৩১ শতাংশ সুবিধাভোগীকে টিকা দেওয়া হয়েছে। রাজ্যগুলিকে সংবেদনশীল হওয়ার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী জানান, টিকাদানের ক্ষেত্রে গতি কমবে না। লকডাউন সত্ত্বেও নাগরিকদের টিকা দেওয়ার ক্ষেত্রে সুবিধা দেওয়া উচিত এবং টিকা দেওয়ার সঙ্গে জড়িত স্বাস্থ্য সেবা কর্মীদের কখনই অন্য কাজের দায়িত্ব দেওয়া উচিত নয়।
এদিন বৈঠকে শ্রী রাজনাথ সিং, শ্রী অমিত শাহ্, শ্রীমতী নির্মলা সীতারমন, ডাঃ হর্ষ বর্ধন, শ্রী পীযূষ গোয়েল, শ্রী মনসুখ মান্ডব্য সহ অন্যান্য মন্ত্রী ও শীর্ষ স্থানীয় আধিকারিকরা উপস্থিত ছিলেন।
SC/SS/SKD/
(Release ID: 1716631)
Visitor Counter : 226
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam