স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

বৃহত্তম টিকাকরণ অভিযানের ১০০ দিন পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গেই ভারতে মোট টিকাকরণ ১৪.১৯ কোটি ছাড়িয়েছে

দেশে গত ঘন্টায় সুস্থতার ২.১৯ লক্ষের বেশি
পাঁচটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে গত ২৪ ঘন্টায় কোভিডে মৃত্যুর খব নেই

Posted On: 26 APR 2021 10:42AM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৬ এপ্রিল, ২০২১

 

বিশ্বের বৃহত্তম টিকাকরণ অভিযানের অঙ্গ হিসেবে ভারতের আজ পর্যন্ত ১৪ কোটি ১৯ লক্ষের বেশি টিকাকরণ হয়েছে। তাৎপর্যপূর্ণ বিষয় হল এই অভিযানের ১০০ দিন পূর্ণ হয়েছে গতকাল। আজ সকাল ৭টা পর্যন্ত প্রাথমিক তথ্য অনুযায়ী ১৪ কোটি ১৯ লক্ষ ১১ হাজার ২২৩টি টিকার ডোজ দেওয়া হয়েছে। এর মধ্যে ৯২ লক্ষ ৯৮ হাজার ৯২ জন স্বাস্থ্যকর্মী প্রথম ডোজ এবং ৬০ লক্ষ ৮ হাজার ২৩৬ জন স্বাস্থ্যকর্মী দ্বিতীয় ডোজ পেয়েছেন। এদিকে করোনার বিরুদ্ধে লড়াইয়ে অগ্রভাগে থাকা ১ কোটি ১৯ লক্ষ ৮৭ হাজার ১৯২ জন কর্মী প্রথম ডোজ এবং ৬৩ লক্ষ ১০ হাজার ২৭৩ জন কর্মী দ্বিতীয় ডোজ পেয়েছেন। এছাড়াও, ৬০ বছরের বেশি বয়সী ৪ কোটি ৯৮ লক্ষ ৭২ হাজার ২০৯ জন প্রথম ডোজ এবং ৭৯ লক্ষ ২৩ হাজার ২৯৫ জন দ্বিতীয় ডোজ পেয়েছেন। একইভাবে, ৪৫-৬০ বছর বয়সী ৪ কোটি ৮১ লক্ষ ৮ হাজার ২৯৩ জন প্রথম ডোজ এবং ২৪ লক্ষ ৩ হাজার ৬৩৩ জন দ্বিতীয় ডোজ পেয়েছেন। 

দেশে এখনও পর্যন্ত আটটি রাজ্যে মোট টিকাকরণের হার ৫৮.৭৮ শতাংশ। অন্যদিকে, গত ২৪ ঘন্টায় ১০ লক্ষের বেশি টিকাকরণ হয়েছে। দেশব্যাপী টিকাকরণ অভিযানের ১০০তম দিনে (২৫ এপ্রিল) ৯ লক্ষ ৯৫ হাজার ২৮৮টি টিকার ডোজ দেওয়া হয়েছে। এর মধ্যে ৬ লক্ষ ৮৫ হাজার ৯৪৪ জন প্রথম ডোজ এবং ৩ লক্ষ ৯ হাজার ৩৪৪ জন দ্বিতীয় ডোজ পেয়েছেন।

দেশে আজ করোনায় সুস্থতার সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৪৩ লক্ষ ৪ হাজার ৩৮২। জাতীয় স্তরে সুস্থতার হার ৮২.৬২ শতাংশ। গত ২৪ ঘন্টায় আরোগ্য লাভ করেছেন ২ লক্ষ ১৯ হাজার ২৭২ জন। ১০টি রাজ্যে সুস্থতার হার ৭৮.৯৮ শতাংশ। 

অন্যদিকে, গত ২৪ ঘন্টায় দেশে ৩ লক্ষ ৫২ হাজার ৯৯১ জন নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন। মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, দিল্লি, কর্ণাটক, কেরল, মধ্যপ্রদেশ, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, গুজরাট ও রাজস্থান সহ ১০টি রাজ্যে আক্রান্তের হার ৭৪.৫ শতাংশ। মহারাষ্ট্রে একদিনেই সর্বাধিক ৬৬,১৯১ জন আক্রান্ত হয়েছেন। উত্তরপ্রদেশে আক্রান্তের সংখ্যা ৩৫,৩১১। অন্যদিকে কর্ণাটকে একদিনেই আক্রান্ত হয়েছেন ৩৪,৮০৪ জন। ১২টি রাজ্যে দৈনিক আক্রান্তের রেখাচিত্রে ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে।

দেশে সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা ২৮ লক্ষ ১৩ হাজার ৬৫৮, যা দেশে মোট আক্রান্তের ১৬.২৫ শতাংশ। অবশ্য গত ২৪ ঘন্টায় সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৩০ হাজার ৯০৭টি কমেছে। দেশে আটটি রাজ্যে সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের হার ৬৯.৬৭ শতাংশ।

জাতীয় স্তরে মৃত্যু হার আরও কমে বর্তমানে দাঁড়িয়েছে ১.১৩ শতাংশ। গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু হয়েছে ২,৮১২ জনের। ১০টি রাজ্যেই মৃত্যু হার ৭৯.৬৬ শতাংশ। মহারাষ্ট্রে একদিনেই সর্বাধিক ৮৩২ জনের মৃত্যু হয়েছে। দিল্লিতে মারা গেছেন ৩৫০ জন।

দেশে পাঁচটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে গত ২৪ ঘন্টায় কোভিডে মৃত্যুর খবর নেই। এই রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে রয়েছে -  দমন ও দিউ এবং দাদার  ও নগরহাভেলি, ত্রিপুরা, লাক্ষাদ্বীপ, মিজোরাম, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ ।

 

 

SC/BD/DM/



(Release ID: 1714127) Visitor Counter : 192