কর্মী, জন-অভিযোগএবংপেনশনমন্ত্রক

কোভিড-১৯এর সংক্রমণ আটকাতে কেন্দ্রীয় সরকারের যেসব কর্মীর বয়স ৪৫ বা তার বেশি তাদের সকলকে টিকা নিতে পরামর্শ দেওয়া হচ্ছে

Posted On: 06 APR 2021 5:19PM by PIB Kolkata

নয়াদিল্লী, ৬  এপ্রিল, ২০২১

 

   কেন্দ্রীয় সরকার, তার যেসমস্ত কর্মীর বয়স ৪৫ বা তার বেশি সেইসব কর্মীদের কোভিড-১৯ এর সংক্রমণ আটকাতে টিকা নেওয়ার পরামর্শ দিয়েছে। কর্মী, জন-অভিযোগ এবং পেনশন মন্ত্রকের এক নির্দেশ অনুসারে টিকা নেওয়ার পরও এইসব কর্মচারীকে কোভিড সংক্রান্ত যথাযথ নিয়মাবলী অর্থাৎ ঘন ঘন হাত ধোয়া, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, মাস্ক অথবা ফেস কভার পরা এবং শারীরিক দূরত্ব বজায় রাখার মতো নিয়মগুলি মেনে চলতে হবে। 


    সরকার পরিস্থিতির দিকে নিবিড়ভাবে নজর রাখছে। কোভিড-১৯ এর সংক্রমণ আটকাতে বিভিন্ন বয়সের নাগরিকদের টিকা দেওয়ার যে কৌশল নেওয়া হয়েছে তাতে যাদের বয়স ৪৫ বা তার বেশি তারা সকলেই  এখন টিকা নিতে পারবেন। 


    ওই নির্দেশে আরও বলা হয়েছে কোভিড-১৯ এর সংক্রমণ আটকাতে কর্মী, জন-অভিযোগ ও পেনশন মন্ত্রক বিভিন্ন সময়ে নানা ধরণের পরামর্শ দিয়ে থাকে। 

 


CG/CB/NS


(Release ID: 1709945) Visitor Counter : 226