স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

দৈনিক সংক্রমণের ৮০ শতাংশই মহারাষ্ট্র, পাঞ্জাব, ছত্তিশগড়, কর্ণাটক, গুজরাট এবং মধ্যপ্রদেশে ঘটছে

Posted On: 27 MAR 2021 11:19AM by PIB Kolkata
নতুন দিল্লি, ২৫ মার্চ, ২০২১
 
মহারাষ্ট্র, পাঞ্জাব, ছত্তিশগড়, কর্ণাটক, গুজরাট এবং মধ্যপ্রদেশ – এটি ৬-টি রাজ্যে দৈনিক কোভিড সংক্রমণের সংখ্যা ক্রমশই বৃদ্ধি পাচ্ছে বলে খবর পাওয়া গেছে । এই ৬-টি রাজ্যে নতুন করে সংক্রমণের হার ৭৯.৫৭ শতাংশ । 
 
গত ২৪ ঘন্টায় দেশে ৬২,২৫৪ জন আক্রান্ত হয়েছেন। 
 
এর মধ্যে মহারাষ্ট্রেই ৩৬,৯০২ জন নতুন করে আক্রান্ত হয়েছেন । এরপরেই রয়েছে পাঞ্জাব, সেখানে ৩,১২২ জন আক্রান্ত হয়েছেন । ছত্তিশগড়ে একদিনে ২,৬৬৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন । 
 
১০-টি রাজ্যে দৈনিক সংক্রমণ হারের রেখাচিত্র ক্রমশই ঊর্ধ্বমুখী । 
 
দেশে আজ পর্যন্ত চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৪ লক্ষ ৫২ হাজার ৬শো ৪৭-এ পৌঁছেছে । বর্তমানে সক্রিয় রোগীর হার ৩.৮ শতাংশ । 
 
মহারাষ্ট্র, কেরালা এবং পাঞ্জাবে সংক্রমণের হার ৭৩ শতাংশ । 
 
অন্যদিকে দেশে আজ পর্যন্ত মোট ৫ কোটি ৮০ লক্ষেরও বেশি মানুষের টিকা দেওয়া হয়েছে । 
 
আজ সকাল সাতটা পর্যন্ত ৯ লক্ষ ৪৫ হাজার ১শো ৬৮-টি টিকাদান পর্বের মাধ্যমে ৫ কোটি ৮১ লক্ষ ৯ হাজার ৭শো ৭৩ জনকে টিকার ডোজ দেওয়া হয়েছে। এর মধ্যে ৮০ লক্ষ ৯৬ হাজার ৬শো ৮৭ জন স্বাস্থ্যকর্মীকে টিকার প্রথম ডোজ, ৫১ লক্ষ ৪৪ হাজার ১১ জন স্বাস্থ্যকর্মীকে দ্বিতীয় ডোজ, ৮৭ লক্ষ ৫২ হাজার ৫শো ৬৬ জন প্রথম সারির কর্মীকে প্রথম ডোজ এবং ৩৫ লক্ষ ৪৯ হাজার ১শো ৪৪ জন প্রথম সারির কর্মীকে দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে । পাশাপাশি ৪৫ বছরের ঊর্ধ্বে যাদের আগে থেকেই অন্যান্য রোগের উপসর্গ রয়েছে এমন ৬১ লক্ষ ৭২ হাজার ৩২ জন সুবিধাভোগীকে টিকার প্রথম ডোজ এবং ৬০ বছরের বেশী বয়সী ২ কোটি ৬৪ লক্ষ ৫ হাজার ৩শো ৩৩ জন সুবিধাভোগীকে টিকা দেওয়া হয়েছে । 
 
বিশ্বে টিকাদান কর্মসূচীর মধ্যে ভারত এখন দ্বিতীয় স্থানে রয়েছে । 
 
৮-টি রাজ্যে টিকা দানের হার প্রায় ৬০ শতাংশ । মহারাষ্ট্র, রাজস্থান, উত্তরপ্রদেশ এবং গুজরাটে ৫০ লক্ষ মানুষকে টিকা দেওয়া হয়েছে । 
 
টিকাকরণ অভিযানের ৭০-তম দিনে অর্থাৎ আজ ২৬ লক্ষ ৫ হাজার ৩শো ৩৩ জনকে টিকার ডোজ দেওয়া হয়েছে । এর মধ্যে ২৪ লক্ষ ২৫ হাজার ১শো ৪৬ জন সুবিধাভোগীকে টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে । পাশাপাশি ১ লক্ষ ৮০ হাজার ১শো ৮৭ জন স্বাস্থ্য ও প্রথমসারির কর্মীদের টিকার দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে । 
 
দৈনিক টিকাদানের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে । 
 
ভারতে আজ পর্যন্ত করোনা থেকে আরোগ্যলাভ করেছেন ১ কোটি ১২ লক্ষ ৯৫ হাজার ২৩ জন । দেশে সুস্থতার হার ৯৪.৮৪ শতাংশ । 
 
গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছে ৩০ হাজার ৩শো ৮৬ জন । 
 
মহারাষ্ট্রে একদিনে আরোগ্যলাভ করেছেন ১৭ হাজার ১৯ জন । 
 
গত ২৪ ঘন্টায় দেশে ২৯১ জনের মৃত্যু হয়েছে । 
 
পাঁচটি রাজ্যে মৃত্যুর হার ৭৫.৬ শতাংশ । মহারাষ্ট্র একদিনে ১১২ এবং পাঞ্জাবে ৫৯ জনের মৃত্যু হয়েছে । 
 
১৪-টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল থেকে গত ২৪ ঘন্টায় কোন মৃত্যুর খবর পাওয়া যায় নি । এই রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলগুলি হল – অসম, ওড়িশা, পুদুচেরী, লাদাখ, দমন ও দিউ, দাদরা ও নগরহাভেলি, লাক্ষাদ্বীপ, মনিপুর, ত্রিপুরা, সিকিম, মেঘালয়, মিজোরাম, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, নাগাল্যান্ড এবং অরুণাচল প্রদেশ ।
 
***
 
 
 
CG/SS/NR


(Release ID: 1708072) Visitor Counter : 168