স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

ভারতে মোট টিকাকরণ প্রায় ১২ কোটি, গত ২৪ ঘন্টায় ৩০ লক্ষের বেশি টিকার ডোজ দেওয়া হয়েছে

নতুন করে কোভিডে আক্রান্তের ৭৯ শতাংশই ১০টি রাজ্যে

Posted On: 17 APR 2021 11:36AM by PIB Kolkata

নতুন দিল্লি, ১৭ এপ্রিল, ২০২১

 

বিশ্বের বৃহত্তম টিকাকরণ অভিযানের অঙ্গ হিসেবে আজ পর্যন্ত দেশে প্রায় ১২ কোটি টিকার ডোজ দেওয়া হয়েছে। আজ সকাল সাতটা পর্যন্ত প্রাথমিক তথ্য অনুযায়ী মোট ১১ কোটি ৯৯ লক্ষ ৩৭ হাজার ৬৪১টি টিকার ডোজ দেওয়া হয়েছে। এরমধ্যে ৯১ লক্ষ ৫ হাজার ৪২৯ জন স্বাস্থ্যকর্মী প্রথম ডোজ এবং ৫৬ লক্ষ ৭০ হাজার ৮১৮ জন স্বাস্থ্যকর্মী দ্বিতীয় ডোজ পেয়েছেন। অন্যদিকে, করোনার বিরুদ্ধে লড়াইয়ে অগ্রভাগে থাকা ১ কোটি ১১ লক্ষ ৪৪ হাজার ৬৯ জন কর্মী প্রথম ডোজ এবং ৫৪ লক্ষ ৮ হাজার ৫৭২ জন কর্মী দ্বিতীয় ডোজ পেয়েছেন।

এছাড়াও ৬০ বছরের বেশি বয়সী ৪ কোটি ৪৯ লক্ষ ৩৫ হাজার ১১ জন সুফলভোগী প্রথম ডোজ এবং ৩৪ লক্ষ ৮৮ হাজার ২৫৭ জন সুফলভোগী দ্বিতীয় ডোজ পেয়েছেন। একই ভাবে ৪৫-৬০ বছর বয়সী ৩ কোটি ৯২ লক্ষ ২৩ হাজার ৯৭৫ জন সুফলভোগী প্রথম ডোজ এবং ৯ লক্ষ ৬১ হাজার ৫১০ জন সুফলভোগী দ্বিতীয় ডোজ পেয়েছেন। 

দেশে এখনও পর্যন্ত মোট টিকাকরণের ৫৯.৫৬ শতাংশই ৮টি রাজ্যে হয়েছে। দেশে গত ২৪ ঘন্টায় ৩০ লক্ষের বেশি টিকার ডোজ দেওয়া হয়েছে। টিকাকরণ অভিযানের ৯১ তম দিনে (১৬ এপ্রিল) ৩০ লক্ষ ৪ হাজার ৫৪৪টি টিকার ডোজ দেওয়া হয়েছে। এরমধ্যে ২২ লক্ষ ৯৬ হাজার ৮ জন সুফলভোগী প্রথম ডোজ এবং ৭ লক্ষ ৮ হাজার ৫৩৬ সুফলভোগী দ্বিতীয় ডোজ পেয়েছেন। 

দেশে দৈনিক কোভিডে আক্রান্তের সংখ্যা ক্রমবর্ধমান। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৩৪ হাজার ৬৯২ জন। মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, দিল্লি, ছত্তিশগড়, কর্ণাটক, মধ্যপ্রদেশ, কেরালা, গুজরাট, তামিলনাড়ু ও রাজস্থান সহ ১০টি রাজ্যে আক্রান্তের হার ৭৯.৩২ শতাংশ। মহারাষ্ট্রে একদিনে সর্বাধিক ৬৩,৭২৯ জন আক্রান্ত হয়েছেন। উত্তরপ্রদেশে আক্রান্তের সংখ্যা ২৭,৩৬০। অন্যদিকে, দিল্লিতে আক্রান্তের সংখ্যা ১৯,৪৮৬। দেশে ১৬টি রাজ্যে দৈনিক কোভিডে আক্রান্তের রেখাচিত্র ঊর্ধ্বমুখী। 

ভারতে সুস্পষ্টভাবে মোট করোনায় আক্রান্তের সংখ্যা ১৬ লক্ষ ৭৯ হাজার ৭৪০, যা দেশে মোট আক্রান্তের ১১.৫৬ শতাংশ। অবশ্য গত ২৪ ঘণ্টায় সুস্পষ্টভাবে আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৯ হাজার ৯৯৭টি কমেছে।

মহারাষ্ট্র, ছত্তিশগড়, উত্তরপ্রদেশ, কর্ণাটক এবং কেরালা – এই পাঁচটি রাজ্যে দেশে মোট করোনায় আক্রান্তের ৬৫.০২ শতাংশ রয়েছেন। কেবল মহারাষ্ট্র আক্রান্তের হার ৩৮.০৯ শতাংশ। 

দেশে আজ কোভিডে সুস্থতার সংখ্যা দাঁড়িয়েছে ১কোটি ২৬ লক্ষ ৭১ হাজার ২২০। জাতীয় স্তরে সুস্থতার হার ৮৭.২৩ শতাংশ। গত ২৪ ঘন্টায় আরোগ্য লাভ করেছে ১ লক্ষ ২৩ হাজার ৩৫৪ জন। 

দেশে গত ২৪ ঘন্টায় কোভিডে ১,৩৪১ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ১০টি রাজ্যে মৃত্যু হার ৮৫.৮৩ শতাংশ। কেবল মহারাষ্ট্রে মারা গেছেন ৩৯৮ জন। দিল্লিতে একদিনেই মৃত্যু হয়েছে ১৪১ জনের। 

দেশে গত ২৪ ঘণ্টায় ৯টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে কোভিডে মৃত্যুর খবর নেই। এই রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে রয়েছে – লাদাখ, ত্রিপুরা, সিকিম, মিজোরাম, মণিপুর, লাক্ষ্মাদ্বীপ, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, অরুণাচল প্রদেশ প্রভৃতি। 

 

CG/BD/AS/ 


(Release ID: 1712433) Visitor Counter : 196