মন্ত্রিসভারঅর্থনৈতিকবিষয়সংক্রান্তকমিটি

কেন্দ্রীয় মন্ত্রিসভা আসামের ব্রহ্মপুত্র ভ্যালি ফার্টিলাইজার কর্পোরেশন লিমিটেডকে ১০০ কোটি টাকার আর্থিক সহায়তা দেওয়ার প্রস্তাব অনুমোদন করেছে

Posted On: 10 FEB 2021 3:06PM by PIB Kolkata

নয়াদিল্লী, ১০ ফেব্রুয়ারি, ২০২১

       

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয়ক কমিটির আজকের বৈঠকে আসামের নামরূপে ব্রহ্মপুত্র ভ্যালি ফার্টিলাইজার্স কর্পোরেশন লিমিটেড (বিভিএসসিএল)কে ১০০ কোটি টাকার আর্থিক সহায়তা দেওয়ার সার দপ্তরের প্রস্তাবকে অনুমোদন করেছে। এরফলে বিভিএসসিএল এর ইউরিয়া উৎপাদনকারী সংস্থা,  তার কাজ অব্যাহত রাখতে পারবে।   

কেন্দ্রের সার দপ্তর নামরূপের বিভিএসসিএল রাষ্ট্রায়ত্ত্ব সংস্থাটিকে পরিচালনা করে। বর্তমানে কোম্পানীয় আইনের আওতায় গঠিত এই সংস্থার দুটি পুরনো কারখানা নামরুপ-২ ও নামরুপ-৩ থেকে সার উৎপাদন করা হয়। ভারতের প্রথম গ্যাস ভিত্তিক ইউরিয়া সার উৎপাদনকারী এই সংস্থার সব রকম পরিকাঠামো থাকা সত্ত্বেও এর পরিচালন ব্যয় অনেক বেশি- যার মূল কারণ এই কারখানাতে সাবেক ও বাতিল প্রযুক্তি ব্যবহার করা হয়। কারখানার নিরাপদ, স্থিতিশীল আর্থিক কাজ করার বিষয়টিকে নিশ্চিত করতে এর বিভিন্ন যন্ত্রাংশ বদলানো বা মানোন্নয়ন ঘটানো প্রয়োজন। এই কারণে ১০০ কোটি টাকা দরকার। কেন্দ্র বিভিএসসিএল-কে এই অর্থ মঞ্জুর করেছে।  

ভারতের উত্তর পূর্বাঞ্চলে বিভিএসসিএল, ওই অঞ্চলের আর্থিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই সংস্থাকে ১০০ কোটি টাকা মঞ্জুর করায় এখান থেকে ভবিষ্যতে প্রতি বছর ৩.৯ লক্ষ মেট্রিক টন ইউরিয়া উৎপাদিত হবে। আসাম সহ উত্তর পূর্বাঞ্চলে চা শিল্প ও কৃষি ক্ষেত্র সঠিক সময়ে ইউরিয়া পাবে। বিভিএসসিএল-এ ৫৮০ জন স্থায়ী কর্মী ছাড়াও প্রয়োজন ভিত্তিক ১৫০০ জন কর্মরত। এই সংস্থা থেকে ২৮ হাজার মানুষ পরোক্ষভাবে উপকৃত হন। আত্মনির্ভর ভারত অভিযানে আজকের মন্ত্রিসভার সিদ্ধান্ত সাহায্য করবে।  

***

 

 

CG/CB/NS


(Release ID: 1696937) Visitor Counter : 207