অর্থমন্ত্রক
অর্থনৈতিক কার্যকলাপের শক্তিশালী বিকাশ
Posted On:
29 JAN 2021 3:27PM by PIB Kolkata
নয়াদিল্লী, ২৯ জানুয়ারি, ২০২১
আর্থিক সমীক্ষায় উল্লেখ করা হয়েছে যে কোভিড-১৯ মহামারীর জেরে উদ্ভূত পরিস্থিতির এবং নানান সমস্যা থাকা সত্ত্বেও ভারতের পরিকাঠামো ক্ষেত্র অর্থনীতির অগ্রগতির ক্ষেত্রে পথ দেখিয়েছে। কেন্দ্রীয় অর্থ ও কর্পোরেট বিষয়ক মন্ত্রী শ্রীমতি নির্মলা সীতারমন সংসদে আর্থিক সমীক্ষা পেশ করে জানিয়েছেন যে দেশের পরিকাঠামো ক্ষেত্রের অগ্রগতির জন্য সরকার বিশেষ গুরুত্ব দিয়েছে। এমনকি পরিকাঠামো বিনিয়োগ আর্থিক বৃদ্ধির ক্ষেত্রে দ্রুত পরিবর্তন নিয়ে এসেছে।
২০২০-২৫ অর্থবর্ষের জন্য সরকার জাতীয় পরিকাঠামো পাইপ লাইন সূচনা করেছে। এই প্রকল্পের পরিকাঠামো ক্ষেত্রে ১১১ লক্ষ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে।
আর্থিক সমীক্ষায় জানানো হয়েছে যে সরকারি বেসরকারী অংশীদারিত্বের মাধ্যমে পরিকাঠামো ক্ষেত্রে বিনিয়োগ বৃদ্ধির প্রয়াস চালানো হয়েছে। পরিকাঠামো ক্ষেত্রের স্থিতিস্থাপকতা আর্থিক বৃদ্ধির অন্যতম চাবিকাঠি। এবারের আর্থিক সমীক্ষায় আশাপ্রকাশ করা হয়েছে যে ভারতের আর্থিক বৃদ্ধি এক শক্তিশালী যুগের সূচনা করবে। সরকারের বর্ধিত মূলধন ব্যয়, টিকাদান কর্মসূচি, দীর্ঘস্থায়ী সংস্কারের মতো একাধিক পদক্ষেপ গ্রহণ করার ফলে দেশের আর্থিক ব্যবস্থার উন্নতি লক্ষ্য করা গেছে।
সড়ক এবং মহাসড়ক ক্ষেত্রে বিনিয়োগ বৃদ্ধি পেয়েছে, এমনকি অসামরিক বিমান চলাচল ক্ষেত্রও আগের তুলনায় অনেক শক্তিশালী হয়েছে। বন্দর এবং জাহাজ চলাচল ক্ষেত্রের উন্নতি সাধন ঘটেছে। সাগরমালা প্রকল্পের আওতায় ৫০০রও বেশি উন্নয়নমূলক প্রকল্প চিহ্নিত হয়েছে। ভারতীয় রেলে সরকারি বেসরকারী অংশীদারিত্বের মাধ্যমে ‘নতুন ভারত নতুন রেল যোগাযোগ’ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বেসরকারী ক্ষেত্র থেকে প্রায় ৩০ হাজার কোটি টাকা বিনিয়োগ হবে বলে আশাপ্রকাশ করা হয়েছে। একইভাবে টেলি-যোগাযোগ ক্ষেত্রেও সরকারের কার্যকরী পদক্ষেপ গ্রহণ করার ফলে উল্লেখযোগ্য সাফল্য লক্ষ্য করা গেছে। ২০২০র সেপ্টেম্বরের শেষ পর্যন্ত ব্রডব্যান্ড এবং ন্যারোব্যান্ড মিলিয়ে ইন্টারনেট গ্রহকের সংখ্যা ৭৭৬.৪৫ মিলিয়নে দাঁড়িয়েছে।
২০২০ আর্থিক বর্ষে অধিকাংশ তৈল শোধনাগারগুলির উন্নতি সাধনে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। কোভিড-১৯ এর জেরে লকডাউনের মধ্যেও সরকার দরিদ্র পরিবারগুলিতে বিনামূল্যে ১৪ কোটিরও বেশি এলপিজি সিলিন্ডার বিতরণ করেছে।
আর্থিক সমীক্ষায় বৈদ্যুতিক ক্ষেত্রে উন্নতি সাধনের বিষয়ে বিশেষ জোর দেওয়া হয়েছে। ভারতে বিদ্যুৎ উৎপাদন ক্ষেত্রে অগ্রগতি প্রশংসনীয় বলে জানানো হয়েছে। এমনকি এবারের সমীক্ষায় দ্রুত নগরায়ণের বিষয়টিকে বিশেষভাবে তুলে ধরা হয়েছে। এবারের আর্থিক সমীক্ষায় আর্থিক ঘাটতি রোধ, পরিকাঠামো ক্ষেত্রে উন্নতি সাধন এবং সরকারি বেসরকারী অংশীদারিত্বের হার বৃদ্ধি ও সার্বিক অর্থনৈতিক উন্নয়নে সংস্কারমূলক পদক্ষেপ গ্রহণের বিষয়গুলিকে বিশেষভাবে তুলে ধরা হয়েছে।
***
CG/SS/NS
(Release ID: 1693617)
Visitor Counter : 374