স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

ক্রমশই কমছে করোনা সংক্রণের সংখ্যা, ভারতে সক্রিয় রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১.৭১ লক্ষ

Posted On: 29 JAN 2021 11:59AM by PIB Kolkata

নয়াদিল্লী, ২৯ জানুয়ারি, ২০২১

     ভারতে করোনায় মোট সক্রিয় রোগীর সংখ্যা ক্রমশই কমছে। আজ এই সংখ্যা কমে দাঁড়িয়েছে ১ লক্ষ ৭১ হাজার ৬৮৬।

     বর্তমানে দেশে মোট ভারতে সক্রিয় রোগীর হার কমে দাঁড়িয়েছে ১.৬০ শতাংশ।

     ভারতে প্রতি ১০ লক্ষে আক্রান্তের সংখ্যা এখন দাঁড়িয়েছে ৭ হাজার ৭৬৮ যা বিশ্বের বিভিন্ন দেশের তুলনায় সবচেয়ে কম। জামার্নী, রাশিয়া, ইতালি, ব্রাজিল, ফ্রান্স, ব্রিটেন এবং আমেরিকার মতো দেশগুলিতে প্রতি ১০ লক্ষে করোনা আক্রান্তের সংখ্যা ভারতের থেকে অনেক বেশি।

     ১৭টি রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলে প্রতি ১০ লক্ষে করোনা আক্রান্তের সংখ্যা জাতীয় গড়ের থেকেও কম।

     ভারতে ১৯ কোটি ৫০ লক্ষ ৮১ হাজার ৭৯ জনের করোনার নমুনা পরীক্ষা হয়েছে। গত ২৪ ঘন্টায় ৭ লক্ষ ৪২ হাজার ৩০৬ জনের নমুনা পরীক্ষা হয়েছে। 

     কোভিড-১৯ টিকাকরণ কর্মসূচির আওতায় ২৯ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত ২৯ লক্ষ ২৮ হাজার ৫৩ জন টিকা গ্রহণ করেছেন।

 

ক্রমিক সংখ্যা

রাজ্য/কেন্দ্রশাসিত

টিকা গ্রহীতা সুফলভোগী

১.

আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ

২৬৫৬

অন্ধ্রপ্রদেশ

১৭১৬৮৩

অরুণাচলপ্রদেশ

৮৬৫৬

আসাম

২৮৯১৮

বিহার

১০৭১৭৪

চন্ডীগড়

২৭৬৪

ছত্তিশগড়

৬২১১৫

দাদরা ও নগর হাভেলী

৪৯৩

দমন ও দিউ

২৮৬

১০

দিল্লী

৪৮০০৮

১১

গোয়া

২৮৮২

১২

গুজরাট

১৬২৬১৬

১৩

হরিয়ানা

১১৫৯৬৮

১৪

হিমাচলপ্রদেশ

১৮৮৪৮

১৫

জম্মু ও কাশ্মীর

২২৪০১

১৬

ঝাড়খন্ড

২৪৩১৫

১৭

কর্ণাটক

২৮৬০৮৯

১৮

কেরালা

১০৬৫৮৩

১৯

লাদাখ

৮১৮

২০

লাক্ষ্মাদ্বীপ

৭৪৬

২১

মধ্যপ্রদেশ

১৯৫১৮৭

২২

মহারাষ্ট্র

২২০৫৮৭

২৩

মণিপুর

২৮৫৫

২৪

মেঘালয়

৩৮৭০

২৫

মিজোরাম

৬৭২৮

২৬

নাগাল্যান্ড

৩৯৭৯

২৭

ওড়িশা

১৯৪০৫৮

২৮

পুদুচেরী

১৮১৩

২৯

পাঞ্জাব

৫০৯৭৭

৩০

রাজস্থান

২৫৭৮৩৩

৩১

সিকিম

১৭৭৬

৩২

তামিলনাড়ু

৮৮৪৬৭

৩৩

তেলেঙ্গানা

১৫১২৪৬

৩৪

ত্রিপুরা

২৪৩০২

৩৫

উত্তরপ্রদেশ

২৯৪৯৫৯

৩৬

উত্তরাখন্ড

১৯৫১৭

৩৭

পশ্চিমবঙ্গ

১৮৭৪৮৫

৩৮

বিবিধ

৪৮৪০১

 

মোট

২৯২৮০৫৩

 

     গত ২৪ ঘন্টায় দেশজুড়ে ১০ হাজার ২০৫টি কর্মসূচির আওতায় ৫ লক্ষ ৭২ হাজার ৬০ জন স্বাস্থ্যকর্মীকে টিকা দেওয়া হয়েছে।

     এ পর্যন্ত ৫২ হাজার ৮৭৮টি টিকাদান কর্মসূচি চলেছে।

     দৈনিক টিকা গ্রহণকারী সুবিধাভোগীর সংখ্যা ক্রমশই বাড়ছে।

     ১০টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে মোট টিকা সুবিধাভোগীর হার ৭২.৪৬ শতাংশে পৌঁছেছে। এ পর্যন্ত উত্তরপ্রদেশে টিকা সুবিধাভোগীর সংখ্যা সবচেয়ে বেশি। এরপরই রয়েছে রাজস্থান ও কর্ণাটক।

     ভারতে আরোগ্যের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৩ লক্ষ ৯৪ হাজার ৩৫২। অর্থা আরোগ্যের হার ৯৬.৯৬ শতাংশ।

     গত ২৪ ঘন্টায় ১৮ হাজার ৮৫৫ জন করোনাক্রান্ত হয়েছেন, সুস্থ হয়ে উঠেছেন ২০ হাজার ৭৪৬ জন।

     ছত্তিশগড়ে একদিনে ৬ হাজার ৪৫১ জন আক্রান্ত হয়েছেন, সুস্থ হয়েছেন ৬ হাজার ৪৭৯ জন এবং মৃত্যু হয়েছে ৩৫ জনের।

     ৭টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে আরোগ্যের হার ৮৫.৩৬ শতাংশ। ছত্তিশগড়ের পর গত একদিনে কেরালায় ৫ হাজার ৫৯৪ জন এবং মহারাষ্ট্রে ৩ হাজার ১৮১ জন আক্রান্ত হয়েছেন।

     ৫টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে নতুন করে সংক্রমণের হার ৮৫.৭৩ শতাংশ।

     গত ২৪ ঘন্টায় ১৬৩ জনের মৃত্যু হয়েছে।

     ৮টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে মৃত্যুর হার ৮৫.৮৯ শতাংশ। একদিনে মহারাষ্ট্রে ৫০, ছত্তিশগড়ে ৩৫ এবং কেরালায় ১৯ জনের মৃত্যু হয়েছে। 

     ১৯টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে প্রতি ১০ লক্ষে মৃত্যুর হার জাতীয় গড়ের থেকেও কম।

***

 

 

CG/SS/NS



(Release ID: 1693226) Visitor Counter : 192