ক্ষুদ্র, অতিক্ষুদ্রওমাঝারিশিল্পমন্ত্রক

শ্রী গডকরি আগামীকাল উদ্ভাবনী, পরিবেশ বান্ধব, বিষাক্ত নয় দেওয়ালের এমন রং এর সূচনা করবেন

Posted On: 11 JAN 2021 11:44AM by PIB Kolkata
নতুন দিল্লি, ১১ জানুয়ারি, ২০২১
 
 কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক এবং অতি ক্ষুদ্র, ক্ষুদ্র মাঝারি শিল্প উদ্যোগ মন্ত্রী শ্রী নীতিন গডকরি আগামীকাল নিজ বাসভবন থেকে খাদি এবং গ্রামীণ শিল্প কমিশনের নির্মিত একটি অভিনব  রং বা পেইন্ট এর সূচনা  করবেন। পরিবেশ বান্ধব, বিষাক্ত নয় এমন দেওয়ালের রং এর নাম  "খাদি প্রাকৃতিক রং "। এটি অ্যান্টি-ফাঙ্গাল ও অ্যান্টি-ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্যযুক্ত। এখানে  প্রধান উপাদান হিসাবে গোবর ব্যবহার  করা হয়েছে । ভারতীয় মানক ব্যুরো বা ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড  অনুমোদিত এই রং তৈরিতে খরচ কম এবং গন্ধহীন। 
 
খাদি প্রাকৃতিক রং দুটি রূপে পাওয়া যায়,  যেমন ডিসটেম্পার রং এবং প্লাস্টিক ইমালশন রং।  প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী কৃষকদের আয় বাড়ানোর যে লক্ষ্য নিয়েছেন,সেই  অনুসারে খাদি প্রাকৃতিক রং তৈরি করা হয়েছে ।গত বছর মার্চ মাসে খাদি গ্রামীণ শিল্প কমিশনের চেয়ারম্যান এই   প্রকল্পের পরিকল্পনা  প্রস্তুত করেছিলেন।  এরপরে জয়পুরের কুমারাপ্পা জাতীয় হস্তনির্মিত কাগজ প্রতিষ্ঠান এটি তৈরি  করে।
 
 
 এই রং ভারী ধাতু যেমন সীসা, পারদ, ক্রোমিয়াম, আর্সেনিক, ক্যাডিয়াম এবং অন্যান্য ধাতু থেকে মুক্ত।  এই রং স্থানীয় উৎপাদনে উৎসাহ জোগাবে এবং প্রযুক্তির  সাহায্যে  সুস্থায়ীভাবে  স্থানীয় কর্মসংস্থান সৃষ্টি করবে।  এই প্রযুক্তি পরিবেশ বান্ধব। রং এর কাঁচামাল হিসাবে গোবরের ব্যবহার বৃদ্ধি পাবে এবং কৃষক ও গোশালা গুলিতে অতিরিক্ত আয় হবে।  এর মাধ্যমে  কৃষক / গোশালা গুলিতে প্রতি বছরে প্রায় ৩০ হাজার টাকা আয় হবে বলে অনুমান করা হচ্ছে ।  গোবর ব্যবহারের ফলে পরিবেশ স্বচ্ছ থাকবে  এবং ড্রেনে গোবর  জমা  রোধ পাবে।
 
 খাদি প্রাকৃতিক ডিসটেম্পার এবং ইমালশন রং ৩ টি নামী জাতীয় পরীক্ষাগারে পরীক্ষা করা হয়েছে এবং  সেখান থেকেও ছাড় পত্র মিলেছে। 
 
***
 
 
 
CG/SS

(Release ID: 1687645) Visitor Counter : 290