স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

ভারতে ২০ কোটির বেশী নমুনা পরীক্ষা হয়েছে


সংক্রমিত চিকিৎসাধীন ১.৫ লক্ষের নীচে౼ ৮ মাসের মধ্যে যা সর্বনিম্ন

এ পর্যন্ত ৫৪ লক্ষের বেশী টিকা পেয়েছেন

২১ দিনের মধ্যে ৫০ লক্ষের বেশী মানুষ টিকা পেয়েছেন, যা দ্রুততম টিকাকরণের উদাহরণ

Posted On: 06 FEB 2021 12:04PM by PIB Kolkata

নতুনদিল্লি, ৬ই ফেব্রুয়ারি, ২০২১

 

ভারতে কোভিড-১৯ এর নমুনা পরীক্ষা এক নতুন রেকর্ডে পৌঁছেছে। এ পর্যন্ত ২০ কোটি, ৬ লক্ষ ৭২হাজার ৫শো উননব্বইটি নমুনা পরীক্ষা হয়েছে। গত চব্বিশ ঘন্টায় ৭ লক্ষ ৪০ হাজার ৭শো চুরানব্বইটি নমুনার পরীক্ষা করা হয়েছে। 

দেশে কোভিডের নমুনা পরীক্ষার ব্যবস্থা দ্রুত বাড়ানোর ফলে নমুনা পরীক্ষার হার বেড়েছে। এই মুহূর্তে দেশে ২৩৬৯টি সরকারী ও ১২১৪টি বেসরকারী পরীক্ষাগারে এই পরীক্ষা হওয়ায়, নমুনা পরীক্ষার হার বেড়েছে।

সামগ্রিকভাবে সংক্রমিতের হার নিম্নমুখী এবং এখন এর পরিমাণ ৫.৩৯%।

সামগ্রিকভাবে স্থিতিশীলভাবে নমুনা পরীক্ষা হওয়ার ফলে জাতীয় স্তরে সংক্রমণের হার কমে আসছে। আজ ১লক্ষ ৪৮ হাজার ৫শো ৯০ জন সংক্রমিত চিকিৎসাধীন। গত ৮ মাসের মধ্যে যা সর্বনিম্ন।

দেশে মোট সংক্রমিতের মাত্র ১.৩৭% চিকিৎসাধীন। গত চব্বিশ ঘণ্টায় ৯৫ জন মারা গেছেন।

 দেশ জুড়ে কোভিড-১৯ টিকাকরণের কাজ চলছে। আজ সকাল ৮টা পর্যন্ত ৫৪লক্ষ ১৬ হাজার ৮শো ৪৯জন টিকা পেয়েছেন। মাত্র ২১ দিনে এতজনকে টিকা দেওয়া গেছে যা বিশ্বে দ্রুততম টিকাকরণের নজির গড়েছে। গত চব্বিশ ঘন্টায় ৪ লক্ষ ৫৭ হাজার ৪০৪ জনের টিকাকরণ হয়েছে। এঁদের মধ্যে ৩ লক্ষ ১ হাজার ৫শো ৩৭ জন স্বাস্থ্যকর্মী আর ১লক্ষ ৫৫ হাজার ৮শো ৬৭ জন সামনের সারিতে থাকা কর্মী।

ভারতে কোভিড মুক্তির হার ৯৭.১৯ শতাংশ। এ পর্যন্ত এক কোটি পাঁচ লক্ষ দশ হাজার সাতশো ছিয়ানব্বই জন সুস্থ হয়ে উঠেছেন। গত ২৪ ঘন্টায় নতুন করে সুস্থ হয়েছেন ১৪,৪৮৮ জন।  

নতুন আরোগ্য লাভের মধ্যে ৮২.০৭ শতাংশ সংক্রমণ মুক্ত হওয়ার খবর আসছে ৬টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে । কেরালায় সর্বোচ্চ ৬,৬৫৩ জন, মহারাষ্ট্রের ৩৫৭৩ জন এবং তামিলনাডুতে ৫০৬ জন সুস্থ হয়ে উঠেছেন।  

নতুন যারা সংক্রমিত হচ্ছেন তাদের মধ্যে ৮৩.৩ শতাংশ থাকেন ৬টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে। এর মধ্যে কেরালায় ৫৬১০ জন, মহারাষ্ট্রে ২৬২৮ জন এবং তামিলনাড়ুতে ৪৮৯ জন নতুন করে সংক্রমিত হয়েছেন।

কোভিদ  সংক্রমণের কারণে যারা মারা যাচ্ছেন তার মধ্যে ৬টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের থেকে  ৮১.০৫% মৃত্যুর খবর আসছে।  মহারাষ্ট্রের সর্বোচ্চ ৪০ জন, কেরালায় ১৯ জন এবং ছত্তিশগড়ে ৮ জন মারা গেছেন। মাত্র দুটি রাজ্য থেকেই দুই সংখ্যার দৈনিক মৃত্যুর হিসেব পাওয়া যাচ্ছে ।

***

 

 

 

CG/CB



(Release ID: 1695794) Visitor Counter : 150