মৎস্য ও পশু পালন এবং দুগ্ধশিল্প মন্ত্রক
দেশজুড়ে অ্যাভিয়েন ইনফ্লুয়েঞ্জার পরিস্থিতি
Posted On:
11 JAN 2021 3:11PM by PIB Kolkata
নতুনদিল্লি, ১১ই জানুয়ারি, ২০২১
অ্যাভিয়েন ইনফ্লুয়েঞ্জা ১১ই জানুয়ারী পর্যন্ত দেশে ১০টি রাজ্যর মধ্যেই সীমাবদ্ধ। রাজস্থানের টঙ, কারাউলি, ভিলওয়ারা জেলায় এবং গুজরাটের ভালসাদ, ভাদোদরা ও সুরাট জেলায় কাক ও পরিযায়ী/বন্য পাখিদের মৃত্যুর কারণ যে এই ভাইরাস সেটি আইসিএআর-এনআইএইচএসএডি নিশ্চিত করেছে। এ ছাড়াও উত্তরাখন্ডের কোটদ্বার ও দেরাদুনে বেশ কিছু কাক মারা পড়েছে। নতুনদিল্লিতে কাক এবং সঞ্জয় হ্রদে হাসও মারা গেছে।
এগুলি ছাড়াও মহারাষ্ট্রে পারবাণী জেলায় পোলট্রির পাখি এবং মুম্বাই, থানে, ডাপোলি, বিদে কাক অ্যাভিয়েন ইনফ্লুয়েঞ্জায় মারা গেছে।
হরিয়ানায় সংক্রমণ প্রতিহত করতে সংক্রমিত পাখিগুলিকে কালিং করার কাজ চলছে। হিমাচল প্রদেশে একটি কেন্দ্রীয় দল গেছে এবং মহামারীর কেন্দ্রস্থলে গিয়ে আজ তদন্ত শুরু করেছে।
রাজ্যগুলিকে বলা হয়েছে মানুষের মধ্যে সচেতনতা গড়ে তুলবার জন্যে নিবিড় প্রচার চালাতে এবং এ সংক্রান্ত বিষয়ে কোনো ভুল তথ্য যেন ছড়িয়ে না পড়ে সে বিষয়ে সতর্ক হতে । রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে জলাভূমি, পাখির মাংসের বাজার চিড়িয়াখানা, পোল্ট্রি ফার্ম ইত্যাদি জায়গায় নজরদারি বাড়াতে বলা হয়েছে। এছাড়াও পাখির মৃতদেহ যথাযথভাবে মাটিতে পুঁতে দেওয়া এবং পোল্ট্রি ফার্মগুলির আশেপাশে জৈব নিরাপত্তা বাড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি কালিং অভিযান করার সময় যাতে যথেষ্ট পরিমাণে পিপিই কিট এবং অন্যান্য আনুষঙ্গিক সরঞ্জাম থাকে সে বিষয়ে খেয়াল রাখতে বলা হয়েছে। এর জন্য পশুপালন ও দুগ্ধ শিল্প দপ্তরের সচিব রাজ্যগুলির পশুপালনদপ্তরকে নিয়মিত যোগাযোগ রেখে চলতে বলেছেন। এছাড়াও কোনভাবে যাতে এই অসুখ পাখির থেকে মানুষের শরীরে ছড়িয়ে না পড়ে তার জন্য স্বাস্থ্য বিভাগের সঙ্গে যোগাযোগ বজায় রাখার জন্য বলা হয়েছে ।
***
CG/CB
(Release ID: 1687677)
Visitor Counter : 197
Read this release in:
Telugu
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Tamil
,
Kannada
,
Malayalam