স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

সারা দেশে ২.৪ কোটিরও বেশি টিকার ডোজ দেওয়া হয়েছে


গত ২৪ ঘণ্টায় ১৩.৫ লক্ষেরও বেশি টিকার ডোজ

দৈনিক কোভিড আক্রান্তের ঘটনা মহারাষ্ট্র, কেরল, পাঞ্জাব, কর্ণাটক, গুজরাট ও তামিলনাডুতে উচ্চ হারে বাড়ছে

Posted On: 10 MAR 2021 12:09PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১০ মার্চ ২০২১

আজ সকাল ৭টা পর্যন্ত পাওয়া প্রাথমিক তথ্য অনুযায়ী সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ২ কোটি ৪৩ লক্ষ ৬৭ হাজার ৯০৬টি টিকার ডোজ দেওয়া হয়েছে। এর মধ্যে প্রথম ডোজ পেয়েছেন ৭১ লক্ষ ৩০ হাজার ৯৮ জন স্বাস্থ্য কর্মী, দ্বিতীয় ডোজ পেয়েছেন ৩৮ লক্ষ ৯০ হাজার ২৫৭ জন স্বাস্থ্য কর্মী, করোনার বিরুদ্ধে লড়াইয়ে অগ্রভাগে থাকা ৬৯ লক্ষ ৩৪৬ হাজার ৪৮০ জন কর্মী প্রথম ডোজ এবং ৪ লক্ষ ৭৩ হাজার ৪২২ জন কর্মী দ্বিতীয় ডোজ নিয়েছেন। এছাড়াও, একাধিক উপসর্গবিশিষ্ট ৪৫ বছরেরও বেশি বয়সী ৮ লক্ষ ৩৩ হাজার ৫২৬ জন সুফলভোগীকে টিকার প্রথম ডোজ এবং ৬০ বছরের বেশি বয়সী ৫১ লক্ষ ৪ হাজার ১২৩ জনকে প্রথম ডোজ দেওয়া হয়েছে। 


দেশব্যাপী টিকাকরণের ৫৩তম দিনে (৯ মার্চ) ১৩ লক্ষ ৫৯ হাজার ১৭৩টি ক্ষেত্রে টিকার ডোজ দেওয়া হয়েছে। এর মধ্যে ১০ লক্ষ ৬০ হাজার ৯৯৪ জন সুফলভোগী প্রথম ডোজ এবং ২ লক্ষ ৯৮ হাজার ২২৯ জন সুফলভোগী দ্বিতীয় ডোজ পেয়েছেন। 


দেশে গত ২৪ ঘণ্টায় ৬টি রাজ্যে – মহারাষ্ট্র, কেরল, পাঞ্জাব, কর্ণাটক, গুজরাট ও তামিলনাডুতে দৈনিক নতুন আক্রান্তের সংখ্যা ১৭ হাজার ৯২১। দেশে একদিনেই নতুন করে আক্রান্তের ৮৩.৭৬ শতাংশই ঐ ৬টি রাজ্য থেকে। মহারাষ্ট্রে একদিনেই সর্বাধিক ৯ হাজার ৯২৭ জন আক্রান্ত হয়েছেন। কেরলে আক্রান্তের সংখ্যা ২ হাজার ৩১৬। অন্যদিকে, পাঞ্জাবে নতুন করে আরও ১ হাজার ২৭ জন আক্রান্ত হয়েছেন। 


দেশে আজ সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লক্ষ ৮৪ হাজার ৫৯৮। দৈনিক-ভিত্তিতে কোভিড নমুনা পরীক্ষার ক্ষেত্রেও উচ্চ হারে অগ্রগতির প্রবণতা অব্যাহত রয়েছে। দেশে এখনও পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ২২ কোটি ৩৪ লক্ষ ৭৯ হাজার ৮৭৭টি। দৈনিক-ভিত্তিতে আক্রান্তের হার বর্তমানে ২.৪৩ শতাংশ।


দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় ১৩৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৫টি রাজ্যেই মারা গেছেন ৭৭.৪৪ শতাংশ রোগী। মহারাষ্ট্রে একদিনেই মৃত্যু হয়েছে ৫৬ জনের। পাঞ্জাবে মারা গেছেন ২০ জন এবং কেরলে মৃত্যু হয়েছে ১৬ জনের। 


দেশে গত ২৪ ঘণ্টায় ১৯টি রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলে কোভিড-১৯ জনিত মৃত্যুর খবর নেই। এই রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে রয়েছে রাজস্থান, অন্ধ্রপ্রদেশ, চন্ডীগড়, ওডিশা, ঝাড়খন্ড, বিহার, সিকিম, লাদাখ, ত্রিপুরা, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ প্রভৃতি।

 

 

CG/BD/SB


(Release ID: 1703796) Visitor Counter : 162