স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

নতুন কোভিড সংক্রমণের ৮০ শতাংশ ঘটনাই ঘটছে মহারাষ্ট্র, পাঞ্জাব, কর্ণাটক, গুজরাট এবং মধ্যপ্রদেশে


দেশ জুড়ে মোট সাড়ে ৪ কোটির বেশি টিকার ডোজ দেওয়া হয়েছে

কোভিড সংক্রমিতদের মৃত্যুর হার কমে দাঁড়িয়েছে ১.৩৭ শতাংশে

Posted On: 22 MAR 2021 11:12AM by PIB Kolkata

নয়াদিল্লী, ২২ মার্চ, ২০২১

        দেশে নতুন করে কোভিড সংক্রমণের ৮০.৫ শতাংশ ঘটনায় ঘটছে মহারাষ্ট্র, পাঞ্জাব, কর্ণাটক, গুজরাট এবং মধ্যপ্রদেশে। গত ২৪ ঘণ্টায় ৪৬,৯৫১ জন নতুন করে সংক্রমিত হয়েছেন। এর মধ্যে মহারাষ্ট্র, পাঞ্জাব, কেরালা কর্ণাটক, গুজরাট এবং মধ্যপ্রদেশে সংক্রমিত হয়েছেন ৮৪.৪৯ শতাংশ। মহারাষ্ট্রে ৩০.৫৩৫ জন (৬৫.০৩ শতাংশ), পাঞ্জাবে ২৬৪৪ জন, কেরালায় ১৮৭৫ জন নতুন করে সংক্রমিত হয়েছেন। ৮টি রাজ্যে দ্রুত সংক্রমণ বৃদ্ধির খবর পাওয়া যাচ্ছে। বর্তমানে ৩,৩৪,৬৪৬ জন সংক্রমিত চিকিৎসাধীন। এই সংখ্যা দেশে মোট সংক্রমণের ২.৮৭ শতাংশ। গত ৭ দিনের হিসেবে সংক্রমিতের বর্তমান হার ৩.৭ শতাংশ। ৮টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে সাপ্তাহিক সংক্রমণের হার জাতীয় হারের থেকে বেশি।

        অন্যদিকে ভারতে ৪,৫০,৬৫,৯৯৮ জন টিকা পেয়েছেন। এদের মধ্যে ৭৭,৮৬,২০৫ জন স্বাস্থ্যকর্মী প্রথম ডোজ এবং ৪৮,৮১,৯৫৪ জন স্বাস্থ্যকর্মী দ্বিতীয় ডোজ, ৮০,৯৫,৭১১ জন সামনের সারিতে থাকা কোভিড যোদ্ধা প্রথম ডোজ ও ২৬,০৯,৭৪২ জন সামনের সারিতে থাকা যোদ্ধা দ্বিতীয় ডোজ পেয়েছেন। যাদের বয়স ৪৫ থেকে ৬০এর মধ্যে কিন্তু বিভিন্ন জটিল অসুখে ভুগছেন, এরকম ৩৭,২১,৪৫৫ জন টিকার প্রথম ডোজ পেয়েছেন। আর ৬০ বছরের বেশি বয়স যাদের তাদের মধ্যে ১,৭৯,৭০,৯৩১ জন প্রথম ডোজ পেয়েছেন।   

        ভারতে ১,১১,৫১,৪৬৮ জন সুস্থ হয়ে উঠেছেন। জাতীয় কোভিড মুক্তির হার ৯৫.৭৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমণ মুক্ত হয়েছেন ২১,১৮০ জন।

        অন্যদিকে শেষ পাওয়া খবরে আরও ২১২ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৬টি রাজ্যে ৮৫.৮৫ শতাংশ মৃত্যুর খবর পাওয়া গেছে। মহারাষ্ট্রে ৯৯ জন, পাঞ্জাবে ৪৪ জন এবং কেরালায় গত ২৪ ঘণ্টায় আরও ১৩ জন মারা গেছেন। দেশে কোভিড সংক্রমিতদের মধ্যে মৃত্যুর হার ১.৩৭ শতাংশ- যা ক্রমহ্রাসমান।  

        অন্ধ্রপ্রদেশ, আসাম, উত্তরাখন্ড, লাক্ষ্মাদ্বীপ, সিকিম, লাদাখ, মেঘালয়, মণিপুর, ত্রিপুরা, নাগাল্যান্ড,দাদ্রা-নগর হাভেলি-দমন-দিউ মিজোরাম, আন্দামান ও নিকোবর এবং অরুণাচলপ্রদেশে গত ঘণ্টায় কোনও কোভিড সংক্রমিতের মৃত্যু হয়নি।   

***

 

 

CG/CB/NS


(Release ID: 1706699) Visitor Counter : 155