প্রধানমন্ত্রীরদপ্তর

‘টিকা উৎসব’ উপলক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বার্তা

Posted On: 11 APR 2021 12:15PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১১ এপ্রিল, ২০২১

 

আমার প্রিয় দেশবাসী,
আজ ১১-ই এপ্রিল, জ্যোতিবা ফুলের জন্মদিনে আমরা টিকা উৎসবের সূচনা করছি । বাবা সাহেব আম্বেদকারের জন্মদিন অর্থাৎ ১৪-ই এপ্রিল পর্যন্ত এই উৎসব চলবে ।
এই উৎসব আসলে করোনার বিরুদ্ধে বৃহত্তর লড়াইয়ের আরেকটি সূচনা । আমরা ব্যক্তিগত স্বাস্থ্যবিধি এবং সামাজিক স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছি । 
আমাদের এই চারটি জিনিস মনে রাখতে হবে ।
প্রত্যেককে একজনকে টিকা দেওয়াতে হবে, অর্থাৎ যারা স্বল্প শিক্ষিত অথবা প্রবীণ নাগরিক, যারা নিজেরা যেতে পারবেন না এবং টিকা নিতে পারবেন না তাদের সাহায্য করতে হবে ।
প্রত্যেককে একজনকে শুশ্রূষা করতে হবে, অর্থাৎ যাদের কোনো উপায় নেই অথবা যারা জানেননা কোথায় টিকা দেওয়া হচ্ছে, তাদের সাহায্য করতে হবে ।
প্রত্যেককে একজনকে বাঁচাতে হবে, অর্থাৎ আমি নিজে মাস্ক পড়ব সেটি নিশ্চিত করতে হবে, আর এভাবে আমি নিজে যেমন নিজেকে রক্ষা করব , একই ভাবে অন্যদেরও জীবন বাঁচাবো । 
আর চতুর্থত সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টি হল, কেউ যদি করোনা আক্রান্ত হন, তাহলে আক্রান্ত ব্যক্তির এলাকার লোকেরা একটি ‘মাইক্রো কন্টেনমেন্ট’ এলাকা তৈরি করবেন । যখনই করোনা আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া যাবে, সঙ্গে সঙ্গে পরিবারের সদস্য ও এলাকার বাসিন্দাদের ‘মাইক্রো কন্টেনমেন্ট’ এলাকা গড়ে তুলতে হবে ।
ভারতের মতো জনবহুল দেশে করোনার বিরুদ্ধে লড়াইয়ে ‘মাইক্রো কন্টেনমেন্ট’ এলাকা তৈরি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ।
কোথাও কারোর সংক্রমণ ধরা পড়লে আমাদের সকলকে সতর্ক হতে হবে এবং ওই অঞ্চলের বাকি লোকেদের নমুনা পরীক্ষা করতে হবে, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ ।
একই সঙ্গে এলাকাগত ভাবে এবং প্রশাসনকে যারা টিকা পাওয়ার যোগ্য তারা যাতে টিকা নেন, সেটি নিশ্চিত করতে হবে ।
আমাদের এটি নিশ্চিত করতে হবে যে, একটি টিকাও যেন নষ্ট না হয় । টিকার অপচয় বন্ধের দিকে আমাদের সচেষ্ট থাকতে হবে ।
দেশের টিকাকরণের ক্ষমতার সর্বোচ্চ ব্যবহার আমাদের নিশ্চিত করতে হবে । এর জন্য আমাদের ক্ষমতা বাড়াতে হবে ।
‘মাইক্রো কন্টেনমেন্ট’ এলাকার বিষয়ে আমাদের সচেতনতার মধ্য দিয়েই আমাদের সাফল্য নির্ধারিত হবে ।
কোনো বাড়িতে কেউ যাতে টিকা নিতে বাদ না পড়েন, সেটি নিশ্চিত করার মধ্যে দিয়ে আমাদের সাফল্য নিহিত রয়েছে ।
যারা টিকা পাওয়ার যোগ্য, তারা যাতে টিকা নেন তা নিশ্চিত করার মধ্যে দিয়ে আমাদের সাফল্য নির্ধারিত হবে ।
আমাদের মাস্ক পড়তে হবে এবং অন্যান্য করোনাবিধি মেনে চলতে হবে, এর মাধ্যমেই আমাদের সাফল্য নির্ভর করবে ।
বন্ধুগন,
এই ৪ দিনে আমরা যাতে আমাদের অভিষ্ঠ লক্ষ্যে পৌঁছোতে পারি তার জন্য ব্যক্তিগত পর্যায়ে, এলাকাগত পর্যায়ে এবং প্রশাসনিক পর্যায়ে সবরকমের উদ্যোগ নিতে হবে ।
আমি আশাবাদী যে, সতর্ক থাকার পাশাপাশি আমরা জনসাধারণের অংশীদারিত্ব এবং আমাদের দায়িত্ব পালনের মধ্য দিয়ে আরও একবার করোনার মোকাবিলা করতে পারব ।
মনে রাখবেন ওষুধ যেমন খেতে হবে একইসঙ্গে করোনার সমস্ত বিধি কঠোরভাবে মেনে চলতে হবে ।
ধন্যবাদ !
আপনাদেরই,
নরেন্দ্র মোদী ।

 

CG/CB/RAB/


(Release ID: 1711045) Visitor Counter : 224