স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

ভারতে সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা মোট মৃত্যুর তুলনায় কম; সুস্পষ্টভাবে আক্রান্তের সংখ্যা আরও কমে ১.৫১ লক্ষ


কোভিড-১৯-এর বিরুদ্ধে লড়াইয়ে প্রায় ৫০ লক্ষ সুফলভোগীর টিকাকরণ

ভারতে প্রতি ১০ লক্ষে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বিশ্বে সর্বাপেক্ষা সর্বনিম্ন

১৪টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে গত ২৪ ঘন্টায় মৃত্যুর খবর নেই

Posted On: 05 FEB 2021 11:55AM by PIB Kolkata

নয়াদিল্লি, ৫ ফেব্রুয়ারি, ২০২১

ভারতে সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যায় লাগাতার নিম্নমুখী প্রবণতা অব্যাহত রয়েছে। আজ এই সংখ্যা আরও কমে হয়েছে ১ লক্ষ ৫১ হাজার ৪৬০। এর ফলে, আক্রান্তের সংখ্যা মোট মৃত্যুর সংখ্যার তুলনায় কম। দেশে মৃত্যু হয়েছে ১ লক্ষ ৫৪ হাজার ৮২৩ জনের। দেশে মোট আক্রান্তের কেবল ১.৪০ শতাংশই সুস্পষ্টভাবে করোনায় আক্রান্ত।

 

ভারতে নতুন করে আক্রান্তের সংখ্যাও ক্রমশ নিম্নমুখী। গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ১২,৪০৮। প্রতি ১০ লক্ষ জনসংখ্যায় দেশে আক্রান্তের সংখ্যা ৭,৮২৮, যা বিশ্বে সর্বাপেক্ষা সর্বনিম্ন। অবশ্য, প্রতি ১০ লক্ষে আক্রান্তের সংখ্যা রাশিয়া, জার্মানি, ইতালি, ব্রাজিল, ফ্রান্স, ব্রিটেন ও মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের তুলনায় বেশি।

 

দেশে ১৭টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে প্রতি ১০ লক্ষে আক্রান্তের সংখ্যা জাতীয় গড়ের তুলনায় কম। সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে লাক্ষাদ্বীপে প্রতি ১০ লক্ষে আক্রান্তের সংখ্যা সর্বনিম্ন ১,৭২২।

 

দেশে আজ সকাল ৮টা পর্যন্ত কোভিড-১৯ টিকাকরণ কর্মসূচির আওতায় ৪৯ লক্ষ ৫৯ হাজার ৪৪৫ জন সুফলভোগীর টিকাকরণ হয়েছে। গত ২৪ ঘন্টায় ১১,১৮৪টি টিকাকরণ পর্বে ৫ লক্ষ ৯ হাজার ৮৯৩ জনের টিকা দেওয়া হয়েছে।

 

ক্রমিক সংখ্যা

রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চল

টিকাগ্রহীতা সুফলভোগীর সংখ্যা

     

আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ

,৯৩৮

অরুণাচল প্রদেশ

১০,৮৮৯

অন্ধ্রপ্রদেশ

,৪৩,২৪৩

আসাম

৬০,৫৫৬

বিহার

,১২,৩৩৯

চন্ডীগড়

,৭৮২

ছত্তিশগড়

,৩১,১৭৩

দাদরা ও নগর হাভেলী

,০৭৫

দমন ও দিউ

৫৬১

১০

দিল্লি

,৯২৭

১১

গোয়া

,১৯৩

১২

গুজরাট

,৪৮,১৮৩

১৩

হরিয়ানা

,৩৩,৬৩৭

১৪

হিমাচল প্রদেশ

৪৮,৩৬০

১৫

জম্মু ও কাশ্মীর

৩৪,৪৭৫

১৬

ঝাড়খন্ড

৭৫,২০৫

১৭

কর্ণাটক

,৩০,১১২

১৮

কেরল

,৭০,৯৯২

১৯

লাদাখ

,৫১১

২০

লাক্ষাদ্বীপ

৮০৭

২১

মধ্যপ্রদেশ

,৩৯,৩৮৬

২২

মহারাষ্ট্র

,৮৯,৫৭৭

২৩

মণিপুর

,০৯৫

২৪

মেঘালয়

,৪৬৯

২৫

মিজোরাম

১০,০৪৪

২৬

নাগাল্যান্ড

,৪০৫

২৭

ওডিশা

,৩৪,৯২৩

২৮

পন্ডিচেরী

,২২২

২৯

পাঞ্জাব

৬৭,৮৬১

৩০

রাজস্থান

,৮৪,৮১০

৩১

সিকিম

,২৬৪

৩২

তামিলনাডু

,৪৫,৯২৮

৩৩

তেলেঙ্গানা

,৮৮,২৭৯

৩৪

ত্রিপুরা

৩৫,১৯১

৩৫

উত্তর প্রদেশ

,৮৯,১০১

৩৬

উত্তরাখন্ড

৬২,৮৫৮

৩৭

পশ্চিমবঙ্গ

,২০,৬৬৮

৩৮

অন্যান্য

৫৮,৪০৬

মোট

৪৯,৫৯,৪৪৫

 

দেশে এখনও পর্যন্ত টিকাগ্রহীতা সুফলভোগীর ৬১ শতাংশই আটটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের বাসিন্দা। উত্তরপ্রদেশে সর্বাধিক ৫ লক্ষ ৮৯ হাজার ১০১ জন সুফলভোগীর টিকাকরণ হয়েছে, যা মোট টিকাকরণের ১১.৯ শতাংশ।

 

দেশে এখনও পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১ কোটি ৪ লক্ষ ৯৬ হাজার ৩০৮ জন। গত ২৪ ঘন্টায় আরোগ্য লাভ করেছেন ১৫,৮৫৩ জন। এর ফলে, সুস্থতার হার বেড়ে হয়েছে ৯৭.১৬ শতাংশ। এমনকি, সুস্থতার সংখ্যা ও সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যার মধ্যে ফারাক আরও বেড়ে হয়েছে ১ কোটি ৩ লক্ষ ৪৪ হাজার ৮৪৮।

 

দেশে গত ২৪ ঘন্টায় আরোগ্য লাভকারীদের মধ্যে ৮৫.০৬ শতাংশই ছয়টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের বাসিন্দা। কেরলে একদিনেই সর্বাধিক ৬,৩৪১ জন আরোগ্য লাভ করেছেন। মহারাষ্ট্রে সুস্থ হয়েছেন ৫,৩৩৯ জন এবং তামিলনাড়ুতে সুস্থতার সংখ্যা ৫১৭।

 

দেশে গত ২৪ ঘন্টায় ১২,৪০৮ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৮৪.২৫ শতাংশই ছয়টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের বাসিন্দা। কেরলে একদিনেই সর্বাধিক আক্রান্তের সংখ্যা ৬,১০২। মহারাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ২,৭৩৬ জন। তামিলনাড়ুতে আক্রান্তের সংখ্যা ৪৯৪।

 

দেশে গত ২৪ ঘন্টায় করোনাজনিত কারণে ১২০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭৪.১৭ শতাংশই ছয়টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের বাসিন্দা। মহারাষ্ট্রে একদিনেই সর্বাধিক ৪৬ জনের মৃত্যু হয়েছে। কেরলে মারা গেছেন ১৭ জন। অন্যদিকে পাঞ্জাব ও দিল্লিতে মারা গেছেন ৭ জন করে।

 

করোনার বিরুদ্ধে লড়াইয়ে আরও একটি তাৎপর্যপূর্ণ সাফল্য হিসেবে গত ২৪ ঘন্টায় ১৪টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে কোনও মৃত্যুর খবর নেই।

 

ভারতে প্রতি ১০ লক্ষে করোনায় মৃত্যুর সংখ্যা ১১২, যা বিশ্বে অন্যতম সর্বনিম্ন। এছাড়াও, ১৯টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে প্রতি ১০ লক্ষে মৃত্যুর সংখ্যা জাতীয় গড়ের তুলনায় কম। লাক্ষাদ্বীপে প্রতি ১০ লক্ষে কোনও মৃত্যুর খবর নেই। অন্যদিকে, ১৭টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে প্রতি ১০ লক্ষে মৃত্যুর সংখ্যা জাতীয় গড়ের তুলনায় বেশি। সমস্ত রাজ্যের মধ্যে দিল্লিতে প্রতি ১০ লক্ষে মৃত্যু হয়েছে ৫৮১ জনের।

***

 

 

 

CG/BD/DM



(Release ID: 1695506) Visitor Counter : 316