অর্থমন্ত্রক

জল জীবন মিশন ( শহরাঞ্চল) খাতে ২,৮৭,০০০ কোটি টাকা বরাদ্দের ঘোষণা


শহরাঞ্চলে স্বচ্ছ ভারত মিশন প্রকল্পে ১,৪১,৬৭৮ কোটি টাকা বরাদ্দ

Posted On: 01 FEB 2021 2:04PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১ ফেব্রুয়ারি, ২০২১

আত্মনির্ভর ভারত গঠনের লক্ষ্যে স্বাস্থ্য এবং সুস্থতার প্রতিও এবারের বাজেটে গুরুত্ব আরোপ করা হয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী শ্রীমতি নির্মলা সীতারামন আজ সংসদে বাজেট পেশ করে বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা পরিশোধিত পানীয় জল, নিকাশি ব্যবস্থা, স্বচ্ছ পরিবেশ বজায় রাখার প্রতি গুরুত্ব আরোপ করে আসছে। সেজন্য এবারের বাজেটে এই বিষয়গুলোর ওপর আলোকপাত করা হয়েছে।

জল জীবন মিশন প্রকল্পে শহর অঞ্চলের জন্য বরাদ্দ বাড়ানো হয়েছে। দেশের শহরাঞ্চলের ৪,৩৭৮ টি স্থানীয় সংস্থার জন্য ২.৮৬ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

স্বচ্ছ ভারত মিশন প্রকল্পে শহরাঞ্চলের জন্য বরাদ্দের পরিমান ১,৪১,৬৭৮ কোটি টাকা।পাঁচ বছরের জন্য এই অর্থ বরাদ্দ করা হয়েছে।

বায়ু দূষণ প্রতিরোধে শহর অঞ্চলের ৪২ টি কেন্দ্রের জন্য ২,২১৭ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

 

 

CG/ SB



(Release ID: 1694282) Visitor Counter : 188