স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

সংক্রমিতের সংখ্যা ক্রমশ হ্রাস পাওয়ায় ভারতে চিকিৎসাধীন সংক্রমিত ১ লক্ষ ৪১ হাজারে পৌঁছেছে


৩৩টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে সংক্রমিত চিকিৎসাধীন ৫ হাজারের কম

১৯টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে গত ২৪ ঘন্টায় মৃত্যুর খবর নেই

৬৬ লক্ষের বেশি মানুষ কোভিড-১৯এর টিকা পেয়েছেন

Posted On: 10 FEB 2021 11:57AM by PIB Kolkata

নয়াদিল্লী, ১০ ফেব্রুয়ারি, ২০২১

 

        ভারতে সংক্রমিতের সংখ্যা ক্রমশ হ্রাস পাচ্ছে। আজকের হিসেবে সংক্রমিত চিকিৎসাধীন ১,৪১,৫১১ জন। দেশে মোট সংক্রমিতের মাত্র ১.৩ শতাংশ চিকিৎসাধীন।

        গত ২৪ ঘন্টায় ৩৩টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ৫ হাজারের কম সংক্রমিত চিকিৎসাধীন রয়েছেন। দমন দিউ, দাদরা ও নগর হাভেলীতে কোনও সংক্রমিত নেই।

        গত ২৪ ঘন্টায় নতুন করে ১১ হাজার ৬৭ জন সংক্রমিত হয়েছেন। অন্যদিকে এই সময়ে ১৩ হাজার ৮৭ জন আরোগ্য লাভ করেছেন। কেরালা এবং মহারাষ্ট্রে মোট সংক্রমিত চিকিৎসাধীনের ৭১ শতাংশ বসবাস করেন।

        ১৯টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে গত ২৪ ঘন্টায় কোনো সংক্রমিত মারা যাননি। এই রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি হল- উত্তরপ্রদেশ, রাজস্থান, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, ঝাড়খন্ড, মণিপুর, নাগাল্যান্ড, মেঘালয়, সিকিম, মিজোরাম, অরুণাচলপ্রদেশ, ত্রিপুরা, জম্মু ও কাশ্মীর, দিল্লী, পুদুচেরী, লাক্ষ্মাদ্বীপ, লাদাখ, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এবং দমন দিউ, দাদরা ও নগর হাভেলী।

        আজকের হিসেবে ভারতে মোট সুস্থ হয়ে উঠেছেন ১,০৫,৬১,৬০৮ জন। সুস্থতার হার ৯৭.২৭ শতাংশ। ১০ই ফেব্রুয়ারি সকাল ৮টা পর্যন্ত ৬৬,১১,৫৬১ জন টিকা পেয়েছেন। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ৩৪১৩ জন, আসামে ১,০৮,৮৮৭ জন, ত্রিপুরায় ৫১,৪৪৯ জন এবং পশ্চিমবঙ্গে ৪,০৪,০০১ জন টিকা পেয়েছেন। এঁদের মধ্যে ৫৬,১০,১৩৪ জন স্বাস্থ্যকর্মী ও ১০,০১,৪২৭ জন সামনের সারিতে থাকা কর্মী। ৯ই ফেব্রুয়ারি টিকাকরণের ২৫তম দিনে ৩,৫২,৫৫৩ জন টিকা পেয়েছেন।

        যাঁরা আরোগ্য লাভ করেছেন তাঁদের মধ্যে ৮১.৬৮ শতাংশ ৬টি রাজ্যে বসবাস করেন। কেরালায় একদিনে ৬,৪৭৫ জন, মহারাষ্ট্রে ২,৫৫৪ জন এবং কর্ণাটকে ৫১৩ জন সুস্থ হয়ে উঠেছেন।

        একদিনে নতুন সংক্রমিতদের ৮৩.৩১ শতাংশ ৬টি রাজ্য বসবাস করেন। কেরালায় নতুন করে ৫২১৪ জন, মহারাষ্ট্রে ২৫১৫ জন এবং তামিলনাড়ুতে ৪৬৯ জন নতুন করে সংক্রমিত হয়েছেন।

        গত ২৪ ঘন্টায় ৯৪ জন সংক্রমিত মারা গেছেন। এঁদের মধ্যে ৮০.৮৫ শতাংশ ৬টি রাজ্যে বসবাস করতেন। মহারাষ্ট্রে ৩৫, কেরালায় ১৯ এবং পাঞ্জাবে ৮ জন মারা গেছেন।

***

 

CG/CB/NS



(Release ID: 1696891) Visitor Counter : 157