নীতিআয়োগ

জাতীয় যুব দিবস উপলক্ষে অটল উদ্ভাবন মিশনের আওতায় অটল টিঙ্কারিং ল্যাব হ্যান্ডবুকের নতুন সংস্করণের সূচনা করা হয়েছে

Posted On: 12 JAN 2021 7:16PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১২ জানুয়ারি, ২০২১

 

নীতি আয়োগের অন্তর্গত অটল উদ্ভাবন মিশনের আওতায় অটল টিঙ্কারিং ল্যাব হ্যান্ডবুকের নতুন সংস্করণের সূচনা করেছে। এখানে অটল টিঙ্কারিং ল্যাবগুলির বৈশিষ্ট্য, পরিচালন প্রক্রিয়া এবং ‘আত্মনির্ভর ভারত’ গঠনের যাত্রাপথে উদ্ভাবনী চিন্তাভাবনার বিষয় তুলে ধরা হয়েছে। 

 

স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী জাতীয় যুব দিবস হিসেবে উদযাপিত হয়। স্বামীজি আজীবন একটি শক্তিশালী দেশ গঠনের জন্য যুবদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের কথা তুলে ধরেছিলেন। 

 

এই হ্যান্ড বুকটির নাম দেওয়া হয়েছে ‘দ্য অটল টিঙ্কারিং ল্যাব হ্যান্ডবুক ২.০’। অটল উদ্ভাবনী মিশনের জনকল্যাণমুখী কর্মসূচীর আওতায় অটল টিঙ্কারিং ল্যাব প্রতিষ্ঠা, পরিকাঠামোগত নির্দেশিকার বিষয় এই হ্যান্ডবুকে তুলে ধরা হয়েছে।

 

অটল উদ্ভাবনী মিশনের ওয়েবসাইটে অনলাইনে এই হ্যান্ডবুকটি পাওয়া যাবে। অটল টিঙ্কারিং ল্যাবের মাধ্যমে তৃণমূল স্তরের উদ্ভাবনী প্রযুক্তিকে আরও শক্তিশালী করে তোলার প্রক্রিয়ার বিষয়ে সারা দেশের বিদ্যালয়গুলির জন্য একটি বিশদ নির্দেশিকা এখানে রয়েছে।

 

এই সূচনা অনুষ্ঠানে এক ভিডিও বার্তায় নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান ডঃ রাজীব কুমার জানিয়েছেন, বিবেকানন্দের জন্মজয়ন্তী উপলক্ষে অটল টিঙ্কারিং ল্যাব হ্যান্ডবুকের দ্বিতীয় সংস্ককরণটি প্রকাশ করা হয়েছে। এখানে তৃণমূল স্তরের অভিজ্ঞতা এবং নানান পরীক্ষা-নিরীক্ষার বিষয় স্থান পেয়েছে।

 

অটল উদ্ভাবনী মিশনের মিশন ডিরেক্টর এবং নীতি আয়োগের অতিরিক্ত সচিব শ্রী আর রামানান ভার্চুয়াল মাধ্যমে এই হ্যান্ডবুকটি প্রকাশ করেন। অটল উদ্ভাবনী মিশনের কর্মসূচি বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেন তিনি। এই হ্যান্ডবুকটি ডাউনলোড করা যাবে https://aim.gov.in/pdf/ATL_Handbook_2021.pdf এই ওয়েবসাইট থেকে। 

***

 

CG/SS/SKD




(Release ID: 1688093) Visitor Counter : 247