নির্বাচনকমিশন

২৫শে জানুয়ারী একাদশ জাতীয় ভোটার দিবস উদযাপিত হবে

Posted On: 24 JAN 2021 5:19AM by PIB Kolkata

নতুনদিল্লি, ২৪শে জানুয়ারী, ২০২১ 

 

নির্বাচন কমিশন আগামীকাল, ২৫শে জানুয়ারী  একাদশ জাতীয় ভোটার দিবস উদযাপন করবে। এবারের এই দিবসের মুল ভাবনা “ আমাদের ভোটারদের ক্ষমতাশালী , সতর্ক, সুরক্ষিত ও ওয়াকিবহাল করে তোলা”। ২০১১ সাল থেকে জাতীয় ভোটার দিবস পালিত হচ্ছে। ১৯৫০ সালের ২৫শে জানুয়ারী নির্বাচন কমিশন গঠিত হয়েছিল। সেই  দিনটিকে স্মরণে রেখে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর মূল লক্ষ ভোটার তালিকায় নাম তুলতে সাহায্য করা, উৎসাহিত করা এবং নতুন ভোটারদের নাম সংযোজিত করা। নির্বাচন প্রক্রিয়ায় ভোটারদের আরো বেশী করে যুক্ত করতে তাঁদের সচেতন করে তোলাও এই দিনটি উদযাপনের উদ্দেশ্য। এই উপলক্ষে আয়োজিত নানা অনুষ্ঠানে নতুন ভোটারদের  সংবর্ধিত করা ছাড়াও সচিত্র পরিচয়পত্রও তাঁদের হাতে তুলে দেওয়া হয়। এবছরের মুল অনুষ্ঠানটি হবে নতুনদিল্লির অশোকা হোটেলে। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ  অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেবে উপস্থিত থাকবেন। ভারচ্যুয়ালি তিনি রাষ্ট্রপতি ভবন থেকে এই আয়োজনে যোগ দেবেন। কেন্দ্রীয় মন্ত্রী রবিশংকর প্রসাদ অনুষ্ঠানে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। কোভিড-১৯ অতিমারীর প্রেক্ষিতে ভবিষ্যতে নিরাপদে নির্বাচন আয়োজন করাই নির্বাচন কমিশনের লক্ষ্য।  

***

 

CG/CB



(Release ID: 1691843) Visitor Counter : 890