অর্থমন্ত্রক

সরকার একক সিকিওরিটিজ মার্কেট কোড প্রবর্তন করবে


একটি বিশ্বমানের ফিনটেক হাবের জন্য সহায়তা প্রদান

Posted On: 01 FEB 2021 1:58PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১ ফেব্রুয়ারি, ২০২১

 

কেন্দ্রীয় অর্থমন্ত্রী শ্রীমতি নির্মলা সীতারামন আজ সংসদে কেন্দ্রীয় বাজেট পেশ করার সময় ঘোষণা করেছেন যে সরকার সেবি আইন-১৯৯২, আমানত আইন-১৯৯৬, নিরাপত্তা চুক্তি (রেগুলেশন) আইন-১৯৫৬ এবং সরকারি নিরাপত্তা আইন- ২০০৭ কে একত্রিত করে  একক সিকিওরিটিজ মার্কেটস কোড প্রবর্তন করবে।

এর পাশাপাশি জিআই এফটি- আইএফএসসি- তে বিশ্বমানের ফিনটেক হাবের উন্নয়নে সরকার সহায়তা করবে।

প্রতিকূল ক্ষেত্রে কর্পোরেট বন্ড মার্কেটে অংশগ্রহণকারীদের মধ্যে আস্থা বাড়াতে এবং সাধারণভাবে বাজারের লিকুইডিটি বৃদ্ধির জন্য  বাজেটে একটি স্থায়ী প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরি করার উপর প্রস্তাব দেওয়া হয়েছে। যা বন্ডের  বাজারে উন্নয়নের সহায়ক হবে।

বিনিয়োগকারীদের সুরক্ষা দেয়ার লক্ষ্যে অর্থমন্ত্রী সকল আর্থিক পণ্য জুড়ে সমস্ত বিনিয়োগকারীদের অধিকার হিসেবে একটি বিনিয়োগকারী সনদ প্রবর্তনের প্রস্তাব দিয়েছেন।

অপ্রচলিত জ্বালানি ক্ষেত্রকে আরও বাড়ানোর লক্ষ্যে অর্থমন্ত্রী বলেছেন যে, সরকার ভারতের সোলার এনার্জি করপোরেশনকে  ১ হাজার কোটি টাকা এবং ভারতের পুনর্নবীকরণযোগ্য শক্তি উন্নয়ন সংস্থাকে ১,৫০০ কোটি টাকা অতিরিক্ত মূলধন যোগাবে।

***

 

 

CG/ SB


(Release ID: 1694162) Visitor Counter : 218