স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

ভারতে টিকাকরণ ৫ কোটি ছাড়িয়েছে


দেশে গত ২৪ ঘণ্টায় ২৩ লক্ষেরও বেশি টিকাকরণ

মহারাষ্ট্র, পাঞ্জাব, কর্ণাটক, ছত্তিশগড় এবং গুজরাটে দৈনিক আক্রান্তের ঘটনা বৃদ্ধি

Posted On: 24 MAR 2021 11:04AM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৪ মার্চ ২০২১

বিশ্ব মহামারীর বিরুদ্ধে ভারত আরও একটি উল্লেখযোগ্য মাইলফলক অর্জন করেছে। দেশে ৫ কোটিরও বেশি কোভিড টিকার ডোজ দেওয়া হয়েছে। প্রাথমিক তথ্যানুযায়ী আজ সকাল ৭টা পর্যন্ত ৫ কোটি ৮ লক্ষ ৪১ হাজার ২৮৬টি টিকার ডোজ দেওয়া হয়েছে। এর মধ্যে ৭৯ লক্ষ ১৭ হাজার ৫২১ জন স্বাস্থ্য কর্মী প্রথম ডোজ, ৫০ লক্ষ ২০ হাজার ৬৯৫ জন স্বাস্থ্য কর্মী দ্বিতীয় ডোজ, করোনার বিরুদ্ধে লড়াইয়ে অগ্রভাগে থাকা ৮৩ লক্ষ ৬২ হাজার ৬৫ জন কর্মী প্রথম ডোজ এবং ৩০ লক্ষ ৮৮ হাজার ৬৩৯ জন কর্মী দ্বিতীয় ডোজ পেয়েছেন। একাধিক উপসর্গবিশিষ্ট ৪৫ বছরের বেশি বয়সী ৪৭ লক্ষ ১ হাজার ৮৯৪ জন সুফলভোগী এবং ৬০ বছরের বেশি বয়সী ২ কোটি ১৭ লক্ষ ৫০ হাজার ৪৭২ জন সুফলভোগী প্রথম ডোজ পেয়েছেন। 


টিকাকরণ অভিযানের ৬৭তম দিনে (২৩ মার্চ) ২৩ লক্ষ ৪৬ হাজার ৬৯২টি টিকার ডোজ দেওয়া হয়েছে। এর মধ্যে ২১ লক্ষ ৭৯৯ জন সুফলভোগী প্রথম ডোজ এবং ২ লক্ষ ৪৫ হাজার ৮৯৩ জন সুফলভোগী দ্বিতীয় ডোজ পেয়েছেন। দেশে মোট টিকাকরণের ৬০ শতাংশই দেওয়া হয়েছে ৮টি রাজ্যে।


দেশে ৫টি রাজ্যে – মহারাষ্ট্র, পাঞ্জাব, কর্ণাটক, ছত্তিশগড় ও গুজরাটে দৈনিক আক্রান্তের সংখ্যা বাড়ছে। এই রাজ্যগুলিতে আক্রান্তের হার ৭৭.৪৪ শতাংশ। কেবল গত ২৪ ঘণ্টাতেই ৪৭ হাজার ২৬২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। ৬টি রাজ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্তের হার ৮১.৬৫ শতাংশ। মহারাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ২৮ হাজার ৬৯৯ জন। পাঞ্জাবে আক্রান্তের সংখ্যা ২ হাজার ২৫৪ এবং কর্ণাটকে আক্রান্ত হয়েছেন ২ হাজার ১০ জন। 


দেশে ৮টি রাজ্যে সাপ্তাহিক-ভিত্তিতে আক্রান্তের হার জাতীয় গড়ের (৪.১১ শতাংশ) তুলনায় বেশি। মহারাষ্ট্রে সাপ্তাহিক আক্রান্তের হার সর্বাধিক ২০.৫৩ শতাংশ।


দেশে আজ সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ ৬৮ হাজার ৪৫৭, যা মোট আক্রান্তের কেবল ৩.১৪ শতাংশ। অবশ্য, গত ২৪ ঘণ্টায় সুস্পষ্টভাবে আক্রান্তের সংখ্যা ২৩ হাজার ৮০ কমেছে। দেশে সুস্থতার সংখ্যা দাঁড়িয়েছে আজ ১ কোটি ১২ লক্ষ ৫ হাজার ১৬০। জাতীয় স্তরে সুস্থতার হার ৯৫.৪৯ শতাংশ। অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৩ হাজার ৯০৭ জন। 


দেশে গত ২৪ ঘণ্টায় ২৭৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৬টি রাজ্যেই মৃত্যু হার ৮৩.২৭ শতাংশ। কেবল মহারাষ্ট্রেই মারা গেছেন ১৩২ জন। পাঞ্জাবে মৃত্যু হয়েছে ৫৩ জনের এবং ছত্তিশগড়ে মারা গেছেন ২০ জন। 


দেশে ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে গত ২৪ ঘণ্টায় করোনার মৃত্যুর খবর নেই। এই রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে রয়েছে – ওডিশা, লাক্ষাদ্বীপ, লাদাখ, মণিপুর, মেঘালয়, মিজোরাম, সিকিম, ত্রিপুরা, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ প্রভৃতি।

***

 

 

CG/BD/SB



(Release ID: 1707264) Visitor Counter : 210