প্রধানমন্ত্রীরদপ্তর

রত্নাগিরি জেলার একটি কারখানায় বিস্ফোরণে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

प्रविष्टि तिथि: 20 MAR 2021 3:53PM by PIB Kolkata

নতুনদিল্লি, ২০শে মার্চ, ২০২১


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী রত্নাগিরি জেলার একটি কারখানায় বিষ্ফোরণে প্রাণহানির ঘটনায়  শোক প্রকাশ করেছেন।

 

এক ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, “রত্নাগিরি জেলার একটি কারখানায় বিষ্ফোরণে প্রাণহানির ঘটনায়  আমি মর্মাহত। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি।“

***

 

                 

CG/CB


(रिलीज़ आईडी: 1706314) आगंतुक पटल : 146
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Manipuri , Assamese , Punjabi , Gujarati , Odia , Tamil , Telugu , Kannada , Malayalam