স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

ভারতে দৈনিক ভিত্তিতে আক্রান্তের সংখ্যা ৮ মাস পর কমে ৯ হাজারের নিচে


দৈনিক ভিত্তিতে মৃত্যুর সংখ্যা কমে ১০০, ৮.৫ মাসে যা সর্বনিম্ন

কোভিড-১৯-এর বিরুদ্ধে লড়াইয়ে ৩৯.৫ লক্ষের বেশি সুফলভোগীর টিকাকরণ

Posted On: 02 FEB 2021 11:33AM by PIB Kolkata

নয়াদিল্লি, ২ ফেব্রুয়ারি, ২০২১

ভারতে দৈনিক ভিত্তিতে আক্রান্তের সংখ্যা লাগাতার কমছে। গত বছরের ১০ সেপ্টেম্বর আক্রান্তের সংখ্যা একদিনেই সর্বাধিক উচ্চতায় ৭৫,৭৩৫-এ পৌঁছেছিল। আজ এই সংখ্যা কমে হয়েছে ৮,৬৩৫, যা ৮ মাসে সর্বনিম্ন।

ভারতে গত ৫ সপ্তাহে দৈনিক ভিত্তিতে গড় আক্রান্তের সংখ্যাও ক্রমশ কমেছে। ২০২০-র ৩০ ডিসেম্বর থেকে ২০২১-এর ৫ জানুয়ারি পর্যন্ত সপ্তাহে আক্রান্তের সংখ্যা ছিল ১৮,৯৩৪। অন্যদিকে, গত ২৭ জানুয়ারি থেকে আজ পর্যন্ত দৈনিক ভিত্তিতে গড় আক্রান্তের সংখ্যা কমে ১২,৭৭২ হয়েছে।

করোনার বিরুদ্ধে লড়াইয়ে আরও একটি তাৎপর্যপূর্ণ সাফল্য হিসেবে দেশে গত ২৪ ঘন্টায় ১০০ জনেরও কম মারা গেছেন যা গত ৮.৫ মাসে সর্বনিম্ন। উল্লেখ করা যেতে পারে, গত বছরের ১৫ মে শেষবার ১০০ জন মারা গিয়েছিলেন।

দেশে গত ৫ সপ্তাহ ধরে দৈনিক ভিত্তিতে গড় মৃত্যুর সংখ্যা ক্রমশ কমছে। গত ২৭ জানুয়ারি থেকে আজ পর্যন্ত দৈনিক গড় মৃত্যুর সংখ্যা ১২৮। অন্যদিকে, গত বছরের ৩০ ডিসেম্বর থেকে এ বছরের ৫ জানুয়ারি পর্যন্ত দৈনিক গড় মৃত্যুর সংখ্যা ছিল ২৪২।

দেশে আজ সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা আরও কমে হয়েছে ১ লক্ষ ৬৩ হাজার ৩৫৩। এই সংখ্যা মোট করোনায় আক্রান্তের কেবল ১.৫২ শতাংশ।

দেশে আজ করোনায় মোট সুস্থতার সংখ্যা বেড়ে হয়েছে ১ কোটি ৪ লক্ষ ৪৮ হাজার ৪০৬। সুস্থতার হার বেড়ে হয়েছে ৯৭.০৫ শতাংশ।

আজ সকাল ৮টা পর্যন্ত কোভিড-১৯ টিকাকরণের আওতায় টিকাগ্রহীতা সুফলভোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৩৯ লক্ষ ৫০ হাজার ১৫৬।

 

ক্রমিক সংখ্যা

রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চল

টিকাগ্রহীতা সুফলভোগীর সংখ্যা

     

আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ

,৭২৭

অরুণাচল প্রদেশ

,৭৯১

অন্ধ্রপ্রদেশ

,৮৭,২৫২

আসাম

৩৯,৭২৪

বিহার

,৮৪,২১৫

চন্ডীগড়

,৮০৩

ছত্তিশগড়

৭৬,৭০৫

দাদরা ও নগর হাভেলী

৮৩২

দমন ও দিউ

৪৪১

১০

দিল্লি

৬৪,৭১১

১১

গোয়া

,৫০৯

১২

গুজরাট

,৫৬,০৯৭

১৩

হরিয়ানা

,২৬,৭৫৯

১৪

হিমাচল প্রদেশ

৩৩,৪৩৪

১৫

জম্মু ও কাশ্মীর

২৬,৬৩৪

১৬

ঝাড়খন্ড

৪৮,০৫৭

১৭

কর্ণাটক

,১৬,২২৮

১৮

কেরল

,৯৩,৯২৫

১৯

লাদাখ

,২৩৪

২০

লক্ষাদ্বীপ

৮০৭

২১

মধ্যপ্রদেশ

,৯৮,৩৭৬

২২

মহারাষ্ট্র

,১০,৮২৫

২৩

মণিপুর

,৩৭৩

২৪

মেঘালয়

,৫৬৪

২৫

মিজোরাম

,৯৩২

২৬

নাগাল্যান্ড

,৯৯৮

২৭

ওডিশা

,০৭,৪৬২

২৮

পন্ডিচেরী

,৯৮৮

২৯

পাঞ্জাব

৫৯,২৮৫

৩০

রাজস্থান

,৩৩,৯৩০

৩১

সিকিম

,১৬৬

৩২

তামিলনাডু

,১২,৬৮৭

৩৩

তেলেঙ্গানা

,৬৮,৭৭১

৩৪

ত্রিপুরা

৩১,১৯০

৩৫

উত্তর প্রদেশ

,৬৩,৭৯৩

৩৬

উত্তরাখন্ড

৩৭,৫০৫

৩৭

পশ্চিমবঙ্গ

,৬৬,৪০৭

৩৮

অন্যান্য

৫৪,০১৯

মোট

৩৯,৫০,১৫৬

 

দেশে গত ২৪ ঘন্টায় ৩,৫১৬টি টিকাকরণ পর্বে ১ লক্ষ ৯১ হাজার ৩১৩ জন স্বাস্থ্যকর্মীকে টিকা দেওয়া হয়েছে। এখনও পর্যন্ত ৭২,৭৩১টি টিকাকরণ পর্ব হয়েছে। দৈনিক ভিত্তিতে টিকাগ্রহীতার সংখ্যা ক্রমশ বাড়ছে।

দেশে গত ২৪ ঘন্টায় ১৩,৪২৩ জন রোগী করোনামুক্ত হয়েছেন। এর মধ্যে ৮৫.০৯ শতাংশি ১০টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের বাসিন্দা। কেরলে একদিনেই সর্বাধিক ৫,২১৫ জন আরোগ্য লাভ করেছেন। মহারাষ্ট্রে সুস্থ হয়েছেন ৩,২৮৯ জন। ছত্তিশগড়ে সুস্থতার সংখ্যা ৫২০।

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্তদের ৮০.১০ শতাংশই ছয়টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের বাসিন্দা। কেরল থেকে একদিনেই সর্বাধিক ৩,৪৫৯ জন আক্রান্ত হয়েছেন। মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ১,৯৪৮। অন্যদিকে তামিলনাড়ুতে আক্রান্ত হয়েছেন ৫০২ জন।

কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধ ও মোকাবিলায় জনস্বাস্থ্য ক্ষেত্রে রাজ্যগুলিকে সাহায্যের জন্য একটি উচ্চপর্যায়ের কেন্দ্রীয় দল কেরল ও মহারাষ্ট্রে গিয়েছে। গত ২৪ ঘন্টায় দেশে করোনায় ৯৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৬৫.৯৬ শতাংশই মারা গেছেন পাঁচটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে। মহারাষ্ট্রে সর্বাধিক ৮৭ জনের মৃত্যু হয়েছে। কেরলে মারা গেছেন ১৭ জন এবং তামিলনাড়ুতে সাতজনের মৃত্যু হয়েছে বলে খবর। গত ২৪ ঘন্টায় ১৬টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে নতুন করে মৃত্যুর খবর নেই।

***

 

 

CG/BD/DM



(Release ID: 1694430) Visitor Counter : 165