স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক
আজ সকাল ৮টা পর্যন্ত ১৬ লক্ষ স্বাস্থ্যকর্মী ভ্যাকসিন নিয়েছেন
মাত্র ৬ দিনের মধ্যে ভারতে ১০ লক্ষ ভ্যাকসিন ডোজ দেওয়া হয়েছে
Posted On:
24 JAN 2021 11:08AM by PIB Kolkata
নতুন দিল্লি, ২৪ জানুয়ারি, ২০২১
ভারতে বিশেষ প্রযুক্তি ও কৌশল অবলম্বনের কারণে করোনা সংক্রমনের সংখ্যা দিন দিন হ্রাস পাচ্ছে।
দেশে সক্রিয় ভাবে করোনা আক্রান্তের সংখ্যা আজ ছিল ১,৮৪,৪০৮। মোট আক্রান্তের সাথে সক্রিয় হবে আক্রান্তের পরিমাণ কমে হয়েছে ১.৭৩ শতাংশ। গত ২৪ ঘন্টায় মোট ১৫,৯৪৮ জন সুস্থ হয়ে উঠেছেন।
কেরালা, মহারাষ্ট্র, কর্ণাটক, উত্তর প্রদেশ এবং পশ্চিমবঙ্গ এই পাঁচটি রাজ্যে দেশে মোট সক্রিয় আক্রান্তের ৭৫ শতাংশ রয়েছে।
আজ সকাল ৮ টা পর্যন্ত দেশে প্রায় ১৬ লক্ষ ( ১৫,৮২,২০১) স্বাস্থ্যকর্মী করোনা ভ্যাকসিন নিয়েছেন। গত ২৪ ঘন্টায় প্রায় ২ লক্ষ ( ১,৯১,৬০৯) জনকে করোনা ভ্যাকসিন দেওয়া হয়েছে।
দেশে মাত্র ৬ দিনে ১০ লক্ষ ভ্যাকসিনের ডোজ দেওয়া হয়েছে। দেশে করোনায় সুস্থতার হার বেড়ে হয়েছে ৯৬.৮৩ শতাংশ। যা ক্রমশই বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সাতটি রাজ্যে ১৫৫ জনের মৃত্যু হয়েছে।
***
CG/SB
(Release ID: 1691930)
Visitor Counter : 221