স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

ভারতে সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা আরও কমে ১.৯২ লক্ষ


আজ সকাল ৭টা পর্যন্ত ৮ লক্ষেরও বেশি স্বাস্থ্য কর্মীর টিকাকরণ হয়েছে

১৭টি রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলে প্রতি ১০ লক্ষে আক্রান্তের সংখ্যা জাতীয় গড়ের তুলনায় কম

Posted On: 21 JAN 2021 10:48AM by PIB Kolkata

নয়াদিল্লি, ২১ জানুয়ারি, ২০২১

ভারতে সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা আজ আরও কমে দাঁড়িয়েছে ১ লক্ষ ৯২ হাজার ৩০৮। এর ফলে, মোট আক্রান্তের সংখ্যার তুলনায় সুস্পষ্টভাবে আক্রান্তের সংখ্যার হার কমে হয়েছে ১.৮১ শতাংশ।

দৈনিক-ভিত্তিতে সুস্থতার সংখ্যা বাড়তে থাকায় এবং আক্রান্তের সংখ্যা হ্রাস পাওয়ায় সুস্পষ্টভাবে আক্রান্তের সংখ্যা ক্রমশ কমছে। গত ২৪ ঘন্টায় এই সংখ্যা আরও ৪ হাজার ৮৯৩টি কমেছে।

জাতীয় স্তরে সুস্পষ্টভাবে আক্রান্তের সংখ্যা লাগাতার কমতে থাকায় ১৭টি রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলে প্রতি ১০ লক্ষে আক্রান্তের সংখ্যা জাতীয় গড়ের তুলনায় কম। ভারতে প্রতি ১০ লক্ষে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৬৮৯।

দেশে সুস্পষ্টভাবে মোট আক্রান্তের ৭৩ শতাংশই ৫টি রাজ্য থেকে। এগুলি হ’ল – কেরল, মহারাষ্ট্র, উত্তর প্রদেশ, কর্ণাটক ও পশ্চিমবঙ্গ।

দেশে আজ ৭টা পর্যন্ত ৮ লক্ষ ৬ হাজার ৪৮৪ জন সুফলভোগীকে টিকা দেওয়া হয়েছে। গত ২৪ ঘন্টায় ২ হাজার ৩৯৮টি টিকাকরণ কেন্দ্রে ১ লক্ষ ৩১ হাজার ৬৪৯ জনকে টিকা দেওয়া হয়েছে। এখনও পর্যন্ত ১৪ হাজার ১১৮টি টিকাকরণ অভিযান পরিচালিত হয়েছে।

 

ক্রমিক সংখ্যা

রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চল

টিকা নেওয়া ব্যক্তির সংখ্যা

 

 

 

আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ

৬৪৪

অরুণাচল প্রদেশ

৩,০২৩

অন্ধ্রপ্রদেশ

৯১,৭৭৮

আসাম

৭,৫৮৫

বিহার

৪৭,৪৩৩

চন্ডীগড়

৪৬৯

ছত্তিশগড়

১৬,২৫৫

দাদরা ও নগর হাভেলী

১২৫

দমন ও দিউ

৯৪

১০

দিল্লি

১২,৯০২

১১

গোয়া

৪২৬

১২

গুজরাট

২১,৮৩২

১৩

হরিয়ানা

৩০,৪০২

১৪

হিমাচল প্রদেশ

৫,০৯৪

১৫

জম্মু ও কাশ্মীর

৪,৪১৪

১৬

ঝাড়খন্ড

১১,৬৪১

১৭

কর্ণাটক

১,২১,৪৬৬

১৮

কেরল

২৪,২৬৯

১৯

লাদাখ

২৪০

২০

লক্ষাদ্বীপ

৩৬৯

২১

মধ্যপ্রদেশ

২৭,৭৭০

২২

মহারাষ্ট্র

৫২,০৫৫

২৩

মণিপুর

১,৪৫৪

২৪

মেঘালয়

১,৩৬৫

২৫

মিজোরাম

১,৫০৮

২৬

নাগাল্যান্ড

২,৯৮৮

২৭

ওডিশা

৬৮,৭৪৩

২৮

পন্ডিচেরী

৭৫৯

২৯

পাঞ্জাব

৭,৬০৭

৩০

রাজস্থান

৩২,৩৭৯

৩১

সিকিম

৫৭৩

৩২

তামিলনাডু

৩৩,৬৭০

৩৩

তেলেঙ্গানা

৬৯,৪০৫

৩৪

ত্রিপুরা

৩,৭৩৪

৩৫

উত্তর প্রদেশ

২২,৬৪৪

৩৬

উত্তরাখন্ড

৬,৯৯

৩৭

পশ্চিমবঙ্গ

৪৬,৩১০

৩৮

অন্যান্য

২৬,৯৪০

 

 মোট

৮,০৬,৪৮৪

 

দেশে গত ২৪ ঘন্টায় ১৯,৯৬৫ জন সুস্থ হয়েছেন। এর ফলে, সুস্থতার মোট সংখ্যা বেড়ে হয়েছে ১ কোটি ২ লক্ষ ৬৫ হাজার ৭০৬। জাতীয় স্তরে সুস্থতার হার বেড়ে হয়েছে ৯৬.৭৫ শতাংশ।

দেশে গত ২৪ ঘন্টায় আরোগ্য লাভকারীদের ৮৭.০৬ শতাংশই ১০টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে। কেরল থেকে সর্বাধিক ৭ হাজার ৩৬৪ জন সুস্থ হয়েছেন। অন্যদিকে, মহারাষ্ট্রে সুস্থ হয়েছেন ৪ হাজার ৫৮৯ জন।

দেশে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্তদের ৮৩.৮৪ শতাংশই ৮টি রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চল থেকে। কেরল থেকে একদিনেই সর্বাধিক ৬ হাজার ৮১৫ জন আক্রান্ত হয়েছেন। মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ৩ হাজার ১৫। অন্যদিকে, ছত্তিশগড়ে আরও ৫৯৪ জন সংক্রমিত হয়েছেন। দেশে গত ২৪ ঘন্টায় ১৫১ জনের করোনাজনিত কারণে মৃত্যু হয়েছে। এর মধ্যে ৮৩.৪৪ শতাংশই মারা গেছেন ৮টি রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চল থেকে। মহারাষ্ট্র থেকে সর্বাধিক ৫৯ জনের মৃত্যু হয়েছে। কেরলে মারা গেছেন ১৮ জন এবং ছত্তিশগড়ে মৃত্যু হয়েছে ১০ জনের।

দেশে ১৯টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে প্রতি ১০ লক্ষে মৃত্যু হার জাতীয় গড়ের তুলনায় কম। ভারতে প্রতি ১০ লক্ষে মৃত্যুর সংখ্যা ১১১ এবং এই হার ১.৪৪ শতাংশ। অন্যদিকে, ১৭টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে মৃত্যু হার জাতীয় গড়ের তুলনায় বেশি।

***

 

 

CG/BD/SB



(Release ID: 1690874) Visitor Counter : 157