সারওরসায়নমন্ত্রক

সার উৎপাদক সংস্থাগুলি কোভিড রোগীদের জন্য দৈনিক ৫০ মেট্রিক টন চিকিৎসার জন্য ব্যবহৃত অক্সিজেন সরবরাহ করবে

Posted On: 28 APR 2021 11:47AM by PIB Kolkata

নতুন দিল্লি, ২৮ এপ্রিল, ২০২১

 

কেন্দ্রীয় রসায়ন ও সার প্রতিমন্ত্রী শ্রী মনসুখ মানডব্য রাষ্ট্রায়ত্ত্ব ও বেসরকারি সার উৎপাদক সংস্থাগুলির পাশাপাশি সমবায় সংস্থাগুলির সঙ্গে অক্সিজেন উৎপাদনের সম্ভাবনা খতিয়ে দেখতে এক বৈঠকে পৌরোহিত্য করেন। শ্রী মণ্ডাভিয়া সার উৎপাদক সংস্থাগুলিকে মহামারীর এই জটিল সময়ে সাধারণ মানুষের সাহায্যার্থে চিকিৎসার জন্য ব্যবহৃত অক্সিজেন উৎপাদন ক্ষমতা বৃদ্ধি ও তা দ্রুত সরবরাহের জন্য আহ্বান জানিয়েছেন। মন্ত্রীর এই প্রস্তাবকে স্বাগত জানিয়ে সার উৎপাদক সংস্থাগুলি সরকারের সঙ্গে কোভিড-১৯-এর বিরুদ্ধে লড়াইয়ে সামিল হওয়ার আগ্রহ প্রকাশ করেছে। এই বৈঠকে রাষ্ট্রায়ত্ত্ব সংস্থা ইফকো গুজরাটে কালোল উৎপাদক ইউনিটে প্রতি ঘন্টায় ২০০ কিউবিক মিটার উৎপাদন ক্ষমতা সম্পন্ন অক্সিজেন প্ল্যান্ট চালু করছেন। এর ফলে, এই উৎপাদন ইউনিটে মোট ক্ষমতা বেড়ে দাঁড়াবে দৈনিক ৩৩ হাজার কিউবিক মিটার। জিএসএফসি সংস্থা  ইতিমধ্যেই তাদের উৎপাদন কেন্দ্রগুলিতে তরল অক্সিজেন সরবরাহের উদ্যোগ গ্রহণ করেছে। এছাড়াও আরও কয়েকটি সংস্থা হাসপাতাল বা নিজেদের উৎপাদন কেন্দ্রে চিকিৎসার জন্য ব্যবহৃত অক্সিজেন উৎপাদন ইউনিট গড়ে তুলবে। 

সার উৎপাদক সংস্থাগুলির পক্ষ থেকে কোভিড রোগীদের জন্য দৈনিক ৫০ মেট্রিক টন অক্সিজেনের যোগান দেওয়া সম্ভব হবে বলে মনে করা হচ্ছে। সার উৎপাদক সংস্থাগুলির এই পদক্ষেপের ফলে আগামীদিনে দেশে চিকিৎসার জন্য ব্যবহৃত অক্সিজেন উৎপাদন বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।  

 

SC/BD/AS/


(Release ID: 1714599) Visitor Counter : 197