আবাসনএবংশহরাঞ্চলেরদারিদ্র্যদূরীকরণমন্ত্রক

সেন্ট্রাল ভিস্তা অ্যাভিনিউ-এর ভূমি পুজো

Posted On: 04 FEB 2021 12:26PM by PIB Kolkata
নয়াদিল্লি, ৪ ফেব্রুয়ারি, ২০২১
 
কেন্দ্রীয় আবাসন ও শহরাঞ্চল বিষয়ক মন্ত্রী শ্রী হরদীপ সিং পুরী আজ নতুন দিল্লির ইন্ডিয়া গেটে সেন্ট্রাল ভিস্তা অ্যাভিনিউ-এর ভূমি পুজোয় অংশ নেন। এই উপলক্ষে মন্ত্রকের সচিব শ্রী দুর্গাশঙ্কর মিশ্র উপস্থিত ছিলেন। এই ভূমি পুজোর সঙ্গে সঙ্গে সেন্ট্রাল ভিস্তা অ্যাভিনিউ-এর উন্নয়ন / মানোন্নয়ন কাজের সূচনা হল। নর্থ ও সাউথ ব্লক থেকে ইন্ডিয়া গেট পর্যন্ত অংশটি সেন্ট্রাল ভিস্তা অ্যাভিনিউ নামে পরিচিত। সুদীর্ঘ ৩ কিলোমিটার এই অ্যাভিনিউ-এর মধ্যে পড়ে রাজপথ ও সংলগ্ন প্রাঙ্গণ, ক্যানাল, রাস্তার দু'পাশে সারিবদ্ধ অসংখ্য গাছ, বিজয় চক এবং ইন্ডিয়া গেট প্লাজা। ব্রিটিশ শাসনের সময় ভাইসরয় ভবন পর্যন্ত এক বর্ণময় শোভাযাত্রার জন্য সেন্ট্রাল ভিস্তা অ্যাভিনিউ গড়ে তোলার পরিকল্পনা হয়েছিল। স্বাধীনতার পর এই অ্যাভিনিউ-এ কিছু সংস্কার করা হয়। অ্যাভিনিউ-এর দু'পাশের ভূ-দৃশ্য পালটানো হয়। আটের দশকের গোড়ায় অ্যাভিনিউ-এর দু'পাশে অসংখ্য গাছ লাগানো হয়। এমনকি, নর্থ-সাউথ ব্লকের সঙ্গে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে একটি নতুন সড়ক রফি আহমেদ কিদওয়াই মার্গ গড়ে তোলা হয়। প্রতি বছর এই অ্যাভিনিউ-এ সাধারণতন্ত্র দিবসের বার্ষিক অনুষ্ঠান আয়োজিত হয়। এমনকি, এই অ্যাভিনিউ-এ সাম্প্রতিক বছরগুলিতে আন্তর্জাতিক যোগ দিবস অনুষ্ঠান, ভারতীয় খাদ্যোৎসব, পর্যটন পর্ব, ওড়িয়া পর্ব এবং পরাক্রম পর্বের মতো কর্মসূচি আয়োজিত হয়েছে। সেন্ট্রাল ভিস্তা অ্যাভিনিউ অধিকাংশ সময়েই ভিড়ে ঠাসা। দিল্লির আকর্ষণীয় পর্যটন কেন্দ্রগুলির মধ্যে সেন্ট্রাল ভিস্তা অ্যাভিনিউ গণ্য হয়ে থাকে। কিন্তু সুদীর্ঘ এই অ্যাভিনিউ-এ শৌচাগার, পথচারীদের যাতায়াতের ব্যবস্থা, বেচা-কেনার এলাকা, পার্কিং জোন, উপযুক্ত আলোকিতকরণ, ও দিক নির্দেশক সঙ্কতের ব্যবস্থা ছিল না। এখন এই অ্যাভিনিউ-এ মৌলিক সুযোগ-সুবিধাগুলি গড়ে তোলা হচ্ছে। সরকার সেন্ট্রাল ভিস্তা অ্যাভিনিউ-এর মানোন্নয়নের অঙ্গ হিসেবে এটিকে নতুন ভারতের এক যথার্থ প্রতীক হিসেবে গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে। এই লক্ষ্যে পথচারী ও পর্যটকদের জন্য প্রয়োজনীয় পরিকাঠামো গড়ে তোলা হচ্ছে, পথচারী-বান্ধব সাঙ্কেতিক ব্যবস্থার বন্দোবস্ত হচ্ছে এবং যানজট নিয়ন্ত্রণের পরিকল্পনা হচ্ছে।
 
সরকার গত ১০ নভেম্বর সেন্ট্রাল ভিস্তা অ্যাভিনিউ-এর মানোন্নয়নের জন্য ৬০৮ কোটি টাকা খরচের প্রস্তাব অনুমোদন করে। সেন্ট্রাল পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট বা সিপিডব্লিউডি-কে মানোন্নয়নের কাজের দায়িত্ব দেওয়া হয়েছে। ইতিমধ্যেই সিপিডব্লিউডি প্রথম পর্যায়ের মানোন্নয়নের জন্য সাপুরজি পালনজি কোম্পানি প্রাইভেট লিমিটেড-কে দায়িত্ব দিয়েছে। গত মাসের ৮ তারিখ এক প্রতিযোগিতামূলক দরপত্র আহ্বান প্রক্রিয়ার মাধ্যমে ওই সংস্থাটিকে সেন্ট্রাল ভিস্তা অ্যাভিনিউ-এর মানোন্নয়নের জন্য বেছে নেওয়া হয়। আজ থেকে এই কাজের সূচনা হল। 
 
সেন্ট্রাল ভিস্তা অ্যাভিনিউ-এর প্রথম পর্যায়ে মানোন্নয়নমূলক কাজের অঙ্গ হিসেবে সবুজায়িত পরিধি ৩,৫০,০০০ বর্গ মিটার থেকে বাড়িয়ে প্রায় ৩,৯০,০০০ বর্গ মিটার করা হবে। অ্যাভিনিউ-এর ১০টি জায়গায় শৌচালয়, পানীয় জল ও বেচা-কেনার এলাকা গড়ে তোলা হবে। রাজপথ পারাপারের সময় পথচারীদের সুবিধার্থে বিশেষ ব্যবস্থা থাকছে। উপযুক্ত নিকাশি প্রণালী, পর্যাপ্ত পার্কিং এলাকা, সঙ্কেতবাহী বোর্ড, আলোকিতকরণ, নজরদারি ক্যামেরা, বৃষ্টির জল সংরক্ষণ ব্যবস্থা এবং জল সরবরাহ ব্যবস্থাও গড়ে তোলা হবে। এছাড়াও, সাধারণতন্ত্র দিবস উদযাপনের সময় অস্থায়ীভাবে বসার জন্য যে আসনের ব্যবস্থা করা হবে সেগুলি সময়সীমার মধ্যে বসানো ও খুলে ফেলার জন্য বিশেষ ব্যবস্থা। 
 
***
 
 
 
 
CG/BD/DM


(Release ID: 1695141) Visitor Counter : 152